চিত্রনায়ক অমিত হাসানের অভিনয়জীবন কয়েক দশকের। এখন অবশ্য কাজ কমই করেন। তবে চলচ্চিত্র–সংশ্লিষ্ট নানা আড্ডায় মুখর থাকতে দেখা যায় অমিত হাসানকে। আজ সোমবার নিজের ফেসবুকে লিখলেন, ‘শিল্পী সমিতি আছে, কিন্তু শিল্পী নাই।’ মন্তব্যের ঘরে অনেকে অনেক কিছুই লিখেছেন। এর মধ্যে চিত্রনায়ক ওমর সানী লিখেছেন, ‘একদম সত্যি, ভালো বলেছিস।’ চলচ্চিত্র শিল্পী বর্তমান নেতৃত্বে আছেন মিশা সওদাগর ও ডিপজল। কয়েক মাস ধরে কেউই দেশে নেই। সমিতির কোনো কার্যক্রমও সেভাবে দৃশ্যমান নয়।

হঠাৎ করে কেন এমনটা লিখছেন, জানতে চাইলে অমিত হাসান বললেন, ‘আমার এই পোস্ট দেওয়ার পর চলচ্চিত্রের অনেকে ফোন করেছেন। জানতে চেয়েছেন, কী হয়েছে? কেন এমনটা লিখেছি? সত্যি বলতে, এটা আমার উপলব্ধি। আমার যা মনে হয়েছে, তা–ই লিখেছি। এটা তো ঠিক, কাজ না থাকলে শিল্পী সমিতিতে কেউ গিয়ে তো আড্ডা দেবে না। সেখানে গিয়ে অকারণে বসে থাকারও তো কোনো মানে হয় না। আজ যদি শিল্পীরা ভরপুর কাজে ব্যস্ত থাকতেন, এফডিসির ফ্লোরে ফ্লোরে কাজ চলত, তাহলে শিল্পীরাও শিল্পী সমিতিতে গিয়ে আড্ডা দিতেন। বসতেন, হাসাহাসি করতেন। নিজেদের গল্প বলতেন। সেই দৃশ্য তো আমরা দেখি না। তাই আমি লিখেছি। অথচ এই শিল্পী সমিতি একটা সময় প্রকৃত শিল্পীদের পদচারণে মুখর থাকত।’

অমিত হাসান.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শিল্পী সমিতি আছে, কিন্তু শিল্পী নাই...

চিত্রনায়ক অমিত হাসানের অভিনয়জীবন কয়েক দশকের। এখন অবশ্য কাজ কমই করেন। তবে চলচ্চিত্র–সংশ্লিষ্ট নানা আড্ডায় মুখর থাকতে দেখা যায় অমিত হাসানকে। আজ সোমবার নিজের ফেসবুকে লিখলেন, ‘শিল্পী সমিতি আছে, কিন্তু শিল্পী নাই।’ মন্তব্যের ঘরে অনেকে অনেক কিছুই লিখেছেন। এর মধ্যে চিত্রনায়ক ওমর সানী লিখেছেন, ‘একদম সত্যি, ভালো বলেছিস।’ চলচ্চিত্র শিল্পী বর্তমান নেতৃত্বে আছেন মিশা সওদাগর ও ডিপজল। কয়েক মাস ধরে কেউই দেশে নেই। সমিতির কোনো কার্যক্রমও সেভাবে দৃশ্যমান নয়।

হঠাৎ করে কেন এমনটা লিখছেন, জানতে চাইলে অমিত হাসান বললেন, ‘আমার এই পোস্ট দেওয়ার পর চলচ্চিত্রের অনেকে ফোন করেছেন। জানতে চেয়েছেন, কী হয়েছে? কেন এমনটা লিখেছি? সত্যি বলতে, এটা আমার উপলব্ধি। আমার যা মনে হয়েছে, তা–ই লিখেছি। এটা তো ঠিক, কাজ না থাকলে শিল্পী সমিতিতে কেউ গিয়ে তো আড্ডা দেবে না। সেখানে গিয়ে অকারণে বসে থাকারও তো কোনো মানে হয় না। আজ যদি শিল্পীরা ভরপুর কাজে ব্যস্ত থাকতেন, এফডিসির ফ্লোরে ফ্লোরে কাজ চলত, তাহলে শিল্পীরাও শিল্পী সমিতিতে গিয়ে আড্ডা দিতেন। বসতেন, হাসাহাসি করতেন। নিজেদের গল্প বলতেন। সেই দৃশ্য তো আমরা দেখি না। তাই আমি লিখেছি। অথচ এই শিল্পী সমিতি একটা সময় প্রকৃত শিল্পীদের পদচারণে মুখর থাকত।’

অমিত হাসান

সম্পর্কিত নিবন্ধ