সোনালী ব্যাংক স্টাফ কলেজে ‘ট্রেনিং অব ট্রেইনারস’ শেষে সনদ প্রদান
Published: 19th, May 2025 GMT
হুইসেল ব্লোয়ার, হুইসেল ব্লোয়ার পলিসি ও শুদ্ধাচার কৌশল বিষয়ে আয়োজিত ‘ট্রেনিং অব ট্রেইনারস (টিওটি)’ কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দিয়েছে সোনালী ব্যাংক স্টাফ কলেজ।
রোববার রাজধানীর উত্তরায় অবস্থিত সোনালী ব্যাংক স্টাফ কলেজের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ প্রদান করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও ন্যায়পাল মোহাম্মদ মাসরুরুল ইসলাম। সভাপতিত্ব করেন স্টাফ কলেজের প্রিন্সিপাল (জেনারেল ম্যানেজার) সাহিদা খানম।
অনুষ্ঠানে স্টাফ কলেজের নির্বাহী, ফ্যাকাল্টি সদস্য এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ট ফ কল জ
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে আগুনে পুড়েছে বস্তির ৫০ ঘর
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড়ের কেডিএস ফ্যাক্টরি-সংলগ্ন এলাকায় বস্তিতে আগুন লেগে ৫০টি ঘর পুড়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কেডিএস গার্মেন্টস কারখানার পেছনের বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বস্তির অন্তত ৫০টি ঘর পুড়ে গেছে। সেখানে মূলত নিম্ন আয়ের মানুষ বাস করত। আগুনে কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।
ঢাকা/রেজাউল/রফিক