সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ নেত্রীর কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, তোলপাড়
Published: 23rd, June 2025 GMT
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের নেত্রী চম্পা ভুইয়ার নেতৃত্বে একটি ফ্ল্যাটে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সেখানে আয়োজন করা হয় আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান।
সোমবার (২৩ জুন) সকালে একটি ফ্ল্যাট বাসায় নেতাকর্মীরা জড়ো হয়ে অনুষ্ঠানের সূচনা করেন। সেখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড দিয়েছে চম্পা।
ভিডিওতে দেখা যায়, নেতাকর্মীরা শ্লোগান দিচ্ছে ‘শুভ শুভ শুভ দিন, আওয়ামীলীগের জন্মদিন’। ‘কে বলেরে মুজিব নাই, মুজিব সারা বাংলায়’। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।
আর ভিডিও নিচে চম্পা লিখেন, আওয়ামী লীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। ভয়কে জয় করে সামনের দিকে এগিয়ে চলার নামই জীবন। রাজপথে ছিলাম রাজপথে আছি। রাজপথে থাকবো, দলের দুঃসময় এবং সুসময় সমানভাবেই আছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
অনুষ্ঠান শেষে আরও একটি ভিডিও ক্লিপ আপলোড দিয়েছে চম্পা। ওই ভিডিওটি নদীতে নৌকা ভ্রমণের। চম্পা গান গাইছে এবং জয়বাংলা শ্লোগান দিচ্ছে তার অনুসারীদের নিয়ে।
এদিকে বিষয়টি জানাজানি হলে সর্বত্র চাঞ্চল্য সৃষ্টি হয়। তোলপাড় চলছে প্রশাসনে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
প্রসঙ্গত: সিদ্ধিরগঞ্জ থানা মহিলা আওয়ামী লীগের নেত্রী চম্পার বাড়ি সিদ্ধিরগঞ্জে ২নং ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায়।
সে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের এক নেতার ভাগ্নি বলে জানায় স্থানীয়রা। তারা আরও জানায়, ধারনা করা হচ্ছে মিজমিজ এলাকার কোন একটি ফ্ল্যাটে কেক কাটার অনুষ্ঠানটি করা হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ আওয় ম ল গ স দ ধ রগঞ জ থ ন অন ষ ঠ ন আওয় ম
এছাড়াও পড়ুন:
সমালোচনার পর জাহাঙ্গীরনগরে মওলানা ভাসানী হল ছাত্রদলের কমিটি বিলুপ্ত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হল কমিটি ঘোষণার দুই দিনের মাথায় সমালোচনার মুখে মওলানা ভাসানী হল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
আজ রোববার সকালে ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য (সহ-দপ্তর চলতি দায়িত্ব) জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত মোতাবেক মওলানা ভাসানী হল শাখার ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। অতি শিগগিরই নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন কমিটি ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্যসচিব ওয়াসিম আহমেদ এক জরুরি সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
গত শুক্রবার মওলানা ভাসানী হল ছাত্রদলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে সভাপতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস রহমান, যিনি নিয়মিত শিক্ষার্থী নন।
মওলানা ভাসানী হল ছাত্রদলের কমিটি বিলুপ্তির বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছাত্রত্ব না থাকার বিষয়ে তথ্য গোপন করার কারণে এবং মিথ্যা তথ্য প্রদান করার অভিযোগ প্রমাণিত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিব ওই হল শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এর আগে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। তবে ওই কমিটিতে ছাত্রলীগের কর্মী, অছাত্র, হত্যার মামলার আসামিসহ নানা অভিযোগে অভিযুক্তদের পদ দেওয়ায় সমালোচনার মুখে পড়ে শাখা ছাত্রদলের দুই শীর্ষ নেতা জহির উদ্দিন বাবর ও ওয়াসিম আহমেদ। এরপর রোববার একটি হলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।