রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেছেন, আওয়ামী লীগকে এমনভাবে নিষিদ্ধ করতে হবে যেন আবার ফিরে আসতে না পারে। নতুন করে যেন কেউ আওয়ামী লীগের মতো জুলুমবাজ, অর্থ পাচারকারী হয়ে উঠতে না পারে। আর সে জন্য গণহত্যা ও অর্থ পাচারের বিচার জরুরি।

শুক্রবার রাজধানীর পল্টন মোড়ে এক মানববন্ধনে হাসনাত কাইয়ুম এসব কথা বলেন। আওয়ামীতন্ত্র নিষিদ্ধ এবং সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা বন্ধসহ বিভিন্ন দাবিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন এ মানবন্ধনের আয়োজন করে।

হাসনাত কাইয়ুম বলেন, সরকার ও ক্ষমতাসীনদের লুটপাট, পাচারের সব আইনি সুযোগ বন্ধ করা জরুরি। সে লক্ষ্যে রাষ্ট্রকে এমনভাবে সংস্কার করতে হবে যেন পরবর্তী সময়ে কোনো সরকার বা বিচার বিভাগ তা বাতিল করতে না পারে। এ জন্য তাঁরা একই সঙ্গে সংবিধান সংস্কার সভা ও জাতীয় নির্বাচনকে সবচেয়ে টেকসই উপায় বলে মনে করেন।

মানববন্ধনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া বলেন, দেশি–বিদেশি চক্রান্তকারীরা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে যুক্ত করতে চায়। বাংলাদেশ কোনো বিদেশি শক্তির যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে না।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের ঢাকা জেলা কমিটির প্রধান সমন্বয়ক লিটন কবিরাজের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাংগঠনিক সমন্বয়ক সোহেল শিকদারের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের নির্বাহী কমিটির সদস্য নাইমুল ইসলাম, জাতীয় সমন্বয় কমিটির সদস্য শেখ নাসিরউদ্দীন, ফরিদুল ইসলাম, সামিউল আলিম রাশু, আবদুল জলিল প্রমুখ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সমন বয়ক

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় জ্বলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন 

ফতুল্লার মুসলিম নগর নয়াবাজার এলাকার দীর্ঘদিনের জ্বলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকার সর্বস্তরের জনগন।  

বৃহস্পতিবার (৮ মে) বিকালে মুসলিম নগর এলাকায় অনুষ্ঠিত  মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে অংশ গ্রহন করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। এরআগে তারা মুসলিম নগর এলাকার জ্বলাবদ্ধতা পরিদর্শন করেন। 

মানববন্ধনে মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেন, বিগত দিনে যারা জন প্রতিনিধি ছিলো তারা এই এলাকার মানুষকে বঞ্চিত করেছে। তারা যদি যথাযথ ভাবে কাজ করতো তাহলে এই জন দূর্ভোগ সৃষ্টি হতোনা। 

আবদুল জব্বার বলেন দায়িত্বশীল কর্তা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এই এলাকার জ্বলাবদ্ধতা দূর করতে হবে। আমরা সব সময় জনগনের খেদমতে জনগনের সাথে থাকতে চাই, আমরা চাই একটি কল্যাণ রাস্ট্র। আপনারা আমাদের যদি সুযোগ দেন ইনশাআল্লাহ একটি ইনসাফ পূর্ণ দেশ উপহার দেবো। 

এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, নারায়ণগঞ্জ মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা আবদুল মোমিন  সহ অনেক সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য দীর্ঘদিন যাবত মুসলিম নগর এলাকা জ্বলাবদ্ধতার জন্য প্রায় পাচ লাখ মানুষের যাতায়াতের রাস্তা জ্বলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভোগান্তিতে পরেছে এলাকার সর্বস্তরের জনগন ।

আব্দুল মোমিন বলেন আগামী পনের দিনের মধ্যে যদি দৃশ্যমান কাজের কোন অগ্রগতি না দেখি এর চেয়ে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।

অন্যান্যের মধ্যে আরো যারা উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম, সালেহ আহমদ, মোক্তার হোসেন ডাক্তার আবুল হোসেন, মহিউদ্দিন, আলম, প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন 
  • ফতুল্লায় জ্বলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন 
  • গ্রেপ্তার আতঙ্কে বাকুলিয়া এখন পুরুষশূন্য গ্রাম
  • রূপগঞ্জের ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালত পাড়ায় মানববন্ধন
  • রাজধানীতে ধর্মঘটের ডাক দিলেন সিএনজি অটোরিকশার মালিকরা
  • অটোরিকশা নিষিদ্ধের দাবি
  • অটোরিকশা নিষিদ্ধের দাবিতে রাজধানীতে ধর্মঘটের ডাক সিএনজি মালিকদের
  • হাসনাতের ওপর হামলায় বিএনপি নেতা আসামি, প্রতিবাদে মানববন্ধন
  • পাবনায় গ্রাহকদের সাড়ে ৭ কোটি টাকা নিয়ে উধাও এনজিও