কুবিতে র্যাগিং রোধে প্রক্টর অফিসের জরুরি নির্দেশনা
Published: 30th, June 2025 GMT
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কোনো শিক্ষার্থীর প্রতি যেকোনোভাবে সব ধরনের র্যাগিং, বুলিং, বডিশেমিং, ইভটিজিং থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৩০ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের প্রতি এ জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে শিক্ষার্থীদেরকে শারীরিক, মানসিক, মৌখিক কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সব ধরনের র্যাগিং, বুলিং, বডিশেমিং, ইভটিজিং থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হলো। যদি কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিং, বুলিং, বডিশেমিং, ইভটিজিংয়ের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক ও বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
আরো পড়ুন:
ইবির সেই শিক্ষককে অপসারণ
কথা অস্পষ্ট, পারেন না লিখতে তবুও দিচ্ছেন এইচএসসি পরীক্ষা
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.
ঢাকা/এমদাদুল/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হলে হঠাৎ অসুস্থ, হাসপাতালে মৃত্যু ঢাবি ছাত্রীর
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসমা আক্তার লিজা নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) ভোরে তিনি মারা যান বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।
লিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে। তার বাড়ি নাটোরে।
আরো পড়ুন:
১৪ আগস্ট ‘প্রথম স্বাধীনতা দিবস` পালিত
ঢাবিতে ছাত্র রাজনীতির রূপরেখা প্রণয়নে কমিটি গঠন
শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের একজন শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লিজা। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার হৃৎপিণ্ডে টিউমার ধরা পড়ে। তার ফুসফুসেও পানি জমে গিয়েছিল। পরে তাকে অন্য একটি মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রক্টর সাইফুদ্দিন আহমদ জানান, আসমা আক্তার লিজাকে ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু সিট ফাঁকা না থাকায় পরে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। এরপরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ভোরে তিনি মারা যান।
শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে লিজার জানাজা হয় বলে জানান দেদী আল ফরহাদ নামে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।
ঢাকা/সৌরভ/সাইফ