ফেনী সীমান্ত দিয়ে আবারও চারজনকে ঠেলে পাঠাল বিএসএফ
Published: 26th, June 2025 GMT
ফেনীর সদর উপজেলার জোয়ারকাছার সীমান্ত দিয়ে আবারও চার বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বৃহস্পতিবার ভোরে একই পরিবারের এই চারজনকে ঠেলে পাঠানো হয়। তাঁদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল হেফাজতে নেয়। পরে তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।
ঠেলে পাঠানো চারজন হলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব মাইজভান্ডার গ্রামের মোহাম্মদ তহিদুল আলম, তাঁর স্ত্রী হাজেরা খাতুন, ছেলে মো.
বিজিবির কুমিল্লা ১০ ব্যাটালিয়নের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে জেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ারকাছার সীমান্ত দিয়ে তাঁদের বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। পরে বিজিবির সদস্যরা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদে তহিদুল আলম জানান, ১৯৭৯ সালে স্ত্রীকে নিয়ে কাজের খোঁজে ভারতে যান তিনি। সেখানে তাঁদের ছেলে ও মেয়ের জন্ম হয় এবং দীর্ঘদিন তাঁরা সেখানেই বসবাস করছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাঁদের আটক করে মুম্বাই থেকে আগরতলায় পাঠায়। পরে ত্রিপুরা সীমান্ত হয়ে তাঁদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়।
কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, চার বাংলাদেশি নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। তাঁদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান জানান, বিজিবির মাধ্যমে হস্তান্তর করা চারজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাঁদের চট্টগ্রামের গ্রামের বাড়িতে স্বজনদের খবর দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।
বিএসএফের মাধ্যমে ফেনী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর ঘটনা বেড়েছে। গত ২ মাসে ৪ দফায় ৬৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ।
সর্বশেষ ২৬ জুন একই পরিবারের চারজনকে ধর্মপুর জোয়ারকাছার সীমান্ত দিয়ে, এর আগে ১৯ জুন ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ১১ জন, ৩০ মে ১৩ জন এবং ২২ মে ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ৩৭ জনকে ঠেলে পাঠানো হয়।
আরও পড়ুনখাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আরও ৯ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ৬ ঘণ্টা আগেউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছেন বলে তার পরিবার অভিযোগ করেছে।
ওই ব্যক্তির নাম বদরউদ্দীন (৩০)। তিনি জেলার জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের স্কুল পাড়ার আব্দুল করিমের ছেলে।
আরো পড়ুন:
পাহাড় থেকে পা পিছলে পড়ল শিশুটি, বিজিবির সহায়তায় জীবনরক্ষা
দুর্গাপূজা বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও মিলনমেলার প্রতীক: বিজিবির মহাপরিচালক
বুধবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বদরউদ্দীন মানব পাচারে জড়িত। বুধবার সীমান্ত দিয়ে অবৈধভাবে পাঁচ থেকে ছয় জনকে ভারতে পাচার করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা ধাওয়া করলে বদরউদ্দীনের সঙ্গে থাকা লোকজন পালিয়ে যায়। তবে, ধরা পড়েন তিনি। পরে বিএসএফ সদস্যরা তাকে নোনাগঞ্জ ক্যাম্পে ধরে নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম বলেন, ‘‘বিএসএফ সদস্যরা এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে বিজিবি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে।’’
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘‘বিএসএফ এক জনকে ধরে নিয়ে গেছে বলে লোকমুখে শুনেছি।’’
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, ‘‘অসমর্থিত সূত্রে জানতে পেরেছি, বিএসএফ এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।’’
ঢাকা/মামুন/রাজীব