নারায়ণগঞ্জকে গ্রীন সিটিতে পরিনত করার চেষ্টা করছি : ডিসি
Published: 2nd, July 2025 GMT
বন্দরে গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির অংশ হিসাবে বৃক্ষ রোপণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
বুধবার (২ জুলাই) সকাল ১১টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে নিজ হাতে বৃক্ষরোপণ করেন।
বৃক্ষরোপণ কালে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের মানুষ যেন সবুজের পরিবেশে শ্বাস নিতে পারে। আমি নারায়ণগঞ্জকে সুন্দর পরিচ্ছন্ন ও গ্রীন সিটিতে পরিনত করার চেষ্টা করছি। আর বৃক্ষ রোপন হলো ছদকায়ে জারিয়া। আমরা বনজ-ফলজ সব ধরনের গাছ রোপণ করে যাব।
বৃক্ষ রোপনকালে ওই সময় তার সাথে ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি।
মুছাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হাসানের তত্তাবধানে বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন,মুছাপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোতালেব মিয়া, বিল্লাল হোসেন, সোহেল রানা, মাহবুব হৃদয়, মনির হোসেন, মনোয়ার হোসেন, আনোয়ার হোসেন, মাহবুব মিয়া, মহিলা মেম্বার খোদেজা পারভীন, লাচবলী বেগম, নিলুফা আক্তার ও পরিষদের সচিব বসির উদ্দিন প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ উপজ ল
এছাড়াও পড়ুন:
বন্দরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ডিস মনির গ্রেপ্তার
বন্দরে মাদক মামলার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির হোসেন ওরফে ডিস মনির (৫২)’কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। ধৃত মনির হোসেন ওরফে ডিস মনির বন্দর থানার হরিপুর এলাকার আঃ করিম মাতুব্বর’র ছেলে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৬ টায় জেলার বন্দর থানাধীন হরিপুর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত সাঁজাপ্রাপ্ত আসামীকে একই দিন দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্প এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক পুলিশ সুপার মোঃ আব্দুর রশিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে গনমাধ্যমকে এ তথ্য জানান।
র্যাব আরো জানায়, স্থানীয় সূত্র এবং মিডিয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন হরিপুর এলাকার আঃ করিম এর ছেলে মোঃ মনির হোসেন (৫৩) কুখ্যাত মাদক ব্যবসায়ী। মাদক মামলাসহ চুরি, প্রতারণা ও বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে আরও ১০ টি মামলা রয়েছে ।
সে একজন মাদক ব্যবসায়ী। সে এবং তার অন্যান্য মাদক সহযোগীর মাধ্যমে বন্দর থানাসহ দেশের বিভিন্ন যায়গায় মাদক ক্রয় বিক্রয় করে দেশের যুব সমাজকে ধ্বংশ করে আসছে।
মাদক ব্যবসাসহ অন্যান্য অসামাজিক কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ। সে বিজ্ঞ আদালত কর্তৃক ৩ টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত, প্রায় ১০ টি মামলার আসামী। তার এই অসামাজিক কর্মকান্ড জনমনে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি করে যা বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে সারাদেশে ব্যাপক সাড়া ফেলে।
এরই প্রেক্ষিতে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের আভিযানিক দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।