বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌসী রহমানের জন্মদিন আগামীকাল। যদিও অনেক বছর ধরে আলাদা করে জন্মদিন উদযাপন করতে দেখা যায়নি তাঁকে। ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাঁকে। এবার শিল্পীর পক্ষ থেকে তাঁর ৮৫তম জন্মদিনে ভিন্ন ধরনের আয়োজন করছে চ্যানেল আই।

 আগামীকাল ২৮ জুন সংগীতজ্ঞ ফেরদৌসী রহমানের জন্মদিন উপলক্ষে চানেল আই প্রচার করবে ‘তারকাকথন’ অনুষ্ঠানের বিশেষ পর্ব। সেখানে তাঁকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করবেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ‘এসো গান শিখি’ অনুষ্ঠানের প্রিয় দুই মুখ মিঠু ও মন্টি। তাদের সঙ্গে থাকবে একদল নতুন প্রজন্মের শিশু। 

এছাড়াও শুভেচ্ছা জানাবেন ‘এসো গান শিখি’র প্রযোজক মেনোকা হাসান এবং এই প্রজন্মের কণ্ঠশিল্পী কনা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সানজিদা, প্রযোজনায় অনন্যা রুমা। ‘তারকাকথন’ প্রচার হবে দুপুর ১২টা ১০ মিনিটে। ফেরদৌসী রহমানের কথায়, ‘‘শারীরিক অবস্থা বিবেচনা করে জন্মদিনে তেমন কিছু করা হয় না। পরিবারের সদস্যদের সঙ্গেই সময় কাটাই। এ জন্য শুধু জন্মদিনকে ঘিরে চ্যানেল আইয়ে আয়োজিত ‘তারকাকথন’ অনুষ্ঠানে অংশ নেব। আগেও এতে অংশ নিয়েছি। সেখানে শিল্পীজীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলতে ভালোই লাগে।’’

 স্মৃতিচারণায় ফোরদৌসী রহমান তাঁর জন্মদিন নিয়ে এক মজার তথ্যও তুলে ধরেছেন। জানিয়েছেন, তাদের বাড়িতে জন্মদিন সেভাবে উদযাপন করা হতো না। একমাত্র তাঁর বড় ভাই মোস্তফা কামালের (সাবেক প্রধান বিচারপতি) জন্মদিন হইচই করে উদযাপন করা হতো। গান হতো, কবিতা হতো, খাওয়া-দাওয়া হতো। কিন্তু একটি অর্জন বদলে দিয়েছিল তাদের বাড়ির চিত্র। সেটি ছিল ১৯৫৬ সাল। সে বছরই মেট্রিক পরীক্ষা দিয়েছিলেন ফেরদৌসী রহমান। জন্মদিনের ঠিক দু’দিন আগে ২৬ জুন প্রকাশ পায় তাঁর মেট্রিকের রেজাল্ট। ফলাফল বোর্ড স্ট্যান্ড করার পাশাপাশি সারাদেশে মেয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেন তিনি; যা আনন্দ দিয়েছিল সবাইকে। সেই সুবাদে ঘটা করে উদযাপন করা হয় ফেরদৌসী রহমানের জন্মদিন। 

কিংবদন্তি শিল্পী ও ভাওয়াইয়াসম্রাট আব্বাস উদ্দীন আহমদের উত্তরসূরি হিসেবে সংগীত বলয়ে ফেরদৌসী রহমানের বেড়ে ওঠা। ১৯৪১ সালের ২৮ জুন ভারতের কোচবিহারে তাঁর জন্ম। ছোটবেলায় বাবার কাছে তাঁর সংগীতে হাতেখড়ি। এরপর ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, ইউসুফ খান কোরেইশী, কাদের জামেরী, গুল মোহাম্মদ খান প্রমুখ সংগীতজ্ঞের কাছে তালিম নিয়েছেন। খুব অল্প বয়স থেকে তিনি মঞ্চে পারফরম্যান্স শুরু করেন। মাত্র ৮ বছর বয়সে রেডিওতে খেলাঘর নামের অনুষ্ঠানে অংশ নেন। ১৯৬০ সালে ‘আসিয়া’ নামের চলচ্চিত্রে তিনি প্রথম নেপথ্য কণ্ঠ দেন। দুই দশকের বেশি সময় ধরে দুই শতাধিক সিনেমায় প্লেব্যাক করেছেন তিনি। ১৯৪৮ সালে রেডিওতে শিশুশিল্পী এবং ১৯৫৬ সালে তিনি প্রথম বড়দের অনুষ্ঠানে গান করেন। 

১৯৬৪ সালে বাংলাদেশ টেলিভিশনের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। এরপর দেশের সংগীতপ্রেমীদের মাঝে সাড়া ফেলেন ‘এসো গান শিখি’ গানের অনুষ্ঠানের মধ্য দিয়ে। ফেরদৌসী রহমানের বড় ভাই মোস্তফা কামালও ছিলেন সংগীত অনুরাগী। আরেক ভাই লোকগানের নন্দিত কণ্ঠশিল্পী মুস্তাফা জামান আব্বাসী। শুধু ভাইবোনই নয়, তাদের উত্তসূরিদের প্রায় সবাই দেশীয় সংগীতকে ধারণ ও লালন করেন যাচ্ছেন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে দুটি জাহাজ

যুক্তরাষ্ট্র থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনা হচ্ছে। হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি নামক প্রতিষ্ঠান থেকে এই জাহাজ দুটি কিনতে ব্যয় হবে ৯৩৬ কোটি টাকা।

আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই জাহাজ কেনার প্রস্তাব অনুমোদিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, দুটি জাহাজ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। এর মধ্যে দুটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।

সব প্রক্রিয়া শেষে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজ পায় যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি। এতে বৈদেশিক মুদ্রায় ব্যয় হবে ৭৬ দশমিক ৬৯ মিলিয়ন বা ৭ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার। জাহাজ দুটি রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের নিজস্ব অর্থায়নে কেনা হবে।

সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারের ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পাশাপাশি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয় আজ।

এই বৈঠকে বিশ্বব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটিএর বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১ (চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনালসম আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ) (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ নম্বর বিআর ডব্লিউটিপি-ডব্লিউ২-০১, বিআর ডব্লিউটিপি-ডব্লিউ৩-০১ অ্যান্ড বিআর ডব্লিউটিপি-ডব্লিউ১-০২–এর অবশিষ্ট কাজ বাস্তবায়নে সরকারি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের অনুমোদন দেওয়া হয়।

সম্পর্কিত নিবন্ধ