১৬ বছর পর দাম্পত্য জীবনের ইতি টানছেন ভারতীয় অভিনয়শিল্পী লতা সাবরেওয়াল ও সঞ্জীব সেঠ। শনিবার এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তারা।
ইনস্টাগ্রামে একটি পোস্টে লতা সাবরেওয়াল লিখেছেন, ‘আমি আর আমার স্বামী আলাদা হয়ে গেছি। আমাদের একটি পুত্রসন্তান আছে। আমি তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানাই। সবাইকে অনুরোধ করব, আমার ও আমার পরিবারের মানসিক শান্তির কথা বিবেচনা করে কেউ এ বিষয়ে প্রশ্ন করবেন না বা ফোন করবেন না। কৃতজ্ঞতা।’
টেলিভিশনের দীর্ঘদিন চলা ‘ইয়ে রিশতা ক্যা কহলাতা হ্যায়’ জিরিজে অভিনয় করেছিলেন লতা ও সঞ্জীব। সেখান থেকেই সম্পর্ক গড়ে ওঠে। ২০০৯ সালে তারা বিয়ে করেন। তাদের একটি ছেলে আছে। নাম আরভ। এটি সঞ্জীব সেঠের দ্বিতীয় বিয়ে।
এর আগে তিনি ১৯৯৩ থেকে ২০০৪ পর্যন্ত অভিনেত্রী রেশম তিপনিসের সঙ্গে সংসার করেছেন। সেই সংসারে তাদের রয়েছে একটি কন্যা রিশিকা ও এক পুত্র মানব। ২০১৩ সালে এই জুটি ‘নাচ বালিয়ে ৬’-এও অংশ নিয়েছিলেন, যেখানে তাদের রসায়ন দর্শকদের মন জয় করেছিল।
লতা সাবরেওয়াল ‘ইশ্ক বিশ্ক’, ‘বিবাহ’, ‘প্রেম রতন ধন পায়ো’র মতো বলিউড ছবিতেও অভিনয় করেছেন। তবে তার সবচেয়ে বেশি পরিচিতি এসেছে রাজশ্রী গোয়েল মহেশ্বরীর চরিত্রে ‘ইয়ে রিশতা ক্যা কহলাতা হ্যায়’ ও ‘ইয়ে রিশতে হ্যায় প্যায়ার কে’ ধারাবাহিকের মাধ্যমে।
এ ছাড়া তিনি ‘ইশ্ক মে মারজাওয়া’, ‘নাগিন’, ‘ঘর এক স্বপ্না’র মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন। ২০২১ সালে লতা ঘোষণা করেন, তিনি টেলিভিশন ছেড়ে এখন থেকে ডিজিটাল মাধ্যমে বেশি মনোযোগ দেবেন। সূত্র: হিন্দুস্তান টাইমস।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ