নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৩০
Published: 10th, May 2025 GMT
নাইজেরিয়ার দক্ষিণ-পূর্ব ইমো রাজ্যে বন্দুকধারীদের গুলিতে বিভিন্ন যানবাহনের অন্তত ৩০ যাত্রী নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকারবিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। হামলাকারীরা ২০টির বেশি যানবাহন ও ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
তারা নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইন্ডিজেনাস পিপল অব বিআফরার (আইপিওবি) সদস্য বলে সন্দেহ করা হচ্ছে, শুক্রবার এক্সে জানিয়েছে অ্যামনেস্টি। ইমো পুলিশের মুখপাত্র হেনরি ওকোয়ে হামলার কথা নিশ্চিত করলেও নিহতের সংখ্যা নিয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে পুলিশের হাতে এক হামলাকারী মারা পড়েছে।
বৃহস্পতিবার ৪টার দিকে তিনটি দলে ভাগ হয়ে হামলাকারীরা মহাসড়কে ব্যারিকেড দেয় ও এলোপাতাড়ি গুলি চালায় এবং পরে যানবাহনে আগুন ধরিয়ে দেয়, বলা হয়েছে পুলিশের বিবৃতিতে। রয়টার্স।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঘরে ঘরে দুর্গ গড়ে জেলার অকথিত ইতিহাস
১৯৭১ সালের ৭ মার্চ বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনার জন্য অনেকের মতো উদ্গ্রীব, ব্যাকুলতা নিয়ে অপেক্ষা করছিলাম রেসকোর্সের ময়দানে। আগের দিন ৬ মার্চ পূর্ব পাকিস্তান মহিলা পরিষদের সভা বায়তুল মোকাররম প্রাঙ্গণে করেছিলাম আমরা, সভানেত্রী কবি সুফিয়া কামালের নেতৃত্বে। সংহতি জানিয়েছিলাম গণ–আন্দোলনের প্রতি। সেই সংহতি জানাতে শত শত মহিলা পাড়া-মহল্লা থেকে মিছিলে যোগ দিয়ে এসেছিলেন ৭ মার্চের সভায়। বঙ্গবন্ধুর ভাষণের মধ্যে কয়েকটি বিশেষ কথা তীব্র ও গৌরবের আবেগ ছড়িয়ে দিয়েছিল মহিলাদের মধ্যে। তিনি বলেছিলেন, ‘আমি আগেই বলে দিয়েছি। কোনো গোলটেবিল বৈঠক হবে না...যারা আমার মা-বোনের কোল শূন্য করেছে, তাদের সাথে বসব আমি গোলটেবিল বৈঠকে?...যদি একটি গুলি চলে, তাহলে বাংলার ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো—যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে।...এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
ওই যে আমরা শুনলাম মা-বোনের কোল শূন্য করার অপরাধে পাকিস্তান সরকারকে দায়ী করে বঙ্গবন্ধু গোলটেবিলে বসবেন না বলেছেন, ওই যে আমরা শুনলাম ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার ডাক দিয়েছেন বঙ্গবন্ধু, ওই যে আমরা শুনলাম স্বাধীনতার সংগ্রাম শুরু হয়ে গেছে—তখন মহিলা সমাজের মাতৃহৃদয় আবেগে–ব্যাকুলতায় কিছু করার জন্য অস্থির হয়ে ওঠে।
সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ