নাইজেরিয়ার দক্ষিণ-পূর্ব ইমো রাজ্যে বন্দুকধারীদের গুলিতে বিভিন্ন যানবাহনের অন্তত ৩০ যাত্রী নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকারবিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। হামলাকারীরা ২০টির বেশি যানবাহন ও ট্রাকে আগুন ধরিয়ে দেয়। 

তারা নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইন্ডিজেনাস পিপল অব বিআফরার (আইপিওবি) সদস্য বলে সন্দেহ করা হচ্ছে, শুক্রবার এক্সে জানিয়েছে অ্যামনেস্টি। ইমো পুলিশের মুখপাত্র হেনরি ওকোয়ে হামলার কথা নিশ্চিত করলেও নিহতের সংখ্যা নিয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে পুলিশের হাতে এক হামলাকারী মারা পড়েছে।

বৃহস্পতিবার ৪টার দিকে তিনটি দলে ভাগ হয়ে হামলাকারীরা মহাসড়কে ব্যারিকেড দেয় ও এলোপাতাড়ি গুলি চালায় এবং পরে যানবাহনে আগুন ধরিয়ে দেয়, বলা হয়েছে পুলিশের বিবৃতিতে। রয়টার্স।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মগবাজারে বহুতল ভবন ও তেজগাঁওয়ে ঝুপড়িতে আগুন

রাজধানীর মগবাজারের একটি বহুতল ভবন এবং তেজগাঁও রেলগেটের পাশের ঝুপড়িতে আগুন লাগে। বৃহস্পতিবার রাতে পৃথক এ ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাকিবুল হাসান প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে মগবাজারের দিলু রোডের আবাসিক একটি ভবনের আটতলার একটি কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগে। কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও বলেন, বৃহস্পতিবারেই রাত পৌনে নয়টার দিকে তেজগাঁও রেললাইন–সংলগ্ন  ঝুপড়িতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কয়েকটি ঝুপড়ি পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

সম্পর্কিত নিবন্ধ