খুলনা ও রাজশাহী বিভাগে তাপপ্রবাহ এখন সবচেয়ে বেশি। এর সঙ্গে চট্টগ্রাম, বরিশাল বিভাগেও তাপপ্রবাহ আছে। এর প্রভাবে ঢাকাসহ অন্যান্য বিভাগে তাপপ্রবাহ অনুভূত হচ্ছে। এই তাপপ্রবাহ আগামী সোমবার ধীরে ধীরে কমে আসতে পারে। ওই দিন থেকে বৃষ্টি ও কালবৈশাখী হতে পারে।

আজ শনিবার আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিয়েছে। আগামী ১৩ মে পর্যন্ত আবহাওয়া পরিস্থিতির কথা জানিয়েছে অধিদপ্তর। তাতে বলা হয়েছে, আজ সারা দেশে তাপপ্রবাহ চলমান থাকবে এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে হালকা বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।

আগামীকাল রোববার দিনে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। কিছু জায়গায় তাপপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে। এর পরের দুই দিন সোম ও মঙ্গলবারেও একই প্রবণতার কথা জানানো হয়েছে। তবে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল থেকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো.

শাহীনুল ইসলাম প্রথম আলোকে বলেন, খুলনা ও রাজশাহী বিভাগে তাপপ্রবাহ এখন সবচেয়ে বেশি। এর সঙ্গে চট্টগ্রাম, বরিশাল বিভাগেও তাপপ্রবাহ আছে। যার প্রভাব ঢাকাসহ অন্যান্য বিভাগে তাপপ্রবাহ অনুভূত হচ্ছে।

তাপপ্রবাহ কমে আসা প্রসঙ্গে এই আবহাওয়াবিদ জানান, আগামী ১২ মে সোমবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি হয়, তাহলে ধীরে ধীরে তাপপ্রবাহ ১৮ বা ১৯ মের মধ্যে কমে আসতে পারে। এই সময়ে কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি বাতিল দাবিতে বিক্ষোভ

কিশোরগঞ্জ রেলওয়ে শ্রমিক লীগের কার্যকরী কমিটির সভাপতি উসমান গণিকে রেলওয়ে শ্রমিক দলের সভাপতি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনের নেতাকর্মীরা। 

বুধবার ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় এ বিক্ষোভ করেন পদবঞ্চিত কিশোরগঞ্জ রেলওয়ে শ্রমিক দলের নেতাকর্মীরা। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন, দীর্ঘ ২২ বছর ধরে একটি চক্র রেলওয়ে শ্রমিক দলকে কুক্ষিগত করে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তারা সংগঠনের মঙ্গল চিন্তা না করে আর্থিক লেনদেনের বিনিময়ে কিশোরগঞ্জ রেলওয়ে শ্রমিক লীগের কার্যকরী কমিটির সভাপতি উসমান গণিকে সম্প্রতি রেলওয়ে শ্রমিক দলের সভাপতি করে কমিটি গঠন করেছে। অবিলম্বে এই কমিটি বাতিল না করলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে বক্তব্য দেন রেলওয়ে শ্রমিক দল নেতা বিজয় মিত্র শুভ, কিশোরগঞ্জ শ্রমিক দলের পদবঞ্চিত নেতা আবুল হাসেম, সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক দল কেওয়াটখালী শাখার সাধারণ সম্পাদক এনামুল কবির, ময়মনসিংহ শাখার কার্যকরী সভাপতি রাহাত খান প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • ধাক্কা দিয়ে ফেলে শিক্ষার্থী হত্যা, গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, বাস ভাঙচুর
  • দুই ঘণ্টার শ্রম বিক্রির হাট
  • আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ
  • মামলার সাক্ষী হওয়ায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • তীব্র গরমে জনশূন্য ব্যস্ততম নগরী ময়মনসিংহ
  • ময়মনসিংহে মামলা প্রত্যাহার করাতে রাজি না হওয়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
  • চাচার ৩ বছর পর ভাতিজাকেও হত্যা
  • ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যানকে লাঠিপেটার ভিডিও ভাইরাল
  • রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি বাতিল দাবিতে বিক্ষোভ