চট্টগ্রামের সীতাকুণ্ডে বনভূমিতে গড়ে ওঠা অবৈধ জাহাজভাঙা ইয়ার্ড উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। একইদিন গাজীপুরের বাউপাড়া বিট এলাকায় প্রায় এক কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে একযোগে পরিচালিত এ অভিযানকে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আজ বুধবার পরিবেশ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের তুলাতলী মৌজায় অনুমোদন ও ইজারা ছাড়াই প্রায় ৭ দশমিক ১০ একর গেজেটভুক্ত বনভূমিতে দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিল ‘কোহিনূর স্টিল’ নামের একটি শিপ ব্রেকিং ইয়ার্ড। বুধবার সকাল থেকে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ অভিযানে প্রতিষ্ঠানটির অফিস, দুটি ভবন, বৈদ্যুতিক সাবস্টেশন, খুঁটি ও কাঁটাতারের ঘেরা পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

জানা গেছে, দখল ছাড়ার একাধিক নোটিশ উপেক্ষা করায় জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.

আল আমিন হোসেন ও মো. মঈনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, আনসার, পরিবেশ অধিদপ্তর এবং বন বিভাগের সমন্বিত উপস্থিতিতে অভিযানে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।

উল্লেখ্য, তুলাতুলী মৌজার বিএস খতিয়ান ০১ ও দাগ নম্বর ৪৯৪ অনুযায়ী জমিটি বনভূমি হিসেবে চিহ্নিত এবং সেখানে শিল্প স্থাপনের অনুমতি নেই। অতীতে কোনো শিল্পপ্রতিষ্ঠান এই জমির ইজারা পায়নি। এমনকি হাইকোর্টের নির্দেশনায় রাজা কাশেম ও তার স্ত্রীর বরাদ্দ আবেদনও বাতিল করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন জানায়, সীতাকুণ্ডে অনুমোদিত সাতটি শিল্পমৌজা থাকলেও তুলাতুলী অঞ্চল সেগুলোর মধ্যে পড়ে না। এটি সম্পূর্ণরূপে বনভূমি, যার দখলমুক্ত করাই ছিল অভিযানের উদ্দেশ্য। উচ্ছেদ শেষে জমিটি সরকারের হেফাজতে নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে পুনর্দখল ঠেকাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে, গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন বাউপাড়া বিট এলাকায় প্রায় ১০ শতাংশ বনভূমি অবৈধভাবে দখল করে রেখেছিল নিটল মটরস লিমিটেড। প্রতিষ্ঠানটি রাতের আঁধারে বাউন্ডারি ওয়াল নির্মাণ শুরু করলে তা ঠেকানোর চেষ্টা করে বন বিভাগ। পরে নির্মাণসামগ্রী জব্দ করে একটি মামলা দায়ের করা হয় এবং দখলমুক্ত অভিযান পরিচালনা করে বন বিভাগ। উদ্ধার হওয়া জমিতে ইতোমধ্যে নতুন করে বনায়নের কাজ শুরু হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উৎস: Samakal

কীওয়ার্ড: বন ব ভ গ পর ব শ পর চ ল বনভ ম

এছাড়াও পড়ুন:

হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে আতঙ্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে দেশে কোনো আতঙ্ক নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সবকিছু স্বাভাবিক। সড়কে কোনো আতঙ্ক নেই। তবে ছোটখাটো দু-একটা ঘটনা ঘটছে।

আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বরিশাল, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ কিছুটা কঠিন জায়গা। তবে ওই সব জেলায় এখন পর্যন্ত বড় কোনো ঘটনা ঘটেনি। শুধু করাত দিয়ে গাছ কেটে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। বড় গাছ হওয়ায় সরাতে সময় লাগে। মহাসড়ক থেকে সরাতে সময় লাগছে। রায়কে ঘিরে কেউ কেউ ককটেল ফাটাচ্ছে। যারা ফাটাচ্ছে তারা ধরা পড়ছে।

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে যাওয়া বিক্ষোভকারীদের বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘শিক্ষার্থীদের বলা দরকার যে তোমরা স্কুল–কলেজে পড়াশোনা করো। এটা দেখার জন্য আমরা আছি। আমরা দেখব।’ উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের অনেকে উসকে দেয়। সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বলেই ধানমন্ডি ৩২ নম্বরে পর্যাপ্ত আইনশৃঙ্খলা সদস্য পাঠানো হয়েছে।

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আবার চিঠি দেওয়া হবে কি না, জানতে চাইল উপদেষ্টা বলেন, ‘দরকার পড়লে ভারতকে আমরা আবার চিঠি দেব।’

মানুষ, পুলিশ ও যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপকারীদের গুলি করতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী যে নির্দেশ দিয়েছেন, এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আত্মরক্ষার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী সাংবাদিকদের বলেন, নিজে বিপদে থাকলে গুলি পরিচালনা করার অধিকার প্রতিটি নাগরিকের আছে।

সম্পর্কিত নিবন্ধ