জার্মানিতে অনেকেই পড়াশোনা করতে চান। বৃত্তি ও নিজ খরচে পড়াশোনার সুযোগ আছে দেশটিতে। জার্মানির সাংস্কৃতিক মূল্যবোধ, সময়ানুবর্তিতা ও সামাজিক সংহতির কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম পছন্দের দেশ জার্মানি। প্রতিবছর হাজারো শিক্ষার্থী দেশটিতে পড়তে যান।

জার্মানি এখন বিদেশি শিক্ষার্থীদের জন্য ক্রমেই জনপ্রিয় একটি গন্তব্য হয়ে উঠেছে। টানা দ্বিতীয় বছরে জার্মানিতে বিদেশি ছাত্রদের পড়তে যাওয়ার হার বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশের ছাত্রছাত্রীরা এখন আগের বছরের তুলনায় বেশি জার্মানিতে পড়তে যাচ্ছেন। জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের (ডিএএডি) তথ্য অনুসারে, ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা ১৫ দশমিক ১ শতাংশ বেড়েছে জার্মানিতে। যাঁরা জার্মানিতে পড়তে যেতে ইচ্ছুক, তাঁদের বিবেচনার জন্য কিছু বিষয় তুলে ধরা হলো—

আরও পড়ুনমেধাবীরা যে ১০ পদ্ধতিতে পড়াশোনা করেন০৭ আগস্ট ২০২৩

আবাসন বা বাসস্থান

জার্মানিতে যাওয়ার পর বাসস্থান খুঁজে পাওয়া চ্যালেঞ্জের এবং ব্যয়বহুল উভয়ই হতে পারে। আগেই আবাসনের ব্যবস্থা করতে পারলে জার্মানিতে জীবনযাপন অনেকটাই সহজ হয়ে যায়।

ভাষা

জার্মান ভাষা শিখে রাখতে হবে। এ ভাষা জানা থাকার কারণে দৈনন্দিন জীবন ও শিক্ষাগত সাফল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এমনকি ভাষার একটি প্রাথমিক জ্ঞানও সামাজিক সংহতি ও ব্যবহারিক কাজে সাহায্য করে।

প্রোগ্রাম রিসার্চ

যে প্রোগ্রামগুলোয় পড়তে আগ্রহী, আগে থেকেই সেগুলো নিয়ে জানার চেষ্টা বা গবেষণা করলে শিক্ষার্থীদের আগ্রহের সেরা উপযুক্ত বিষয় খুঁজে পেতে সহায়তা করে। পছন্দের বিষয়গুলোর বিকল্পগুলো মিস করা এড়াতে আবেদনের সময়সীমা সম্পর্কে সচেতন হওয়াটাও অপরিহার্য।

ভিসা ও রেসিডেন্স পারমিট

ইউরোপীয় ইউনিয়ন বাইরের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার্থী ভিসার প্রয়োজন। জার্মানিতে যাওয়ার পর স্থায়ী বসবাসে আবাসিক পারমিটের জন্য ভিসার আবেদন করতে হবে।

স্বাস্থ্যবিমা

জার্মানিতে স্বাস্থ্যবিমা বাধ্যতামূলক। শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যবিমার ব্যবস্থা আছে।

প্রথম আলো ফাইল ছবি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

রাতে আয়নায় তাকাতেই চমকে গেলাম...

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। প্রতিদিনের দিনযাপন থেকে ঘোরাঘুরি নানা কিছু শেয়ার করেন ফেসবুকে। তবে এবার ভক্ত–অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করে নিয়ে নিজের কিছু ব্যক্তিগত অনুভূতি।
গতকাল রাতে নিজের এলোমেলা চুলের ছবি দিয়ে ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘শুটিং শেষ করে আজ রাতে বাড়ি ফিরে আয়নায় তাকাতেই চমকে গেলাম। চুলগুলো এমন খসখসে আর কোঁকড়ানো হয়ে গেছে! নিজের এই নতুন লুকটা চোখে লেগে রইল। ভাবলাম—কখনো চুল মসৃণ, সোজা, রেশমি হয়; কখনো আবার এমন কোঁকড়ানো। প্রতিটা হেয়ারস্টাইলেই আমি একেবারে আলাদা দেখাই।’

সুনেরাহ বিনতে কামাল

সম্পর্কিত নিবন্ধ