রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পোনাবো গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়।

এ সময় বাধা দেওয়ায় ১০-১২জনকে কুপিয়ে ছাত্রদল নেতা রাজিব মিয়াকে তুলে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাজিবের পরিবারের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, গত কয়েকদিন ধরে গোলাকান্দাইল ইউনিয়নের পোনাবো এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার চেষ্টা করছে কাজী মনিরুজ্জামান সমর্থিত রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু।

তার নেতৃত্বে শুক্রবার দুপুরে ছাত্রদলের অর্ধশত নেতাকর্মী দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে দিপু ভুঁইয়া সমর্থিত নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় বাধা দেয়ায় পোনাবো গ্রামের বাসিন্দা মুনসুর আলীর ছেলে ইসমাইল হোসেন (৪০) কুপিয়ে মারাত্মক জখম করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় নারীসহ আরো ১০জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। ছাত্রদল নেতা রাজিব (৩৪) কে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায়। পরে ২ লাখ টাকার বিনিময়ে রাজিবকে মুক্তি দেয় হামলাকারী অপহরণকারীরা। 

ছাত্রদল নেতা রাজিব জানান, ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুর ছোট ভাই মর্তুজাবাদ গ্রামের মঞ্জুর হোসেনের ছোট ছেলে, কালী গ্রামের কাউছার, তাদের সহযোগি বাদশা, শান্ত, ফারুক, ইমরানসহ ৫০-৬০জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলায় আহতদের স্থাণীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু জানান, বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছি। হামলার ঘটনাটি আমার জানা নেই। যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থাগ্রহন করা হোক।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, এ ব্যাপারে রাজিব মিয়া বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। হামলাকারীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।   
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ ছ ত রদল ন ত র পগঞ জ

এছাড়াও পড়ুন:

খাবার চুরি ঠেকাতে অফিসে নিয়ে এলেন তালাবদ্ধ ফ্রিজ

যুক্তরাষ্ট্রে এক ব্যক্তি অফিসে আসার সময় বাড়ি থেকে টিফিন বক্স ভর্তি করে দুপুরের খাবার নিয়ে আসেন। কিন্তু খেতে গিয়ে দেখেন সেই খাবার উধাও! চুপিচুপি কেউ টিফিন বক্স খুলে খাবার খেয়ে গেছে। একবার-দুবার নয়, বারবার খাবার চুরি হতে থাকে।

বারবার একই কাণ্ডে রীতিমতো হতাশ ও ক্ষুব্ধ ওই ব্যক্তি প্রথমে সহকর্মীদের তাঁর খাবার চুরি না করতে অনুরোধ করেন। কিন্তু তাঁর অনুরোধে কাজের কাজ কিছুই হয়নি। শেষে খাবার চুরি ঠেকাতে অভিনব এক কাণ্ড করে বসেন তিনি।

ছোট্ট আকারের একটি ফ্রিজ নিয়ে অফিসে হাজির হন ওই ব্যক্তি। সেটি রাখেন নিজের ডেস্কের তলায়, তাতেও যেন মনে শান্তি নেই। সেটি তালাবদ্ধ করে রাখার ব্যবস্থা করেন তিনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যম রেডিট–এ সম্প্রতি এমন একটি ঘটনার ছবি ভাইরাল হয়েছে। রেডিটে ভাইরাল হওয়া পোস্টে ওই কর্মী লেখেন, তাঁদের অফিসে একটি রান্নাঘর আছে এবং সেখানে সবার ব্যবহারের জন্য একটি ফ্রিজ রাখা আছে।

ওই ব্যক্তি লিখেছেন, ‘গত এক মাসে পাঁচবার আমার লাঞ্চ (দুপুরের খাবার) চুরি হয়েছে। কেবল সাধারণ নাশতা নয়, বাড়ি থেকে আমি যে খাবার বানিয়ে আনতাম, তার পুরোটা গায়েব হয়ে যাচ্ছিল। এটা শুধু চরম হতাশারই নয়, এটা ব্যয়বহুলও বটে। এ জন্য আমার পুরো দিন খারাপ যেত।’

এ সমস্যার সমাধানে ওই ব্যক্তি প্রথমে অফিসের গ্রুপ চ্যাটে খাবার চোরকে তাঁর খাবার চুরি না করতে অনুরোধ করেছিলেন। কিন্তু কেউ সাড়া দেয়নি, চুরি চলতে থাকে। শেষে সমস্যার সমাধান নিজেই খুঁজে নেন তিনি। ওই ব্যক্তি তাঁর পোস্টে আরও লেখেন, ‘এরপর আর কিছু চুরি হয়নি। আমি বলতে চাইছি, প্রতিনিয়ত খাবার চুরি হওয়ায় আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম।’

তবে ওই ব্যক্তির সহকর্মীরা বিষয়টি ভালোভাবে নেননি বলেও জানান তিনি। তিনি লেখেন, এক সহকর্মী এ নিয়ে তাঁর সঙ্গে রীতিমতো ঝগড়া শুরু করে দেন এবং বলেন, তাঁর এ সিদ্ধান্ত ‘উদ্ভট এবং স্বার্থপরের’ মতো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ