ক্রীড়ার মাধ্যমে কিশোরী বালিকাদের ক্ষমতায়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি ও সচেতনতা গড়ে তুলতে সেমিনার
Published: 19th, May 2025 GMT
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ-এর পারস্পরিক সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জ এর আয়োজনে `Day Observation Sports for Development Programme’ এর আওতায় বালিকাদের অংশগ্রহণে একটি সেমিনারের আয়োজন করা হয়। সোমবার (১৯ মে) হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের মূল উদ্দেশ্য ছিল ক্রীড়ার মাধ্যমে কিশোরী বালিকাদের ক্ষমতায়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা গড়ে তোলা। সেমিনারে বালিকাদের অংশগ্রহণে ক্রীড়া, নেতৃত্বগুণ, দলগত কাজ এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা জনাব ফারজানা আক্তার সাথী, ইউনিসেফ প্রতিনিধিগণ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ, ক্রীড়া প্রশিক্ষক এবং বালিকাদের অভিভাবকগন ও সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন জনাব নাজমুন্নাহার, গবেষনা কর্মকর্তা, জেলা শিক্ষ অফিস, নারায়ণগঞ্জ এবং জনাব শিশির কুমার বালা, প্রধান শিক্ষক, হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়, ভূইঘর, নারায়ণগঞ্জ।
সেমিনারে বালিকাদের উন্নয়নে খেলাধুলার গুরুত্ব নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন বক্তারা। এই ধরণের উদ্যোগ ভবিষ্যত প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে জেলা ক্রীড়া অফিসার, নারায়ণগঞ্জ আশাবাদ ব্যক্ত করেন এবং অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করেন।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
বন্দরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ডিস মনির গ্রেপ্তার
বন্দরে মাদক মামলার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির হোসেন ওরফে ডিস মনির (৫২)’কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। ধৃত মনির হোসেন ওরফে ডিস মনির বন্দর থানার হরিপুর এলাকার আঃ করিম মাতুব্বর’র ছেলে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৬ টায় জেলার বন্দর থানাধীন হরিপুর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত সাঁজাপ্রাপ্ত আসামীকে একই দিন দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্প এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক পুলিশ সুপার মোঃ আব্দুর রশিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে গনমাধ্যমকে এ তথ্য জানান।
র্যাব আরো জানায়, স্থানীয় সূত্র এবং মিডিয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন হরিপুর এলাকার আঃ করিম এর ছেলে মোঃ মনির হোসেন (৫৩) কুখ্যাত মাদক ব্যবসায়ী। মাদক মামলাসহ চুরি, প্রতারণা ও বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে আরও ১০ টি মামলা রয়েছে ।
সে একজন মাদক ব্যবসায়ী। সে এবং তার অন্যান্য মাদক সহযোগীর মাধ্যমে বন্দর থানাসহ দেশের বিভিন্ন যায়গায় মাদক ক্রয় বিক্রয় করে দেশের যুব সমাজকে ধ্বংশ করে আসছে।
মাদক ব্যবসাসহ অন্যান্য অসামাজিক কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ। সে বিজ্ঞ আদালত কর্তৃক ৩ টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত, প্রায় ১০ টি মামলার আসামী। তার এই অসামাজিক কর্মকান্ড জনমনে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি করে যা বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে সারাদেশে ব্যাপক সাড়া ফেলে।
এরই প্রেক্ষিতে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের আভিযানিক দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।