নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী ত্বকী হত্যা মামলার তদন্তের কাজ দীর্ঘদিন বন্ধ থাকার পর গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আবার শুরু করে মামলার তদন্তকারী সংস্থা র‍্যাব-১১। তাদের প্রতি দ্রুত আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৪৬ মাস উপলক্ষে আয়োজিত মোমশিখা প্রজ্বালন অনুষ্ঠানে রফিউর রাব্বি এ আহ্বান জানান। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট প্রতি মাসের ৮ তারিখে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করে।

সংগঠনের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধীমান সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সিপিবির শহর সভাপতি আবদুল হাই, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর, সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের সভাপতি শাহেদ কায়েস, বাসদের জেলা সংগঠক এস এম কাদের, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন ও সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা।

রফিউর রাব্বি তাঁর বক্তব্যে বলেন, শেখ হাসিনার দুর্বৃত্ত লালনের প্রকৃষ্ট উদাহরণ ত্বকী হত্যা। শামীম ওসমানের মতো দুর্বৃত্ত, গডফাদারদের রক্ষা করতে সাড়ে ১১ বছর তিনি ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছিলেন। নারায়ণগঞ্জে খুন, সন্ত্রাস, চাঁদাবাজের মাধ্যমে মাফিয়াদের রাজত্ব কায়েম করেছিলেন। তারা মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল। আজ তারা পালিয়ে গেছে, কিন্তু আবার নতুন দখলদার তৈরি হচ্ছে। শামীম ওসমানের সন্ত্রাসীরা বিএনপির বিভিন্ন পর্যায়ে ঢুকে যাচ্ছে। ওসমান পরিবার ও তাদের ক্যাডারদের দখলে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান নতুন দখলদারদের নিয়ন্ত্রণে যাচ্ছে। নতুন নতুন চাঁদাবাজ, গডফাদার তৈরি হচ্ছে। সরকারকে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

রফিউর রাব্বি বলেন, ৫ আগস্টের পর তদন্তকারী সংস্থা র‍্যাব ত্বকী হত্যার বন্ধ থাকা তদন্তের কাজ আবার শুরু করেছে। কিন্তু সময় অনেক হয়েছে। অতি দ্রুত অভিযোগপত্র আদালতে জমা দিতে হবে। হত্যার নির্দেশদাতা শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, ক্যাডার শাহ নিজামসহ হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। কেউ যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেড়িয়ে যেতে না পারে, তা নিশ্চিত করতে হবে। সঠিক বিচার নিশ্চিত করে তাঁদের দেশে এনে ফাঁসি কার্যকর করতে হবে।

শামীম ওসমান ত্বকী হত্যার সঙ্গে জড়িত বলেই ত্বকী হত্যার বিচার বন্ধ করে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন মাহবুবুর রহমান। তিনি প্রশ্ন করে বলেন, ‘এখন কেন বিচার আটকে আছে? বাধা কোথায়?’ তদন্তকারী সংস্থা র‍্যাবের উদ্দেশে বলেন, ‘যদি অভিযোগপত্র দিতে না পারেন, তবে পদত্যাগ করুন। ত্বকী হত্যার বিচার করতেই হবে। আমরা বিচার চাইব, তা আদায় করে নেব।’

২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হয়ে নিখোঁজের দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। ৫ মার্চ ২০১৪ তদন্তকারী সংস্থা র‍্যাব সংবাদ সম্মেলন করে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চার সেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবে। কিন্তু তিন মাস পর শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে ওসমান পরিবারের পাশে থাকার ঘোষণা দিলে বিচার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। সেই অভিযোগপত্র আজও আদালতে পেশ করা হয়নি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ম ম ওসম ন ন র য়ণগঞ জ ওসম ন র তদন ত

এছাড়াও পড়ুন:

সাখাওয়াত-টিপুর নেতৃত্বে খালেদা জিয়াকে মহানগর বিএনপির অভ্যর্থনা

দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশে প্রত্যাবর্তন করেন।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনে যাওয়ার পথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীদেরকে নিয়ে অভ্যর্থনা জানান নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। 

মঙ্গলবার (৬ মে) সকাল দশটা থেকেই জাতীয় ও দলীয় পতাকা এবং ব্যানার ফেস্টুনে সুসজ্জিত বনানী নৌ বাহিনীর সদর দপ্তরে সামনে একসাথে জড়ো হয়। পরে দুপুর দেড়টার দিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহর আসলে তাকে অভ্যর্থনা জানান নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচ এম আনোয়ার প্রধান, মাহবুব উল্লাহ তপন, বরকত উল্লাহ, রাশিদা জামাল, ফারুক হোসেন, কামরুল ইসলাম চুন্নু সাউদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, বিএনপি নেতা আক্তার হোসেন, আবুল হোসেন রিপন, আক্তার হোসেন, শেখ সেলিম, আলমগীর কবির চঞ্চল, ইকবাল হোসেন, নজরুল ইসলাম সরদার, শাহাদুল্লাহ মুকুল, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, মহানগর কৃষক দলের সভাপতি খন্দকার এনামুল হক স্বপন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, সাধারণ সম্পাদক মহসিন মিয়া, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, সাধারণ সম্পাদক শাহেন শাহ্ মিঠু, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিবলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন
  • নিহত শিবির কর্মীর পরিবারের খোঁজ খবর নিলেন মহানগরী জামায়াত নেতৃবৃন্দ
  • সাংবাদিক রিয়াজের উপর হামলা : নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন নিন্দা
  • ভিক্টোরিয়া হাসপাতালে নবজাতকদের জন্য আইসিইউ ইউনিটের উদ্বোধন
  • সাংবাদিক মিলনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের শোক
  • ফতুল্লায় স্টেডিয়ামের শোভাবর্ধণের স্বার্থে ট্রাকস্ট্যান্ড অন্যত্র নির্মাণের দাবি  
  • খালেদা জিয়াকে মামুন মাহমুদের নেতৃত্বে জেলা বিএনপির অভ্যর্থনা 
  • সজল-সাহেদের নেতৃত্বে খালেদা জিয়াকে মহানগর যুবদলের অভ্যর্থনা 
  • সাখাওয়াত-টিপুর নেতৃত্বে খালেদা জিয়াকে মহানগর বিএনপির অভ্যর্থনা