খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ডলু মৌজার এলাকায় অবৈধ দখলে থাকা প্রায় ১৬৫ একর জমি উদ্ধার করে সেখানে গড়ে তোলা হয় ‘মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো-ট্যুরিজম পার্ক’। 

২০২৩ সালের ২৩ আগস্ট বৃক্ষরোপণ কর্মসূচি ও পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেন তৎকালীন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। ওই সময় পার্কের বিভিন্ন স্থানে ১০০ প্রজাতির প্রায় ২৫ হাজার চারাগাছ রোপণ করা হয়। এছাড়া ৫০ প্রজাতির বিলুপ্তি প্রায় গাছের চারা ও ঔষধি চারা আলাদাভাবে রোপণ করা হয়।

বৃক্ষরোপণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মানিকছড়ির সেই ডিসি অ্যাডভেঞ্চার পার্কটি দ্বিতীয় ক্যাটাগরিতে জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। গত ৩ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব ডা.

মো. সাইফুর রহমানেরি সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। বুধবার মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া প্রধান উপদেষ্টার হাত থেকে এ পুরস্কার গ্রহণ করবেন।

তাহমিনা আফরোজ বলেন, জাতীয় পর্যায়ে এই পুরস্কার পাওয়া গর্বের বিষয়। তিনি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অবদান রাখা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তিনি আরও বলেন, এই অর্জনের মাধ্যমে পার্কের পরিচিতি দেশব্যাপী আরও বাড়বে এবং ভবিষ্যতে এখানে পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে। এ লক্ষ্যে পার্কটিকে আরও দৃষ্টিনন্দন করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ম ন কগঞ জ প রস ক র ম ন কছড়

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ