শিল্পী সমিতি আছে, কিন্তু শিল্পী নাই...
Published: 12th, May 2025 GMT
চিত্রনায়ক অমিত হাসানের অভিনয়জীবন কয়েক দশকের। এখন অবশ্য কাজ কমই করেন। তবে চলচ্চিত্র–সংশ্লিষ্ট নানা আড্ডায় মুখর থাকতে দেখা যায় অমিত হাসানকে। আজ সোমবার নিজের ফেসবুকে লিখলেন, ‘শিল্পী সমিতি আছে, কিন্তু শিল্পী নাই।’ মন্তব্যের ঘরে অনেকে অনেক কিছুই লিখেছেন। এর মধ্যে চিত্রনায়ক ওমর সানী লিখেছেন, ‘একদম সত্যি, ভালো বলেছিস।’ চলচ্চিত্র শিল্পী বর্তমান নেতৃত্বে আছেন মিশা সওদাগর ও ডিপজল। কয়েক মাস ধরে কেউই দেশে নেই। সমিতির কোনো কার্যক্রমও সেভাবে দৃশ্যমান নয়।
হঠাৎ করে কেন এমনটা লিখছেন, জানতে চাইলে অমিত হাসান বললেন, ‘আমার এই পোস্ট দেওয়ার পর চলচ্চিত্রের অনেকে ফোন করেছেন। জানতে চেয়েছেন, কী হয়েছে? কেন এমনটা লিখেছি? সত্যি বলতে, এটা আমার উপলব্ধি। আমার যা মনে হয়েছে, তা–ই লিখেছি। এটা তো ঠিক, কাজ না থাকলে শিল্পী সমিতিতে কেউ গিয়ে তো আড্ডা দেবে না। সেখানে গিয়ে অকারণে বসে থাকারও তো কোনো মানে হয় না। আজ যদি শিল্পীরা ভরপুর কাজে ব্যস্ত থাকতেন, এফডিসির ফ্লোরে ফ্লোরে কাজ চলত, তাহলে শিল্পীরাও শিল্পী সমিতিতে গিয়ে আড্ডা দিতেন। বসতেন, হাসাহাসি করতেন। নিজেদের গল্প বলতেন। সেই দৃশ্য তো আমরা দেখি না। তাই আমি লিখেছি। অথচ এই শিল্পী সমিতি একটা সময় প্রকৃত শিল্পীদের পদচারণে মুখর থাকত।’
অমিত হাসান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের ক্রিকেটারদের কাছে গালি হজমের অভিজ্ঞতা জানালেন ভারতের হর্ষিত রানা
একে অপরের দিকে তেড়ে যাচ্ছেন সৌম্য সরকার ও হর্ষিত রানা। রেফারির ভূমিকায় সাই সুদর্শন। তিনি বুঝিয়ে–শুনিয়ে আউট হওয়া সৌম্যকে মাঠ ছাড়তে বলছেন। ভাবতে পারেন এমনটা আবার কবে হলো!
ঘটনাটি ২০২৩ ইমার্জিং এশিয়া কাপে সেমিফাইনাল ম্যাচে। সে ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল ভারত ‘এ’ দলের খেলোয়াড়দের অনেক গালি দিয়েছে বলে দাবি করেছেন ভারতের পেসার হর্ষিত রানা। জাতীয় দলের খেলোয়াড় হয়েও সৌম্য গালিগালাজ করেছেন বলেই নাকি তাঁর প্রতি ক্ষুব্ধ ছিলেন ভারতের ক্রিকেটাররা, এমনটাই বলেছেন হর্ষিত।
কলম্বোয় ওয়ানডে সংস্করণের সে ম্যাচে ২১১ রানে গুটিয়ে যায় আগে ব্যাটিং করা ভারত এ দল। জবাবে বাংলাদেশ এ দল বিনা উইকেটে ৭০ রান তোলার পরও ম্যাচ হারে ৫১ রানে।
বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে উঠে যায় ভারত ‘এ’ দল