ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। গত বছরের ঈদে রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’ সিনেমায় তাকে সর্বশেষ বড় পর্দায় দেখা যায়। এরপর কেটে গেছে বহুদিন, তার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি।
তবে পর্দার আড়ালে থাকলেও আলোচনার বাইরে নেই ববি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই নায়িকা। ইনস্টাগ্রাম-ফেসবুকে প্রতিনিয়তই শেয়ার করছেন নিজের নতুন সব ছবি।
ববি
আরো পড়ুন:
নোংরা মন্তব্য, মিষ্টির আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি
সৌরভের বায়োপিক: রাজকুমার বললেন, নার্ভাস লাগছে
বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে রয়েছেন ববি। পরিবার নিয়ে সময় কাটাতে সেখানে গিয়েছেন তিনি। আর সেখান থেকেই সাদা পোশাকে সমুদ্রতটে দাঁড়িয়ে তোলা কিছু মনোমুগ্ধকর ছবি পোস্ট করেছেন নিজের প্রোফাইলে। খোলা আকাশ আর নীল জলরাশি—তার মাঝে স্বচ্ছ সাদা পোশাকে ববি যেন এক শান্ত নির্জনতার প্রতীক। ছবির ভঙ্গিমা এবং পোশাকের সূক্ষ্ম নকশা যেন নতুনভাবে হাজির করেছে এই অভিনেত্রীকে।
পোস্টের ক্যাপশনে ববি লিখেন, “যে চিন্তাগুলো আপনাকে সুখী করে, সেই চিন্তাগুলো আপনাকে সুস্থ করে তোলে।” এদিকে, ভ্রমণ, বিশ্রাম, এবং নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার গল্প বলছে ছবিগুলো।
জানা যায়, দেশে ফেরার আগে ববি যুক্ত হয়েছেন বেশ কয়েকটি নতুন সিনেমার সঙ্গে। এর মধ্যে রয়েছে ‘দিওয়ানা’ ও ‘তছনছ’। পাশাপাশি অনিক বিশ্বাস পরিচালিত ‘শিরোনাম’ এবং কে এ নিলয়ের ‘বউ’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়। যদিও এই সিনেমাগুলো এবারের ঈদে মুক্তির কথা ছিল, তবে নানা কারণে শেষ পর্যন্ত পিছিয়ে।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ববি জানান, এখন তিনি আগের চেয়ে অনেক বেশি বেছে কাজ করছেন। সময়ের চাহিদা বুঝে, চরিত্রের গভীরতা বিচার করেই কাজ বেছে নিচ্ছেন এই অভিনেত্রী।
ব্যক্তিগত পরিসরে নিজেকে সমৃদ্ধ করেই চলচ্চিত্রে ফিরবেন ববি। অস্ট্রেলিয়ার নীল আকাশের নিচে দাঁড়িয়ে তোলা এই ছবিগুলো যেন সেই প্রত্যাবর্তনেরই নীরব ইঙ্গিত।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
কিশোরগঞ্জে নিকলীতে বালু উত্তোলন নিয়ে বিএনপি-যুবদল সংঘর্ষ, আহত ২০
কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে বালু উত্তোলন নিয়ে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহতদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের নতুন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আরো পড়ুন:
কিশোরগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ৩০
জম্মু-কাশ্মীরে গোলাগুলি, ২ ভারতীয় সেনা নিহত
নিকলীর এসিল্যান্ড প্রতিক দত্ত জানান, নিকলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেলের অভিযোগের ভিত্তিতে সোমবার (১১ আগস্ট) রাত ৮টায় ঘোড়াউত্রা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনকালে ড্রেজারসহ মো. রিপন মিয়া নামে একজনকে আটক করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা জানায়, ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার অভিযোগকারী ও অভিযুক্তের পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/রুমন/মেহেদী