বালিকাদের ৩ দিনের কাবাডি প্রশিক্ষণ সম্পন্ন
Published: 21st, May 2025 GMT
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ-এর পারস্পরিক সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জ এর আয়োজনে বালিকাদের ৩ দিনের কাবাডি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ মে) ফতুল্লার ভুইঘরে হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়ে এ সম্পন্ন হয়।
কিশোরীদের ক্রীড়ায় অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশ করার লক্ষ্যে গত সোমবার (১৯ মে) এ প্রশিক্ষন শুরু হয় । প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারী কিশোরীরা কাবাডির প্রাথমিক কৌশল, শারীরিক প্রস্তুতি এবং দলগত চেতনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী, ইউনিসেফ প্রতিনিধিগণ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ, ক্রীড়া প্রশিক্ষক এবং বালিকাদের অভিভাবকগন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাজমুন্নাহার, গবেষনা কর্মকর্তা, জেলা শিক্ষ অফিস, নারায়ণগঞ্জ এবং শিশির কুমার বালা, প্রধান শিক্ষক, হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়, ভূইঘর, নারায়ণগঞ্জ। তাঁরা বালিকাদের উন্নয়নে খেলাধুলার গুরুত্ব নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।
এই ধরণের উদ্যোগ ভবিষ্যত প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী আশাবাদ ব্যক্ত করেন এবং অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করেন।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
বন্দরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ডিস মনির গ্রেপ্তার
বন্দরে মাদক মামলার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির হোসেন ওরফে ডিস মনির (৫২)’কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। ধৃত মনির হোসেন ওরফে ডিস মনির বন্দর থানার হরিপুর এলাকার আঃ করিম মাতুব্বর’র ছেলে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৬ টায় জেলার বন্দর থানাধীন হরিপুর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত সাঁজাপ্রাপ্ত আসামীকে একই দিন দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্প এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক পুলিশ সুপার মোঃ আব্দুর রশিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে গনমাধ্যমকে এ তথ্য জানান।
র্যাব আরো জানায়, স্থানীয় সূত্র এবং মিডিয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন হরিপুর এলাকার আঃ করিম এর ছেলে মোঃ মনির হোসেন (৫৩) কুখ্যাত মাদক ব্যবসায়ী। মাদক মামলাসহ চুরি, প্রতারণা ও বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে আরও ১০ টি মামলা রয়েছে ।
সে একজন মাদক ব্যবসায়ী। সে এবং তার অন্যান্য মাদক সহযোগীর মাধ্যমে বন্দর থানাসহ দেশের বিভিন্ন যায়গায় মাদক ক্রয় বিক্রয় করে দেশের যুব সমাজকে ধ্বংশ করে আসছে।
মাদক ব্যবসাসহ অন্যান্য অসামাজিক কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ। সে বিজ্ঞ আদালত কর্তৃক ৩ টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত, প্রায় ১০ টি মামলার আসামী। তার এই অসামাজিক কর্মকান্ড জনমনে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি করে যা বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে সারাদেশে ব্যাপক সাড়া ফেলে।
এরই প্রেক্ষিতে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের আভিযানিক দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।