নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৩০
Published: 10th, May 2025 GMT
নাইজেরিয়ার দক্ষিণ-পূর্ব ইমো রাজ্যে বন্দুকধারীদের গুলিতে বিভিন্ন যানবাহনের অন্তত ৩০ যাত্রী নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকারবিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। হামলাকারীরা ২০টির বেশি যানবাহন ও ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
তারা নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইন্ডিজেনাস পিপল অব বিআফরার (আইপিওবি) সদস্য বলে সন্দেহ করা হচ্ছে, শুক্রবার এক্সে জানিয়েছে অ্যামনেস্টি। ইমো পুলিশের মুখপাত্র হেনরি ওকোয়ে হামলার কথা নিশ্চিত করলেও নিহতের সংখ্যা নিয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে পুলিশের হাতে এক হামলাকারী মারা পড়েছে।
বৃহস্পতিবার ৪টার দিকে তিনটি দলে ভাগ হয়ে হামলাকারীরা মহাসড়কে ব্যারিকেড দেয় ও এলোপাতাড়ি গুলি চালায় এবং পরে যানবাহনে আগুন ধরিয়ে দেয়, বলা হয়েছে পুলিশের বিবৃতিতে। রয়টার্স।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মুজিবনগরে অস্ত্র-গুলিসহ আটক ১
মেহেরপুরের মুজিবনগরে বিদেশি অস্ত্র, ম্যাগজিন ও গুলিসহ নাহিদ হাসান রাজু নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে রসিকপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে রাজুকে আটক করেন মেহেরপুর সেনা ক্যাম্পের সদস্যরা।
নাহিদ হাসান রাজু মোনাখালি ইউনিয়নের রশিদপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, নাহিদ হাসান রাজু নিজ বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ভোর ৩টার দিকে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং পাঁচ রাউন্ড গুলিসহ তাকে আটক করে। নাহিদ হাসান রাজুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ঢাকা/ফারুক/রফিক