প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, বিএসইসির কাজ মধ্যস্থতা করা না, বরং নতুন রুলস, রেগুলেশন প্রণয়ন করা, আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে পুঁজিবাজারকে বিনিয়োগবান্ধব রাখা।

চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বোর্ড ও ম্যানেজমেন্ট এবং সিএসইর লিডিং ট্রেকহোল্ডারদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পুঁজিবাজারের উন্নয়নে বুধবার (৭ মে) চট্টগ্রামস্থ সিএসইর প্রধান কার্যালয়ে সিএসই বোর্ড ও ম্যানেজমেন্ট এবং সিএসইর লিডিং ট্রেকহোল্ডারদের সঙ্গে পুঁজিবাজার সংস্কার এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যৎ করণীয় সম্পর্কে দুটি পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উক্ত আলোচনা সভায় ড.

আনিসুজ্জামান চৌধুরী সিএসইর লিডিং ট্রেক-হোল্ডারদের এবং তাঁদের প্রতিনিধিদের মতামত, সুপারিশ ও দাবি দাওয়াসমূহ বিস্তারিত শোনেন। 

আনিসুজ্জামান চৌধুরী বলেন, “পুঁজিবাজারে পূর্বে যা হয়েছে সেগুলো বিশ্লেষণ করে, আপনাদের অভিমত, দাবিদাওয়া, দীর্ঘদিনের অমীমাংসিত এবং প্রত্যাশিত বিষয়গুলো বিবেচনা করে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।”

তিনি আরো বলেন, “আমরা আপনাদের কথা শুনেছি এবং চেষ্টা করবো প্রধান উপদেষ্টার সঙ্গে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে নিয়ে একটি সভা অনুষ্ঠানের প্রস্তাব রাখার, যাতে উপযুক্ত দাবি দাওয়াগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত হয়।”

এ সময় উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ, সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, পরিচালক মেজর (অব) এমদাদুল ইসলাম, পরিচালক নাসির উদ্দিন চৌধুরী, পরিচালক ড. মাহমুদ হাসান, পরিচালক নাজনিন সুলতানা, পরিচালক মোহাম্মেদ আখতার পারভেজ, পরিচালক শাহজাদা মাহমুদ চৌধুরী ও সিএসইর ব্যবস্থাপনা পরিচালক, এম সাইফুর রহমান মজুমদার। এছাড়া, সভায় আরো উপস্থিত ছিলেন বিএসইসি ও সিএসইর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা/এনটি/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স এসইর ব এসইস

এছাড়াও পড়ুন:

পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে সভা আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আগামী রবিবার (১১ মে) দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা'-তে এ সভা অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিন ধরে পুঁজিবাজারের উন্নয়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছিলেন বিনিয়োগকারীরা। অবশেষে বিনিয়োগকারীদের দাবি আমলে নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা।

গত ৬ মে বৈঠকের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আগামী ১১ মে দুপুর ১২ টায় "পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ" বিষয়ক একটি সভা প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা'-তে অনুষ্ঠিত হবে। সভায় অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানকে উপস্থিত থাকতে বলা হলো।

তবে ১১দিনের সফরে দেশের বাইরে অবস্থান করছেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। যুক্তরাষ্ট্র ও কাতারের পৃথক দুইটি প্রতিষ্ঠানের আমন্ত্রণে তিনি বিদেশ সফরে রয়েছেন। এমন পরিস্থিতিতে জরুরি এ বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা/এনটি/ইভা

সম্পর্কিত নিবন্ধ

  • প্রধান উপদেষ্টার ডাকা সভায় অংশ নেবেন বিএসইসি চেয়ারম্যান
  • প্রধান উপদেষ্টা রোববার শেয়ারবাজার নিয়ে বৈঠকে বসছেন
  • শেয়ারবাজার ইস্যুতে ১১ মে উচ্চ পর্যায়ের বৈঠক আহ্বান প্রধান উপদেষ্টার
  • পুঁজিবাজারে বড় পতনে লেনদেন চলছে
  • বোনাস লভ্যাংশ প্রদানে সম্মতি পায়নি আইপিডিসি ফাইন্যান্স
  • পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা