আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা মোতায়ন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি
Published: 16th, November 2025 GMT
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করতে সেনাসদস্য মোতায়েন চেয়ে আজ রোববার সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ রোববার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে নিরাপত্তা জোরদারের জন্য ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি দেওয়া হয়েছে সেনা সদরে।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আগামীকাল দিন ধার্য রয়েছে। বিচারপতি মো.
শেখ হাসিনার পাশাপাশি ওই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে সাবেক আইজিপি মামুন ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী নামে পরিচিত) হিসেবে জবানবন্দি দিয়েছেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: অপর ধ
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে ট্রাক চাপায় ইজিবাইক চালক নিহত
গোপালগঞ্জে ট্রাক চাপায় হাশেম শেখ (৬০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।
রবিবার (১৬ নভেম্বর) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের সদর উপজেলার সাতপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম-আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
ক্লাস শেষে বাড়ি ফেরা হলো না শিক্ষকের
নিহত হাসেম শেখ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের এদোন শেখের ছেলে।
এসআই শামীম-আল মামুন জানান, খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক মাদারীপুর জেলার টেকেরহাট যাচ্ছিল। এ সময় ট্রাকটি গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সাতপাড়ে একটি ইজিবাইকে চাপা দিলে এর চালক হাসেম শেখ গুরুতর আহত হন।
তিনি জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ঢাকা/বাদল/মেহেদী