বিএনপির সমাবেশে এসে যা বললেন তামিম ইকবাল
Published: 10th, May 2025 GMT
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তারুণ্যের সমাবেশে আজ শনিবার যোগ দিয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। হঠাৎ পলোগ্রাউন্ডের মঞ্চে বিএনপি নেতাদের পাশে তামিমকে দেখে উল্লাসে ফেটে পড়েন সমাবেশে আগত লোকজন। এ সময় সভাস্থল তামিম তামিম চিৎকারে মুখর হয়ে ওঠে।
শুধু সমাবেশ মঞ্চে আসীন ছিলেন তা নয়, জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বক্তব্যও দিয়েছেন। চট্টগ্রামের ছেলে তামিম ইকবালের বক্তব্যজুড়ে ছিল স্থানীয় খেলাধুলাকে এগিয়ে নেওয়ার নানামুখী পদক্ষেপের কথা।
আজ বেলা তিনটায় চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপির তিন অঙ্গসংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন।
বিকেল ৫টা ৪২ মিনিটে তামিম ইকবাল মঞ্চে ওঠেন। এ সময় মঞ্চে তাঁকে স্বাগত জানান মির্জা ফখরুল। পরে নেতাদের প্রথম সারিতে তামিমকে বসানো হয়। সন্ধ্যা ৬টা ৩ মিনিটে বক্তব্য দেওয়ার জন্য মাইক্রোফোনে তামিমের ডাক পড়ে।
চট্টগ্রামের খেলোয়াড়দের জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে কথা বলেন তিনি। চট্টগ্রামের খেলোয়াড়দের উদ্দেশে তামিম ইকবাল বলেন, ‘আমরা এমনভাবে পরিশ্রম করব যাতে জাতীয় দলে প্রতিনিধিত্ব করতে পারি। আজ থেকে ১০-২০ বছর আগে যেভাবে দেশকে প্রতিনিধিত্ব করত চট্টগ্রাম, আমরা আবার ওই জায়গায় ফিরে যাব।’
বিএনপির নেতাদের সঙ্গে নিয়মিত কথা হওয়ার বিষয়টিও বক্তব্য উল্লেখ করেছেন তামিম ইকবাল। তিনি বলেন, ‘চট্টগ্রামের খেলাধুলা নিয়ে আমার সঙ্গে বিএনপি নেতাদের নিয়মিত কথা হয়। আমরা কীভাবে চট্টগ্রামের খেলাধুলাকে আগের জায়গায় নিয়ে আসতে পারি, সে ব্যাপারে আলোচনা হয়।’
তামিম ইকবাল যোগ করেন, ‘আমি নিশ্চিত, তাঁরা যখন সুযোগ পাবেন সর্বোচ্চ চেষ্টা করবেন চট্টগ্রামকে এগিয়ে নিতে। সেটি যে ধরনের খেলাধুলাই হোক না কেন। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, যেকোনো ইভেন্ট প্রোমোট করবেন।’
পরে নিজের অসুস্থতার কথা উল্লেখ করে বক্তব্য শেষ করেন তামিম ইকবাল। তিনি বলেন, ‘আজ আপনাদের ভালোবাসা পেয়ে খুশি। আপনারা জানেন আমি অসুস্থ। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। বেশি কথা বলা উচিত নয়।’
হঠাৎ তামিমের বিএনপির সমাবেশে অংশগ্রহণের পর তাঁর রাজনীতিতে জড়ানোর বিষয়ে গুঞ্জন শুরু হয়েছে। তাহলে কি তামিম ইকবাল বিএনপিতে যোগদান করছেন, কিংবা নির্বাচনে দাঁড়াবেন, নাকি ক্রিকেট বোর্ডের দায়িত্ব পাচ্ছেন—এসব নানা আলোচনা ডালপালা মেলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ত ম ম ইকব ল ব এনপ র
এছাড়াও পড়ুন:
সিটি ব্যাংক চালু করল ‘ওয়ার্ল্ড এলিট’ ক্রেডিট কার্ড
মাস্টারকার্ড নেটওয়ার্কের অধীনে ‘ওয়ার্ল্ড এলিট’ ক্রেডিট কার্ড চালু করেছে সিটি ব্যাংক।
সোমবার (২৪ নভেম্বর) ব্যাংকটির প্রধান কার্যালয়ে এই কার্ড উন্মোচিত হয়, যা প্রিমিয়াম ব্যাংকিংয়ে একটি নতুন ‘মাইলফলক’ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান বলেন, “এই উদ্বোধন বাংলাদেশের উচ্চ-আয়সম্পন্ন গ্রাহকদের আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন।”
মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল বলেন, “বাংলাদেশে এমন এক শ্রেণির মানুষ তৈরি হচ্ছে, যারা বিশ্বমানের সেবা প্রত্যাশা করেন এবং একই সঙ্গে স্থানীয় প্রেক্ষাপটকেও গুরুত্ব দেন। এটি দেশের অর্থনৈতিক অগ্রগতি ও মানুষের পরিবর্তিত প্রত্যাশার প্রতিফলন।”
সিটি ব্যাংক-মাস্টারকার্ড ‘ওয়ার্ল্ড এলিট’ ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য আরও ‘মসৃণ ও নিরবচ্ছিন্ন’ অভিজ্ঞতার সঙ্গে বিস্তৃত ‘উন্নত সুবিধার’ কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্ডধারীরা ১০ হাজার টাকা মূল্যের স্বাগত উপহার ভাউচারের সঙ্গে ‘সিটি ক্যাপিটাল’ থেকে বিনিয়োগ-পরামর্শ সেবা পাবেন।
এছাড়া, ঢাকার বিভিন্ন পাঁচতারকা হোটেলে ‘একটি কিনলে একটি বিনামূল্যে’ বুফে, বিদেশি বিমানবন্দর লাউঞ্জে বিনামূল্যে প্রবেশ এবং সিটি ব্যাংকের সব লাউঞ্জে ‘সীমাহীন’ প্রবেশাধিকার পাবেন।
কার্ডধারীরা মাস্টারকার্ডের আন্তর্জাতিক সুবিধা উপভোগ করতে পারবেন, যার মধ্যে রয়েছে গলফ গ্রিন-ফি, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এক রাতের বিনামূল্যের আবাসন এবং বিশেষ খাবারের অভিজ্ঞতা।
সদস্যরা তিন মাস মেয়াদি ‘স্যান্ডস লাইফস্টাইল এলিট’ সদস্যপদ, ফ্লেক্সিরোমের মাধ্যমে বৈশ্বিক ডেটা রোমিং সুবিধা, ব্রিলিয়ান্ট বাই ল্যাঙ্গহাম রুবি সদস্যপদ এবং টিপিসি গলফ গেইন সুবিধা পাবেন বলেও জানানো হয়েছে।
অতিরিক্ত সুবিধার মধ্যে ২৪ ঘণ্টা মাস্টারকার্ড পরিচারক-সহায়তা, ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১ হাজার ডলার পর্যন্ত সাশ্রয় এবং ভূমিভিত্তিক পরিবহনে ৫০০ ডলার পর্যন্ত ক্রেডিট সুবিধা পাবেন।
এছাড়া, দেশের পাঁচ হাজারের বেশি অংশীদার বিক্রয়কেন্দ্রে শূন্য শতাংশ কিস্তি সুবিধা এবং নির্বাচিত বিভিন্ন রেস্তোরাঁ, পোশাকের দোকান ও জীবনযাপন-সংক্রান্ত ব্র্যান্ডে বিশেষ ছাড় থাকবে বলেও জানানো হয়েছে।
ঢাকা/ইভা