রাজস্ব আদায় হোঁচট খেয়েছে: এনবিআর চেয়ারম্যান
Published: 30th, June 2025 GMT
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘এনবিআরের কর্মকর্তা–কর্মচারীদের গত কয়েক দিনের কাজকর্মের (আন্দোলন কর্মসূচি) কারণে রাজস্ব আদায় হোঁচট খেয়েছে।’ এসব কর্মকর্তার উদ্দেশে তিনি বলেন, ‘যা কিছু হয়েছে, সব ভুলে গিয়ে রাষ্ট্রীয় ও দেশের স্বার্থে আমরা সবাই কাজ করব।’
আজ সোমবার আগারগাঁওয়ের এনবিআর ভবনে সাংবাদিকদের এ কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান আবদুর রহমান খান।
সব পক্ষের মতামতের ওপর ভিত্তি করে এনবিআরে যৌক্তিক সংস্কার ও এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সরকারের কঠোর পদক্ষেপে গতকাল রোববার রাতে আন্দোলন প্রত্যাহার করে সংগঠনটি। আজ সকাল থেকে কাজে ফিরেছেন এনবিআর কর্মকর্তা–কর্মচারীরা।
এনবিআরে কর্মচাঞ্চল্য শুরু হয়েছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘কাস্টম হাউসগুলো গতকাল বিকেলেই কাজ শুরু করছে। তারা কর্মবিরতি প্রত্যাহার করেছে। এর ফলে সবার মধ্যে স্বস্তি বিরাজ করছে। বিশেষ করে ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের মধ্যে। সকালেই আমাদের সব দপ্তরে কাজ শুরু হয়েছে।’
এনবিআর চেয়ারম্যান জানান, ‘আজ সকাল ১০টা পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা আদায় হয়েছে। আজ ভালো পরিমাণ অর্থ জমা হবে। সরকারি বিলগুলো সমন্বয় করলে গতবারের চেয়ে বেশি হবে, এটা নিশ্চিত। আমরা যে রকম আশা করেছিলাম, হয়তো সেটার কাছাকাছি থাকবে।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হলে হঠাৎ অসুস্থ, হাসপাতালে মৃত্যু ঢাবি ছাত্রীর
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসমা আক্তার লিজা নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) ভোরে তিনি মারা যান বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।
লিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে। তার বাড়ি নাটোরে।
আরো পড়ুন:
১৪ আগস্ট ‘প্রথম স্বাধীনতা দিবস` পালিত
ঢাবিতে ছাত্র রাজনীতির রূপরেখা প্রণয়নে কমিটি গঠন
শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের একজন শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লিজা। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার হৃৎপিণ্ডে টিউমার ধরা পড়ে। তার ফুসফুসেও পানি জমে গিয়েছিল। পরে তাকে অন্য একটি মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রক্টর সাইফুদ্দিন আহমদ জানান, আসমা আক্তার লিজাকে ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু সিট ফাঁকা না থাকায় পরে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। এরপরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ভোরে তিনি মারা যান।
শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে লিজার জানাজা হয় বলে জানান দেদী আল ফরহাদ নামে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।
ঢাকা/সৌরভ/সাইফ