নকল প্রতিরোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে নিজের প্রতিষ্ঠানের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেয়ার সুযোগ রাখা হয়নি।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের মাধ্যমে এ পরীক্ষা শুরু হবে। এবারের পরীক্ষায় কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া— এই ছয় জেলার মোট ১ লাখ ১ হাজার ৭৫০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

চলতি বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে রেজিস্ট্রেশন করা ১ লাখ ২৭ হাজার ১৯০ জন শিক্ষার্থীর মধ্যে ২৫ হাজার ৪৪০ জন অংশ নিচ্ছে না। অর্থাৎ প্রায় ২০ শতাংশ শিক্ষার্থী ঝড়ে পড়েছে। ঝরে পড়ার এ হার আগের বছর থেকে কিছুটা কমেছে। পরীক্ষায় অংশ নেয়ার জন্য তারা ফরম পূরণ করেননি। বিদেশে যাওয়া, বাল্যবিবাহ, পারিবারিক সংকট ও অর্থনৈতিক অসচ্ছলতা— এমন নানা বাস্তবতায় শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে না। 

আরো পড়ুন:

ষষ্ঠ মেধাতালিকা দিয়েও জবির ‘বি’ ইউনিটে অর্ধশতাধিক আসন ফাঁকা

রাবির কলা অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষক নিয়োগ স্থগিত

এ বছর কুমিল্লা বোর্ডের অধীনে ৪৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগের বছরগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার নিজের প্রতিষ্ঠানের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা না দিতে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে শিক্ষার্থীরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে বসে পরীক্ষা দিতে পারছে না। বোর্ড কর্তৃপক্ষ মনে করছে, এতে কেন্দ্রভিত্তিক প্রভাব ও অনিয়ম প্রতিরোধ সহজ হবে।

নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি জেলায় বোর্ডের তত্ত্বাবধানে রয়েছে বিশেষ পর্যবেক্ষক দল। প্রশ্নপত্র গ্রহণ ও বিতরণের পুরো প্রক্রিয়া স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। অনিয়ম রোধে কেন্দ্র সচিব, পরিদর্শকসহ সংশ্লিষ্টদের দেয়া হয়েছে কড়া নির্দেশনা।

পরীক্ষার্থীদের সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায়, এবার কুমিল্লা বোর্ডে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৪২ হাজার ৭৪১ জন, আর ছাত্রী ৫৯ হাজার ৯ জন। মানবিক বিভাগে পরীক্ষার্থী রয়েছে সবচেয়ে বেশি, ৪৭ হাজার ৯৫৮ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ২৭ হাজার ৫৫৪ জন এবং বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ২৩৮ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম জানান, পুরোপুরি নকলমুক্ত পরিবেশে পরীক্ষা পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। করোনার ঝুঁকি বিবেচনায় প্রতিটি শিক্ষার্থীকে মাস্ক পরে কেন্দ্রে আসার নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রগুলোতে মাস্ক সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে।
 

ঢাকা/রুবেল/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর ক ষ য় র পর ক ষ

এছাড়াও পড়ুন:

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ, ঢাকা বোর্ডের নতুন জিপিএ–৫ পেলেন ২০১ পরীক্ষার্থী

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন পরীক্ষার্থী। আর ফেল থেকে পাস করেছেন ৩০৮ জন পরীক্ষার্থী।

আজ রোববার সকালে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়। ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা প্রথম আলোকে জানান, এবার ৭৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে ২ হাজার ৩৩১ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের সময় বৃদ্ধি১৩ নভেম্বর ২০২৫

শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার বলা হয়েোছিল, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। এছাড়াও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। আবেদনকারীর দেওয়া মোবাইল ফোন নাম্বারে এসএমএস পাঠানো হবে। ফলাফল http://www.educationboardresults.gov.bd/  ওয়েবসাইট থেকেও জানা যাবে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ প্রক্রিয়া গত ২৩ অক্টোবর শেষ হয়। পুনর্নিরীক্ষণের আবেদন শুধু অনলাইনে করা হয়েছে। অন্যবার এসএমএসের মাধ্যমেও এ সুযোগ ছিল।

এ বছর ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ফল গত ১৬ অক্টোবর প্রকাশ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • হামাগুড়ি দিয়ে চলতে হবে না মনার, স্নাতকে ভর্তি নিয়েও দুশ্চিন্তা কেটেছে
  • শতভাগ পাসের ধারাবাহিকতা ধরে রাখল গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ
  • যশোর শিক্ষাবোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন ৭২ শিক্ষার্থী
  • এইচএসসিতে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ৩২ জন
  • রাজশাহী বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাস করলেন ৫৩ শিক্ষার্থী
  • কুমিল্লা বোর্ডে এইচএসসিতে খাতা চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন ২৩ জন
  • এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ, ঢাকা বোর্ডের নতুন জিপিএ–৫ পেলেন ২০১ পরীক্ষার্থী