রিশাদ হোসেন ও নাহিদ রানা প্রথমবার দেশের বাইরে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে পাকিস্তান গিয়েছিলেন। পাকিস্তান সুপার লিগে রিশাদের অভিষেক হলেও নাহিদকে অপেক্ষায় থাকতে হয়েছিল।

পিএসএলের শুরু থেকে থাকায় রিশাদ ৫টি ম্যাচ খেলতে পেরেছিলেন লাহোর কালান্দার্সের জার্সিতে। নাহিদ সিলেটে টেস্ট খেলে মাঝপথে যোগ দেন। খেলার সুযোগ পাননি। তার দল ছিল পেশোয়ার জালমি।

তবে দুজনকেই তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরতে হয়েছে দেশে। পাকিস্তান ও ভারতের দ্বন্দ্বে পিএসএল স্থগিত হয়েছে। যুদ্ধের মঞ্চে শেষ কয়েকটি দিন কাটিয়েছেন তারা। অজানা আতঙ্কে ঘিরে রেখেছিল চারপাশ। স্টেডিয়ামেও হামলা হওয়ায় বড় কিছুর আশঙ্কাতেও ছিলেন। অবশেষে আজ স্বস্তি নিয়ে ফিরতে পেরেছেন দেশে।

সেই স্বস্তি কতটা রিশাদের কণ্ঠে আঁচ পাওয়া গেল, ‘‘ভালোয় ভালোয় ফিরে আসছে। ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ।’’ নাহিদের কথা বলতে গিয়ে রিশাদ বলেছেন, ‘‘স্বাভাবিক নাহিদ রানা একটু ঘাবড়ে গেছে, এবং একটু চুপচাপ ছিল।আমি চেষ্টা করছি কীভাবে…ওকে বলছি টেনশনের কিছু নাই, আমরা দুজন আছি। আল্লাহ তো আছেই।’’

ইসলামাবাদ থেকে দুবাই হয়ে ঢাকা ফেরেন রিশাদ ও নাহিদ। তাদের বিমান ইসলামাবাদ ছাড়ার ২০ মিনিট পর সেখানে একটি মিশাইল পড়েছিল। নিজেদের কোনো ক্ষতি না হওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন এই লেগ স্পিনার, ‘‘আমাদের ফ্লাইট টেক অফ করার ২০ মিনিট পর এয়ারপোর্টে একটা মিশাইল পড়ছে। পড়ার পর আমরা একটু শকড হয়ে গেছি যে হয়তো আল্লাহ ভালো চেয়েছেন দেখে আমরা দেশে ফিরে আসছি। স্বাভাবিক এরকম হলে একটু ভয় কাজ করবে। স্বাভাবিক সবাই আতঙ্কিত হবে।সবার কাছে কৃতজ্ঞ সবাই দোয়া করেছে।’’

শুরুর পরিস্থিতি জানাতে গিয়ে রিশাদ বলেছেন, ‘‘আসলে প্রথম যে পরিস্থিতি আমরা দেখছি এবং শুনতে পেরেছি, শোনার পর একটু আতঙ্ক তো হয়েছিলাম সবাই, ভয় কাজ করছিল। শোনার পর সবাই সাপোর্ট করছিল দেশ থেকেও, টিম ম্যানেজম্যান্ট থেকেও। বিসিবি থেকেও অনেক খোঁজখবর নিয়েছে সবসময়। পিসিবি ও পিএসএল টিমও খোঁজ নিয়েছে আমরা ভালো আছে কি না।’’

পরিবারের কথা বলতে গিয়ে রিশাদ বলেছেন, ‘‘পরিবার তো সবসময় টেনশন করে বাইরে থাকলে। নরমালি যখন শুনবে আশেপাশে এরকম যুদ্ধ হচ্ছে, টেনশন করবে। চেষ্টা করছি যত ভালো রাখার জন্য, ভালো ভালো পজেটিভ কথা বলার জন্য যেন টেনশন না করে।’’

পিএসএলে অংশ নেওয়া ডেভিড ওয়ার্নার, রাইলি রুশো, উলিয়ামসনরা একই ফ্লাইটে দুবাই এসেছেন। পাকিস্তানে থাকাকালীন প্রত্যেকে একসঙ্গে ছিলেন। গল্প করে কাটিয়েছেন সময়। মানসিকভাবে চাঙা রাখতে একে অপরকে সাহায্য করেছেন। 

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প এসএল ট নশন

এছাড়াও পড়ুন:

ইসলামাবাদ থেকে দুবাইয়ের পথে রিশাদ-নাহিদ

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়ে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। তবে সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনার ফলে নিরাপত্তা শঙ্কা দেখা দেওয়ায় পিএসএলের বাকি ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। সে অনুযায়ী আজ (৯ মে) বাংলাদেশ সময় রাত ১০টায় ইসলামাবাদ থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হবেন নাহিদ ও রিশাদ।

ইসলামাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের পিকে-২৬১ ফ্লাইটে করে উড়াল দেবেন এই দুই ক্রিকেটার। শুধু নাহিদ ও রিশাদই নয়, পাকিস্তানে অবস্থান করা সব বিদেশি ক্রিকেটারকেই একই ফ্লাইটে নিয়ে যাওয়া হচ্ছে দুবাইয়ে।

এই দুই ক্রিকেটারের সঙ্গে পাকিস্তানে রয়েছেন বাংলাদেশের দুই ক্রীড়া সাংবাদিকও। তারাও একই ফ্লাইটে দুবাই যাচ্ছেন। তবে নাহিদ-রিশাদ দুবাইয়ে পিএসএলের জন্য হোটেলে অবস্থান করবেন, আর সাংবাদিকরা সেখান থেকে দেশে ফিরবেন।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ বলেন, ‘আমি পিসিবির সভাপতির সঙ্গেও নিয়মিত যোগাযোগ করেছি। নিরাপত্তাজনিত কারণে যেহেতু সবাইকে সরিয়ে নেওয়া হচ্ছে, আমরা চেয়েছি যেন আমাদের দুই ক্রিকেটারের পাশাপাশি সাংবাদিকদের নিরাপদে বের করে আনা হয়।’

তিনি আরও বলেন, ‘ওনারা পেশাদার দায়িত্ব পালনের জন্য সেখানে গিয়েছেন। বোর্ড মনে করে, এখানেও আমাদের একটা দায় রয়েছে। তাই আমরা চেষ্টা করেছি যেন ক্রিকেটাররা যখন সরানো হবে, তখন সাংবাদিকরাও নিরাপদে সেই প্রক্রিয়ার অংশ হতে পারেন।’

সম্পর্কিত নিবন্ধ

  • পাকিস্তান থেকে ফিরে যা বললেন রিশাদ 
  • পাকিস্তান থেকে ফিরে রিশাদ শোনালেন ‘যুদ্ধে’র অভিজ্ঞতার কথা
  • যে দেশে হতে পারে আইপিএলের বাকি অংশ
  • পিএসএল কেন আমিরাতে হচ্ছে না
  • ভারত না পারলে আইপিএল আয়োজন করতে চায় ইংল্যান্ড
  • দেশে ফিরছেন নাহিদ-রিশাদ ও বাংলাদেশের দুই সাংবাদিক
  • আরব আমিরাতে হওয়ার ঘোষণা দিয়েও পিএসএল স্থগিত
  • ভারতের গণমাধ্যম কার্টুন নেটওয়ার্কে পরিণত হয়েছে: বললেন আফ্রিদি
  • ইসলামাবাদ থেকে দুবাইয়ের পথে রিশাদ-নাহিদ