চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার
Published: 21st, May 2025 GMT
আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা, পশু আনা–নেওয়া, বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে চায় সরকার। এ জন্য চামড়া সংরক্ষণে এতিমখানা, লিল্লাহবোর্ডিংসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে ৩০ হাজার মেট্রিক টন লবণ দেবে সরকার।
কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা শেষে আজ বুধবার সাংবাদিকদের এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বাণিজ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত বৈঠক হয়।
বাণিজ্য উপদেষ্টা বলেন, অনেক সময় লবণের অভাবে চামড়া নষ্ট হয়ে যায়, তাই তাড়াহুড়া করে কম মূল্যে চামড়া বিক্রি করে দেয়। তাই সঠিকভাবে চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহ করবে সরকার। সরকার এতিমের হক নিশ্চিত করতে চায়। আগামীকাল বৃহস্পতিবার চামড়ার মূল্য নির্ধারণ করা হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক রব ন ব ণ জ য উপদ ষ ট সরক র
এছাড়াও পড়ুন:
৫৬ বছর বয়সেই চলে গেলেন ‘নিপ/টাক’ তারকা জুলিয়ান ম্যাকমাহন
চলে গেলেন জনপ্রিয় অস্ট্রেলিয়ান অভিনেতা জুলিয়ান ম্যাকমাহন। মাত্র ৫৬ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানলেন এই অভিনেতা। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে বুধবার (স্থানীয় সময়) মারা যান জুলিয়ান ম্যাকমাহন। তাঁর স্ত্রী কেলি পানিয়াগুয়া এক বিবৃতিতে নিশ্চিত করেছেন মৃত্যুর খবর।
বিবৃতিতে কেলি বলেন, ‘জুলিয়ান জীবনকে ভালোবাসত। সে তার পরিবারকে ভালোবাসত। বন্ধুদের ভালোবাসত। নিজের কাজকে খুবই শ্রদ্ধা করত। তার হৃদয়জুড়ে ছিল ভক্তদের জন্য গভীর ভালোবাসা। জীবনে যতটা সম্ভব আনন্দ ছড়াতে চাইত সে। এ সময় আমাদের একান্ত প্রার্থনা, আপনারা আমাদের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখাবেন।’
‘চার্মড’ দিয়ে শুরু, ‘নিপ/টাক’ দিয়ে খ্যাতির শিখরে ওঠেন জুলিয়ান ম্যাকমাহন। অভিনয়জীবনের শুরু থেকেই ছোট পর্দায় জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। ১৯৯৮ সালে সুপারন্যাচারাল টিভি সিরিজ ‘চার্মড’-এ কোল টার্নার চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন তিনি। এরপর ২০০৩ সালে শুরু হওয়া মেডিকেল ড্রামা ‘নিপ/টাক’-এ প্লাস্টিক সার্জন ডা. ক্রিশ্চিয়ান ট্রয়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছান। ছয় মৌসুম ধরে চলা এ সিরিজটি তাঁকে আন্তর্জাতিক তারকা করে তোলে। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত চলা সিরিজটির জন্য তিনি গোল্ডেন গ্লোব মনোনয়নও পান।
ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও ছিলেন জুলিয়ান। বিশেষ করে ‘ফ্যান্টাস্টিক ফোর’ (২০০৫) এবং ‘ফ্যান্টাস্টিক ফোর: রাইজ অব দ্য সিলভার সার্ফার’ (২০০৭)-এ ভিক্টর ভন ডুম/ডক্টর ডুম চরিত্রে তাঁর অভিনয় দর্শকপ্রিয়তা পায়। এ ছাড়া ‘প্রমিজড ল্যান্ড’, ‘রেড’ ও ‘অ্যান্ড্রুজ ক্লকওয়ার্ক অরেঞ্জ’-এর মতো কয়েকটি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাঁকে।
অভিনয়জীবনে তিন দশকের বেশি সময় কাটানো জুলিয়ান ম্যাকমাহন শুধু অভিনয় নয়, ছিলেন মডেল ও প্রযোজকও। অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্যার উইলিয়াম ম্যাকমাহনের ছেলে তিনি। ব্যক্তিগত জীবনেও বেশ আলোচনায় ছিলেন। তাঁর সাবেক স্ত্রী হলিউড অভিনেত্রী ব্রুক বার্ক। জুলিয়ানের মৃত্যুতে অগণিত ভক্ত, সহকর্মী ও পরিবারের সদস্যরা শোকাহত। তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
আরও পড়ুন‘কিল বিল’ অভিনেতা মাইকেল ম্যাডসেন মারা গেছেন০৪ জুলাই ২০২৫