ই-কমার্স সাইটে কেনাবেচায় যেসব পণ্য জনপ্রিয় হয়েছে, সে তালিকায় অটোমোবাইল অন্যতম। যান্ত্রিক পরিষেবার প্রয়োজনে তাই অটোমোবাইল নিয়ে আগ্রহীরা দারুণ উৎসুক। এমন ধারণা থেকে 
বিক্রয় ডটকম মোটরগাইড বাংলাদেশ নামে নতুন অটোমোটিভ পোর্টালের ঘোষণা দিয়েছে। নতুন পোর্টালটি গাড়ি, বাইক ক্রেতা-বিক্রেতা ও আগ্রহীর জন্য বিশেষভাবে নির্মিত।
সারাদেশে মোটরযান বাজার সম্প্রসারণের সঙ্গে স্থানীয় ও নির্ভরযোগ্য তথ্যের চাহিদা বাড়ছে। 
এমন চাহিদা পূরণেই মোটরগাইড ডটকম সাইটের যাত্রা বলে উদ্যোক্তা জানায়।
জানা গেছে, গাড়ি, মোটরবাইক ও অটো পার্টস বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের তথ্য পাওয়া যাবে এ সাইটে। নতুন ক্রেতা, অভিজ্ঞ গাড়ি, বাইকপ্রেমী বা মার্কেট যাচাইয়ে আগ্রহী বিক্রেতার জন্য রয়েছে প্রয়োজনীয় সব তথ্য ও নির্দেশনা। সাইটটি বিশেষ করে বাংলাদেশি মার্কেটের জন্য তৈরি করা হয়েছে, যেখানে থাকছে নতুন গাড়ির রিভিউ থেকে শুরু করে পারফরম্যান্স বিশ্লেষণ।
সাইটের অন্যতম সুবিধা সজ্জিত ফিল্টারিং পরিষেবা। গাড়ির ব্র্যান্ড, মডেল, দাম, ধরন বা ইঞ্জিন সিসি অনুসারে একাধিক ফিল্টার ব্যবহার করে পছন্দের বাইক বা গাড়ি রিভিউ খোঁজার সুযোগ থাকবে।
ফলে কমিউটার বাইক কিনতে চাইলে, এসইউভির তুলনা করতে চাইলে বা পছন্দের ব্র্যান্ডের নতুন ট্রেন্ড সম্পর্কে ধারণা প্রয়োজনে সহজে ও মানসম্মত কনটেন্ট সামনে দৃশ্যমান হবে।
বাড়তি সুবিধা হলো, মোটরগাইড বিক্রয় সাইটের বিস্তৃত ডেটাবেসের সঙ্গে সরাসরি যুক্ত। ফলে আগ্রহীরা এক ক্লিকেই বিক্রয়যোগ্য গাড়ি, 
বাইক বা অটো পার্টসের বিষয়ে জানতে পারবেন। আগ্রহী ক্রেতারা আরও আত্মবিশ্বাসের সঙ্গে 
সিদ্ধান্ত নিতে পারবেন।
অন্যদিকে বিক্রেতারা বুঝতে পারবেন, বাজার চাহিদা ও ট্রেন্ড কীভাবে পরিবর্তিত হচ্ছে।
বিক্রয় ডটকমের হেড অব মার্কেটিং মো.

আরিফিন হোসাইন বলেন, মোটরগাইড শুধু রিভিউ সাইট নয়; এতে রয়েছে তথ্যনির্ভর, বিশ্বাসযোগ্য ও গ্রাহকবান্ধব তথ্য সমাহার। ইন্ডাস্ট্রির নিত্যনতুন তথ্য সংযোগে ক্রেতার স্মার্ট সিদ্ধান্ত নিতে ও বিক্রেতাকে বাজার বুঝতে সহায়তা করবে। ইতোমধ্যে মোটরগাইড বাংলাদেশের কার্যক্রম শুরু হয়েছে। সারাদেশের প্রতিটি বাইক বা গাড়িপ্রেমীর জন্য এটি হবে সিদ্ধান্ত সহায়ক ও অটোমোটিভ বিশ্বের খবর জানার সঙ্গী।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকায় আজ শুক্রবার সকাল ৭টার দিকে আলিফ পরিবহনের  যাত্রীবাহী একটি বাসে  আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র বলছে, আলিফ পরিবহনের বাসটি পূর্ব কাজীপাড়ায় পৌঁছালে একদল ব্যক্তি হাতের ইশারায় সেটি থামায়। এ সময় তারা বাসটিতে উঠে চালক ও তাঁর সহকারীকে পিটিয়ে  নামিয়ে দেন। যাত্রীরাও বাস থেকে দ্রুত নেমে যান।

এ সময় দুর্বৃত্তরা বাসের সামনের কাচে একাধিক গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ২০ মিনিট চেষ্টা চালিয়ে পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটি পুড়ে গেছে।

পুলিশের মিরপুর বিভাগের  উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, বাস কোম্পানির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ওই পরিবহনের কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে। তাঁদের সম্পৃক্ততা থাকতে পারে। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে আটক করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ