নারায়ণগঞ্জে অপহরণের ৭ দিনেরও স্কুলছাত্রী উদ্ধার হয়নি
Published: 10th, July 2025 GMT
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাইসটেকি এলাকা থেকে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠেছে একই এলাকার কয়েক বখাটের বিরুদ্ধে। এ বিষয়ে স্কুলছাত্রীর বাবা সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করার সাত দিন পার হলেও তাকে উদ্ধার করা যায়নি।
এলাকাবাসী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাদীপুর ইউনিয়নের সাদীপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী শারমিনকে (১৫) স্কুলে আসা-যাওয়ার পথে একই এলাকার রমজান মিয়া উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান হয়। স্থানীয়রা রমজান মিয়া x তার সহযোগীদের ডেকে শাসিয়ে দেন। এর জের ধরে গত ৩ জুলাই স্কুলছাত্রী প্রতিদিনের মতো সকাল ৯টায় বাসা থেকে বের হয়ে স্কুলে যাওয়ার জন্য বাইসটেকি বাছেদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার পৌঁছলে রমজান আলী, তার সহযোগী মমতু মিয়া, শাহ আলম মিয়া, শাহপরান মিয়া সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।
ওই ছাত্রীর বাবা বলেন, ‘‘কতদিন হয়ে গেল মেয়ের খোঁজ পাচ্ছি না। আমার নাবালক মেয়েকে আমি ফেরত চাই। আমি ন্যায় বিচার চাই।’’
আরো পড়ুন:
শতভাগ পাস ৯৮৪ শিক্ষাপ্রতিষ্ঠানে, ফেল ১৩৪
সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে
এ অভিযোগের তদন্ত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন জানান, আসামিদের গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, স্কুলছাত্রীকে অপহরণ করার বিষয়ে লিখিত অভিযোগ রয়েছে। ভিকটিমকে উদ্ধার ও জড়িত আসামিদের গ্রেপ্তার করার জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে। অল্প সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
ঢাকা/রুবেল/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীর দায়িত্ব গ্রহণ
নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
২৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। তাঁর বাড়ি কুমিল্লায়। কর্মজীবনে তিনি উখিয়া সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন।
পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র্যাব ও পিবিআই-এ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া পিবিআই নোয়াখালী জেলার পুলিশ সুপার এবং সর্বশেষ পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি নারায়ণগঞ্জে যোগ দিলেন।
উল্লেখ্য. গত বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ৬৪ জেলায় লটারির মাধ্যমে নতুন এসপি নিয়োগ দেওয়া হয়।