ফেনীর সদর উপজেলার জোয়ারকাছার সীমান্ত দিয়ে আবারও চার বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বৃহস্পতিবার ভোরে একই পরিবারের এই চারজনকে ঠেলে পাঠানো হয়। তাঁদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল হেফাজতে নেয়। পরে তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।

ঠেলে পাঠানো চারজন হলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব মাইজভান্ডার গ্রামের মোহাম্মদ তহিদুল আলম, তাঁর স্ত্রী হাজেরা খাতুন, ছেলে মো.

শোয়েব ও মেয়ে মোছাম্মৎ শবনম।

বিজিবির কুমিল্লা ১০ ব্যাটালিয়নের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে জেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ারকাছার সীমান্ত দিয়ে তাঁদের বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। পরে বিজিবির সদস্যরা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদে তহিদুল আলম জানান, ১৯৭৯ সালে স্ত্রীকে নিয়ে কাজের খোঁজে ভারতে যান তিনি। সেখানে তাঁদের ছেলে ও মেয়ের জন্ম হয় এবং দীর্ঘদিন তাঁরা সেখানেই বসবাস করছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাঁদের আটক করে মুম্বাই থেকে আগরতলায় পাঠায়। পরে ত্রিপুরা সীমান্ত হয়ে তাঁদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়।

কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, চার বাংলাদেশি নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। তাঁদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান জানান, বিজিবির মাধ্যমে হস্তান্তর করা চারজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাঁদের চট্টগ্রামের গ্রামের বাড়িতে স্বজনদের খবর দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।

বিএসএফের মাধ্যমে ফেনী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর ঘটনা বেড়েছে। গত ২ মাসে ৪ দফায় ৬৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ।

সর্বশেষ ২৬ জুন একই পরিবারের চারজনকে ধর্মপুর জোয়ারকাছার সীমান্ত দিয়ে, এর আগে ১৯ জুন ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ১১ জন, ৩০ মে ১৩ জন এবং ২২ মে ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ৩৭ জনকে ঠেলে পাঠানো হয়।

আরও পড়ুনখাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আরও ৯ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ৬ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এসএফ চ রজনক

এছাড়াও পড়ুন:

সিলেটে ২২ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামা‌বিল স্থলবন্দর দিয়ে ২২ বাংলাদেশিকে ফেরত প‌ঠিয়েছে ভারত। তাঁরা বি‌ভিন্ন সময় অবৈধভাবে অনুপ্রবেশের পর সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর কাছে আটক হয়ে‌ বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেছেন।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে তামাবিল স্থলবন্দরে বিজিবি, বিএসএফ এবং দুই দেশের পু‌লিশের উপ‌স্থি‌তিতে ওই ২২ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। তাঁদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৫ জন নারী।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ভারত থেকে ফেরত আসা ২২ বাংলাদেশি বিভিন্ন সময় ভারতে অনুপ্রবেশ করে‌ছিলেন। পরে তাঁদের বিএসএফ ও ভারতীয় পুলিশ আটক করে। তাঁরা ভারতের মেঘালয় রাজ্যের তুরা কারাগারে বি‌ভিন্ন মেয়াদে কারাভোগ করেন। বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিজিবি-বিএসএফের উপস্থিতিতে তাঁদের হস্তান্তর করে। তাঁরা সিলেট, নেত্রকোনা, রাজশাহী, ময়মনসিংহ, বগুড়া, যশোর ও জামালপুরের বাসিন্দা।

সিলেটের তামাবিল ইমিগ্রেশন পুলিশের উপপ‌রিদর্শক (এসআই) শামীম মিয়া জানান, ওই ২২ বাংলাদেশিকে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘র‍্যাগিংয়ের’ জন্য তিন শিক্ষার্থীকে বহিষ্কার, চারজনকে ক্লাস থেকে বিরত থাকার নির্দেশ
  • সীমান্ত হত্যা, পুশ ইন, চোরাচালান ও সীমান্ত উত্তেজনা নিয়ে আলোচনা হবে
  • ঢাকার পিলখানায় শুরু হ‌চ্ছে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন
  • গাজীপুরে সাংবাদিক হত্যায় দুই কারণ সামনে রেখে তদন্ত করছে পুলিশ
  • সিলেটে ২২ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত
  • মৌলভীবাজার সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ ৮ জনকে ঠেলে দিল বিএসএফ
  • তামাবিল দিয়ে ২২ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত
  • নওগাঁর দুই সীমান্ত দিয়ে আরও ১৮ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
  • পঞ্চগড় সীমান্তে বেড়াতে গিয়ে ভারতে প্রবেশ, আটক দুজনকে ফেরত পাঠাল বিএসএফ
  • সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশীকে হস্তান্তর