হুইসেল ব্লোয়ার, হুইসেল ব্লোয়ার পলিসি ও শুদ্ধাচার কৌশল বিষয়ে আয়োজিত ‘ট্রেনিং অব ট্রেইনারস (টিওটি)’ কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দিয়েছে সোনালী ব্যাংক স্টাফ কলেজ।

রোববার রাজধানীর উত্তরায় অবস্থিত সোনালী ব্যাংক স্টাফ কলেজের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ প্রদান করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও ন্যায়পাল মোহাম্মদ মাসরুরুল ইসলাম। সভাপতিত্ব করেন স্টাফ কলেজের প্রিন্সিপাল (জেনারেল ম্যানেজার) সাহিদা খানম।

অনুষ্ঠানে স্টাফ কলেজের নির্বাহী, ফ্যাকাল্টি সদস্য এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ট ফ কল জ

এছাড়াও পড়ুন:

বিডি থাই ফুডে নতুন ভারপ্রাপ্ত এমডি নিয়োগ

পুঁজিবাজারে খাদ‌্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে নতুন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এ পদে নিয়োগ সম্পন্ন করেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

নয় মাসে মুনাফা থেকে লোকসানে এনআরবি ব্যাংক

বদলে যাচ্ছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের নাম

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (অ্যাক্টিং) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রবিউল আলম। গত ১৪ অক্টোবর থেকে তিনি কোম্পানির ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২২ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৮১ কোটি ৫০ লাখ টাকা। সে হিসাবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ১৫ লাখ। সর্বশেষ চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৫.৬১ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩১.১২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৩.২৭ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ