স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের বিজ্ঞাপন বা প্রচারের কাজে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের ছবি ও ভিডিও ব্যবহার করে ভুয়া ভিডিও/নিউজ প্রচার করছে। ভিডিওতে ব্যবহৃত বক্তব্য ও তথ্যের সঙ্গে অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আজ রোববার অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধারণা করা হচ্ছে, ভিডিওটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির মাধ্যমে ভয়েস দেওয়ার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে অর্থ উপদেষ্টার ছবি ব্যবহার করা হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর কনটেন্ট জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে এবং অর্থ উপদেষ্টার সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ন করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অর্থ মন্ত্রণালয় এরই মধ্যে ভিডিওটি অপসারণ ও আইনগত ব্যবস্থার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এ ধরনের ভুয়া ভিডিও বা সংবাদে বিভ্রান্ত না হয়ে বরং এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। যাচাই-বাছাই না করে ও নিশ্চিত না হয়ে কেউ যাতে কোনো ধরনের আর্থিক লেনদেন না করে, বিজ্ঞপ্তিতে এ জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় থেকে সংগ্রহ করে আজ রোববার ভিডিওটি দেখতে চাইলে তা অবশ্য বন্ধ পাওয়া গেছে। অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ভিডিওর লিংকটি বন্ধ করার অনুরোধ জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি পাঠানো হয়েছিল। তাতে সাড়া দিয়ে বিটিআরসি তা বন্ধ করেছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ধরন র

এছাড়াও পড়ুন:

শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে জাতীয় ছাত্রশক্তির মশালমিছিল

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে মশালমিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি। আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে সংগঠনটির নেতা-কর্মীরা রাজধানীর শাহবাগ চত্বর থেকে মশালমিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে সমবেত হন।

এ সময় তাঁরা ‘বিচার চাই, বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ’সহ নানা স্লোগান দেন।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান। তিনি বলেন, ‘আমরা আজ এখানে দাঁড়িয়েছি গত ১৬ বছর বিএনপির নেতা-কর্মী এবং জামায়াত-শিবিরের ওপর আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে, তার বিচার চাইতে। আমরা এখানে দাঁড়িয়েছি জুলাইয়ের দেড় হাজার শহীদের পরিবারের পক্ষে। আমরা শাহবাগ কায়েম করতে আসিনি, আমরা বিচার চাইতে এসেছি।

জাহিদ আহসান বলেন, ‘আমরা বিচার বিভাগের স্বাধীনতায় কোনো রকমের হস্তক্ষেপ করতে চাই না। তবে আমরা চাই, বিচার বিভাগ গত ১৬ বছরে যতগুলো শাহাদাতের ঘটনা ঘটেছে, যতগুলো গুলি চলেছে, যতগুলো মায়ের বুক খালি হয়েছে, সেই সমস্ত ঘটনা স্মরণ করে কালকে (সোমবার) রায় দেবেন।’

বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ তার অবস্থান হারিয়েছে দাবি করে জাতীয় ছাত্রশক্তির সভাপতি বলেন, ‘যারা দিল্লি চলে গেছে, তারা আর কখনো ঢাকায় আসবে না। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর কোনো এন্ট্রি (প্রবেশ) হবে না। দিল্লির রাজনীতির কবর গত ৫ আগস্ট হয়ে গেছে। দিল্লির রাজনীতিকে নতুন করে বাংলাদেশে ফেরানো যাবে না।

আরও পড়ুনশেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায় সোমবার১৩ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ