মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আলী আজম নামের এক দোকানির দাড়ি ধরে টানাহেঁচড়া ও চড়-থাপ্পড়ের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সকালে সাভারের আশুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম নাসিম ভূঁইয়া (৪৫)। তাঁর বাড়ি উপজেলা সদরে ঘিওর এলাকায়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

আরও পড়ুনমানিকগঞ্জে দোকানিকে মারধরের ভিডিও ফেসবুকে, থানায় অভিযোগ২৪ জুন ২০২৫

পুলিশ, এজাহার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ঘিওর উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকায় ‘মানিক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার’ নামে একটি দোকান আছে আলী আজমের (৩৩)। কম্পোজসহ বিভিন্ন কাজের জন্য সেখানে প্রায়ই যেতেন নাসিম। কিন্তু কাজ শেষে ঠিকমতো টাকা দিতেন না। টাকা চাইলে দোকানটি বন্ধ করে দেওয়ার কথা বলে নাসিম ভয়ভীতি ও হুমকি দিতেন। গত সোমবার রাত ৯টার দিকে তুচ্ছ ঘটনায় নাসিম ক্ষিপ্ত হয়ে আজমের দাড়ি ধরে টানা-হিঁচড়া করেন ও চড়-থাপ্পড় দেন। এ সময় সেখানে উপস্থিত লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে আজমের হাত-পা ভেঙে দেওয়াসহ ব্যবসা বন্ধ করার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান নাসিম। এ ঘটনার পরদিন নাসিমকে আসামি করে ঘিওর থানায় মামলা করেন আজম।

এদিকে আলী আজমের দাড়ি ধরে টানাহেঁচড়া ও চড়-থাপ্পড়ের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাঁরা গত মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে অবস্থান নিয়ে বিচার দাবি করেন। পরে সেনাসদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।

ঘটনার পর থেকে আসামি পলাতক ছিলেন জানিয়ে পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে নাসিমকে গ্রেপ্তার করেছে জেলা ডিবির একটি দল। তাঁকে সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আজম র উপজ ল

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ