খুলনায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা
Published: 16th, November 2025 GMT
খুলনা নগরীতে পূর্ব শত্রুতার জের ধরে আলাউদ্দিন মৃধা (৩৫) নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সোনাডাঙ্গা থানাধীন করিমনগর সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে তাকে হত্যা করা হয়।
নিহত আলাউদ্দিন একই এলাকার মনা মুন্সির ছেলে। তিনি ফেরি করে ডিম বিক্রি করতেন। পাশাপাশি এলাকায় জমি কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।
আরো পড়ুন:
বিএনপি নেতা খুন: অভিযুক্ত ছাত্রদল কর্মী ফেসবুকে লিখলেন ‘আউট’
‘ঢাকা লকডাউন’: গোপালগঞ্জে আরেক মামলা, আসামি ২৫২
সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন হাওলাদার হত্যার তথ্য জানান। মাদক সংক্রান্ত বিষয়ে এ হত্যাকাণ্ড ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন।
নিহত আলাউদ্দিনের বোন আফিদা খানম বলেন, ‘‘আমার ভাই মাদক মামলায় কারাগারে ছিল। ১০ দিন আগে বের হয়েছে। তবে কী কারণে কারা তাকে খুন করেছে, এখন আমরা তা বলতে পারছি না।’’
কেএমপি’র উপ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় বলেন, আলাউদ্দিনকে হত্যার পিছনে পূর্বের কোনো শত্রুতা থাকতে পারে। তদন্ত চলছে।
লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
ঢাকা/নুরুজ্জামান/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে ট্রাক চাপায় ইজিবাইক চালক নিহত
গোপালগঞ্জে ট্রাক চাপায় হাশেম শেখ (৬০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।
রবিবার (১৬ নভেম্বর) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের সদর উপজেলার সাতপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম-আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
ক্লাস শেষে বাড়ি ফেরা হলো না শিক্ষকের
নিহত হাসেম শেখ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের এদোন শেখের ছেলে।
এসআই শামীম-আল মামুন জানান, খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক মাদারীপুর জেলার টেকেরহাট যাচ্ছিল। এ সময় ট্রাকটি গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সাতপাড়ে একটি ইজিবাইকে চাপা দিলে এর চালক হাসেম শেখ গুরুতর আহত হন।
তিনি জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ঢাকা/বাদল/মেহেদী