Samakal:
2025-10-03@03:56:03 GMT

বিজয়কে এ কারণেই নেওয়া হতো না

Published: 26th, June 2025 GMT

বিজয়কে এ কারণেই নেওয়া হতো না

এনামুল হক বিজয়ের অভিযোগ, লিগে বছরের পর বছর ভালো খেললেও তাঁকে নিয়মিত জাতীয় দলে দেওয়া হয় না। উপেক্ষার শিকার এই ‘দুঃখী’ ক্রিকেটারের প্রতি হঠাৎই সদয় হয়ে ওঠে গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দলে নেওয়া হয় বিজয়কে। ক্যারিয়ার-সেরা ৩৯ রানের ইনিংসও খেলেন তিনি।

ওই ইনিংস দিয়েই জাতীয় দলে টিকে গেছেন বিজয়। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট স্কোয়াডে নেওয়া হয় তাঁকে। মাত্র দু’জন ওপেনার দিয়ে সাজানো হয় ১৬ জনের স্কোয়াড। বিকল্প ওপেনার না থাকায় ব্যর্থ বিজয়কে সুযোগ দিতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট। ফলে গলের মতো কলম্বো টেস্টেও ১০ বল খেলে জীবন পেয়ে শূন্যতে আউট হন তিনি।

এই পারফরম্যান্সের পর বিজয়ের টেস্ট ব্যাটিং সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করার সক্ষমতা নেই বিজয়ের। তাই লিগে হাজার রান করলেও ৩২ বছর বয়সী এ ব্যাটারকে জাতীয় দলে নিতে রাজি হতেন না তারা।

আট টেস্টে একটিও ভালো ইনিংস নেই। গড় ১০.

২১। অথচ গত মৌসুমেও জাতীয় লিগে (এনসিএল) ৭০০ রান করেছেন বিজয়। ঢাকা লিগেরও নিয়মিত পারফর্মার তিনি। বছরের পর বছর এভাবে ভালো করার পরও জাতীয় দলে উপেক্ষিত হওয়ার কারণ ব্যাখ্যা করেন সাবেক প্রধান নির্বাচক নান্নু, ‘এনামুল হক বিজয়কে আমাদের নির্বাচক প্যানেল নেয়নি, কারণ সে টেস্টে ভালো করে না। তার ব্যাটিংয়ে সমস্যা আছে। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো উইকেটেও রান করতে পারেনি, দুই ইনিংসে ১০ বল খেলে শূন্য রানে আউট। তাকে দলে নেওয়ার আগে নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্টকে ভাবতে হতো। তাদের বুঝতে হবে কোন খেলোয়াড় আন্তর্জাতিকে ভালো করবে। সেভাবে দল নির্বাচন করতে হতো।’ 

প্রশ্ন উঠেছে, ১৬ জনের স্কোয়াডে বিকল্প ওপেনার না রাখায়। সমর্থকরা বলাবলি করছেন, বিজয়কে ম্যাচ খেলার সুযোগ করে দিতেই তৃতীয় ওপেনার নেওয়া হয়নি। সমর্থকদের এই অনুমান প্রসঙ্গে জানতে চাওয়া হলে নান্নু বলেন, ‘নির্বাচক প্যানেল এ ব্যাপারে ভালো বলতে পারবে।’

বিসিবির আগের সাবেক নির্বাচক ও অধিনায়ক হাবিবুল বাশারের মতো টেস্ট দলে বিজয়কে নেওয়ার প্রক্রিয়াটাই ছিল ভুল। তিনি বলেন, ‘বিজয়কে নেওয়াই ভুল ছিল। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে তিনজন ওপেনার ছিল, দ্বিতীয় টেস্টে রিজার্ভে থাকা ব্যাটারকে না খেলিয়ে বিজয়কে বাইরে থেকে নিয়ে ম্যাচ খেলানো হয়। এবার শ্রীলঙ্কা সফরে দুই টেস্টের সিরিজে দুইজন ওপেনার নিয়ে গেছে। টেস্ট ম্যাচে মেকশিফট ব্যাটার খেলাতে পারবেন না। ওয়ানডে হলে মিরাজকে দিয়ে ওপেন করতে পারে। আল্লাহ না করুক, টেস্ট ওপেনে কেউ ইনজুরড হলে মিডলঅর্ডার ব্যাটারদের খেলাতে হতো। মাহিদুল ইসলাম অংকন বা নাজমুল হোসেন শান্ত তো ওপেনার না। প্রথমে ভুল করায় বিজয়কে দ্বিতীয় ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে। তবে নেওয়ার আগে চিন্তা করা উচিত।’

নান্নু-বাশার দু’জনেই মনে করেন, তুষার ইমরানের মতো বিজয়ও ঘরোয়া লিগের ক্রিকেটার। তাঁর মতে, ‘তুষার ইমরানও অনেক রান করত। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ছিল না। তারা ঘরোয়া ক্রিকেটটা বোঝে, আন্তর্জাতিকে পারে না। কারণ, আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন। তাই বলে লিগের দোষ না। কারণ ঘরোয়া ক্রিকেটে খেলেই তো সাকিব, তামিম, মাশরাফি, মাহমুদউল্লাহ, মুশফিকরা জাতীয় দলে গেছে। লিটন, মুস্তাফিজ, তাসকিনদের উত্থানও ঘরোয়া ক্রিকেট। সমস্যা মূলত বিজয়ের।’ তারা মনে করেন, জাতীয় দলে নেওয়ার আগে খেলোয়াড়ের সক্ষমতা বোঝা জরুরি। 

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ত য় দল র ন কর ব জয় র ব জয়ক ন করত

এছাড়াও পড়ুন:

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন:

টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী

১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। 

ঢাকা/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ