দেশ-বিদেশের প্রযুক্তিপ্রেমী তরুণদের অংশগ্রহণে উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো দুই দিনের ‘পঞ্চম আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড ২০২৫’। ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং রোবো টেক ভ্যালির যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয় গত শুক্রবার। এতে প্রযুক্তিগত উদ্ভাবন, সৃজনশীলতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার তুলে ধরা হয়।

এই প্রতিযোগিতায় ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ১৫০টি দল অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল। প্রতিযোগিতায় মোট ১২টি ক্যাটাগরি রাখা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল রোবো সকার, লাইন ফলোয়িং রোবট, রোব ওয়ারস, প্রকল্প প্রদর্শনী, আইডিয়া কম্পিটিশন, সুমো রেস, কুইজ প্রতিযোগিতা, ড্রোন রেসিং, প্রজেক্ট শোকেজ এবং ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট। প্রতিযোগিতায় বিজয়ীদের ছয় লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে সেরা ৪০ জনকে পুরস্কৃত করা হয়।

ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী বলেন, ‘পঞ্চম আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড ২০২৫ তরুণদের মধ্যে প্রযুক্তিনির্ভর দক্ষতা, সৃজনশীল চিন্তাধারা এবং বাস্তবভিত্তিক সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করবে।’

উত্তরা ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন ট্রেজারার, ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।

অলিম্পিয়াডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাণী গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল হাই সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞানী, শিক্ষক, কলামিস্ট ও লেখক মোহাম্মদ কায়কোবাদ ও পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো.

শহিদুল ইসলাম। আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. ওবায়েদুর রহমান ও এ কে এম আজহারুল হাসান।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপস থ ত ছ ল ন ইউন ভ র স ট অল ম প য় ড

এছাড়াও পড়ুন:

৯ মাসে লোকসান থেকে মুনাফায় কাট্টালি টেক্সটাইল

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি কাট্টালি টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৫) ও নয় মাসে (জুলাই-মার্চ, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির নয় মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ১২.৫০ শতাংশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিক ও  আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.১৩) টাকা। সেই হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান থেকে মুনাফায় ফিরেছে।

আরো পড়ুন:

 শেষ কার্যদিবসে পুঁজিবাজারে বড় পতন

৫ আগস্ট বন্ধ থাকবে পুঁজিবাজার

তিন প্রান্তিক মিলে বা ৯ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.৫২) টাকা। সেই হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান থেকে মুনাফায় ফিরেছে।

৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.০৭ টাকা। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৫০ টাকা। 

ঢাকা/এনটি/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (৯ আগস্ট ২০২৫)
  • নারীর মর্যাদা যে রক্ষা হচ্ছে না, তার প্রমাণ জুলাই আন্দোলনের পর মেয়েদের হারিয়ে যাওয়া
  • ‘শিক্ষকদের মর্যাদা না দিলে জাতি এগোতে পারে না’
  • এশিয়া কাপে খেলবেন না বুমরাহ, বিকল্প কে?
  • ‎শুরু হলো দেশের প্রথম প্রসাধনী পণ্যের প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৫’
  • গুচ্ছ ভর্তির বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ
  • আজ টিভিতে যা দেখবেন (৮ আগস্ট ২০২৫)
  • দুর্নীতি দমন কমিশনে বড় নিয়োগ, নতুন নেবে ১০১ পদে
  • ব্র্যাকে ডেপুটি ম্যানেজার পদে নিয়োগের সুযোগ
  • ৯ মাসে লোকসান থেকে মুনাফায় কাট্টালি টেক্সটাইল