ই-কমার্স সাইটে কেনাবেচায় যেসব পণ্য জনপ্রিয় হয়েছে, সে তালিকায় অটোমোবাইল অন্যতম। যান্ত্রিক পরিষেবার প্রয়োজনে তাই অটোমোবাইল নিয়ে আগ্রহীরা দারুণ উৎসুক। এমন ধারণা থেকে 
বিক্রয় ডটকম মোটরগাইড বাংলাদেশ নামে নতুন অটোমোটিভ পোর্টালের ঘোষণা দিয়েছে। নতুন পোর্টালটি গাড়ি, বাইক ক্রেতা-বিক্রেতা ও আগ্রহীর জন্য বিশেষভাবে নির্মিত।
সারাদেশে মোটরযান বাজার সম্প্রসারণের সঙ্গে স্থানীয় ও নির্ভরযোগ্য তথ্যের চাহিদা বাড়ছে। 
এমন চাহিদা পূরণেই মোটরগাইড ডটকম সাইটের যাত্রা বলে উদ্যোক্তা জানায়।
জানা গেছে, গাড়ি, মোটরবাইক ও অটো পার্টস বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের তথ্য পাওয়া যাবে এ সাইটে। নতুন ক্রেতা, অভিজ্ঞ গাড়ি, বাইকপ্রেমী বা মার্কেট যাচাইয়ে আগ্রহী বিক্রেতার জন্য রয়েছে প্রয়োজনীয় সব তথ্য ও নির্দেশনা। সাইটটি বিশেষ করে বাংলাদেশি মার্কেটের জন্য তৈরি করা হয়েছে, যেখানে থাকছে নতুন গাড়ির রিভিউ থেকে শুরু করে পারফরম্যান্স বিশ্লেষণ।
সাইটের অন্যতম সুবিধা সজ্জিত ফিল্টারিং পরিষেবা। গাড়ির ব্র্যান্ড, মডেল, দাম, ধরন বা ইঞ্জিন সিসি অনুসারে একাধিক ফিল্টার ব্যবহার করে পছন্দের বাইক বা গাড়ি রিভিউ খোঁজার সুযোগ থাকবে।
ফলে কমিউটার বাইক কিনতে চাইলে, এসইউভির তুলনা করতে চাইলে বা পছন্দের ব্র্যান্ডের নতুন ট্রেন্ড সম্পর্কে ধারণা প্রয়োজনে সহজে ও মানসম্মত কনটেন্ট সামনে দৃশ্যমান হবে।
বাড়তি সুবিধা হলো, মোটরগাইড বিক্রয় সাইটের বিস্তৃত ডেটাবেসের সঙ্গে সরাসরি যুক্ত। ফলে আগ্রহীরা এক ক্লিকেই বিক্রয়যোগ্য গাড়ি, 
বাইক বা অটো পার্টসের বিষয়ে জানতে পারবেন। আগ্রহী ক্রেতারা আরও আত্মবিশ্বাসের সঙ্গে 
সিদ্ধান্ত নিতে পারবেন।
অন্যদিকে বিক্রেতারা বুঝতে পারবেন, বাজার চাহিদা ও ট্রেন্ড কীভাবে পরিবর্তিত হচ্ছে।
বিক্রয় ডটকমের হেড অব মার্কেটিং মো.

আরিফিন হোসাইন বলেন, মোটরগাইড শুধু রিভিউ সাইট নয়; এতে রয়েছে তথ্যনির্ভর, বিশ্বাসযোগ্য ও গ্রাহকবান্ধব তথ্য সমাহার। ইন্ডাস্ট্রির নিত্যনতুন তথ্য সংযোগে ক্রেতার স্মার্ট সিদ্ধান্ত নিতে ও বিক্রেতাকে বাজার বুঝতে সহায়তা করবে। ইতোমধ্যে মোটরগাইড বাংলাদেশের কার্যক্রম শুরু হয়েছে। সারাদেশের প্রতিটি বাইক বা গাড়িপ্রেমীর জন্য এটি হবে সিদ্ধান্ত সহায়ক ও অটোমোটিভ বিশ্বের খবর জানার সঙ্গী।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

শুভ জন্মাষ্টমী আজ

অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ—এই বিশ্বাস পোষণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী হিসেবে উদ্‌যাপন করা হয়।

সনাতন ধর্মের মানুষ বিশ্বাস করেন, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। আজ শনিবার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি।

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গতকাল শুক্রবার এক বাণীতে তিনি বলেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে কেউ যেন নষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। শ্রীকৃষ্ণ যেখানেই অন্যায়-অবিচার দেখেছেন, সেখানেই অপশক্তির হাত থেকে শুভশক্তিকে রক্ষার জন্য আবির্ভূত হয়েছেন।

মুহাম্মদ ইউনূস বলেন, আবহমানকাল থেকে এ দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে। শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ সকাল আটটায় দেশ-জাতির মঙ্গল কামনায় শ্রীশ্রী গীতাযজ্ঞ, বেলা তিনটায় ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল ও রাতে শ্রীকৃষ্ণপূজা অনুষ্ঠিত হবে।

পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, রাজধানীর পলাশীর মোড়ে আজ বেলা তিনটায় কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান।

সম্পর্কিত নিবন্ধ