রণবীরের ২০ বছরের ছোট নায়িকা, কে এই নতুন সারা
Published: 8th, July 2025 GMT
দিন দুই আগে রণবীর সিংয়ের জন্মদিনে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন সিনেমা ‘ধুরন্ধর’–এর টিজার। এই টিজারে রণবীরের পারফরম্যান্সের প্রশংসা যেমন চলছে, তেমনি চলছে সারাকে নিয়ে আলোচনা। তিনি সারা আলী খান বা সারা টেন্ডুলকার নন; সারা অর্জুন। কে এই অভিনেত্রী? জেনে নেওয়া যাক ইন্ডিয়া টুডে অবলম্বনে।
রণবীর সিং ৪০–এ পা দিয়েছেন, অন্যদিকে সারার বয়স মাত্র ২০; দুজনের বয়সের ব্যবধান নিয়ে চলছে আলোচনা। অনেকের কাছে অপরিচিত হলেও দক্ষিণি চলচ্চিত্রজগতে সারা অর্জুন অতি পরিচিত নাম। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় ছিলেন। হিন্দি ছবিতেও কাজ করেছেন সারা। তা ছাড়া সারার আরও একটি পরিচয় রয়েছে। তিনি অভিনেতা জয় অর্জুনের কন্যা। ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লাভ হোস্টেল’ ও ‘ব্ল্যাক ফ্রাইডে’র মতো ছবিতে অভিনয় করেছেন সারা।
ছবিতে অভিনয় করার আগে বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে সারা অর্জুনকে। ২০১১ সালে তামিল ছবি ‘দেইভা থিরুমঙ্গলম’ থেকে অভিনয়ের সফর শুরু। মাত্র ছয় বছর বয়সে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই বছরই হিন্দি ছবি ‘৪০৪’-এ অভিনয় করেছিলেন দক্ষিণি অভিনেত্রী।
আরও পড়ুনজন্মদিনে ‘ধুরন্ধর’ হয়ে চমকে দিলেন রণবীর০৬ জুলাই ২০২৫২০১৩ সালে ‘এক থি ডায়েন’ ছবিতে ইমরান হাশমির বোনের চরিত্রে অভিনয় করেছিলেন সারা। এরপর সালমানের ‘জয় হো’ ছবিতেও একটি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ‘পোনইন সেলভান’ ছবিতে ঐশ্বরিয়া রাইয়ের কিশোরীবেলার অভিনয় করেছিলেন সারা।
এবার ‘ধুরন্ধর’ ছবিতে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে সারাকে। তবে তাঁর চরিত্রটি ঠিক কেমন ও কতটা গুরুত্বপূর্ণ, তা এখনো জানা যায়নি। ছবিটি চলতি বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা। ছবির পরিচালক আদিত্য ধর।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চর ত র অর জ ন রণব র
এছাড়াও পড়ুন:
প্রেসক্লাবের নবনির্বাচিত প্যানেলের সাথে ইসলামী আন্দোলনের সৌজন্য সাক্ষাত
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে আজ এক প্রতিনিধি দল প্রেসক্লাবের নবনির্বাচিত প্যানেলের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
এসময় কার্যনির্বাহী কমিটির সভাপতি আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি সহ অন্যন্যদের সাথে কুশল বিনিময় করেন নেতৃবৃন্দ।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। আপনারা কলমসৈনিক। আপনাদের সঠিক নিউজের মাধ্যমে জাতি উপকৃত হবে এই প্রত্যাশা করি। তাছাড়াও আগামী নির্বাচনে আপনাদের সঠিক তথ্য ও সংবাদের মাধ্যমে আমরা উপকৃত হবো বলে আশাবাদী।
ইসলামী আন্দোলনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল, সমাজকল্যাণ সম্পাদক মুহা. শফিকুল ইসলাম প্রমুখ।