নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাইসটেকি এলাকা থেকে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠেছে একই এলাকার কয়েক বখাটের বিরুদ্ধে। এ বিষয়ে স্কুলছাত্রীর বাবা সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করার সাত দিন পার হলেও তাকে উদ্ধার করা যায়নি। 

এলাকাবাসী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাদীপুর ইউনিয়নের সাদীপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী শারমিনকে (১৫)  স্কুলে আসা-যাওয়ার পথে একই এলাকার রমজান মিয়া উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান হয়। স্থানীয়রা রমজান মিয়া x তার সহযোগীদের ডেকে শাসিয়ে দেন। এর জের ধরে গত ৩ জুলাই স্কুলছাত্রী প্রতিদিনের মতো সকাল ৯টায় বাসা থেকে বের হয়ে স্কুলে যাওয়ার জন্য বাইসটেকি বাছেদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার পৌঁছলে রমজান আলী, তার সহযোগী মমতু মিয়া, শাহ আলম মিয়া, শাহপরান মিয়া সিএনজি অটোরিকশায়  তুলে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।

ওই ছাত্রীর বাবা বলেন, ‘‘কতদিন হয়ে গেল মেয়ের খোঁজ পাচ্ছি না। আমার নাবালক মেয়েকে আমি ফেরত চাই। আমি ন্যায় বিচার চাই।’’ 

আরো পড়ুন:

শতভাগ পাস ৯৮৪ শিক্ষাপ্রতিষ্ঠানে, ফেল ১৩৪

সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

এ অভিযোগের তদন্ত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন জানান, আসামিদের গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। 

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, স্কুলছাত্রীকে অপহরণ করার বিষয়ে লিখিত অভিযোগ রয়েছে। ভিকটিমকে উদ্ধার ও জড়িত আসামিদের গ্রেপ্তার করার জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে। অল্প সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে মনে করেন তিনি। 

ঢাকা/রুবেল/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কাইকারটেক সেতু-সংলগ্ন ডোবা থেকে সায়মা (২২) নামের এক তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে স্থানীয়রা ডোবায় একটি বস্তা দেখতে পান। তারা বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানান।

আরো পড়ুন:

মানিকগঞ্জে ৫ লাশ উদ্ধার 

কক্সবাজারে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

পুলিশ সেখানে গিয়ে বস্তাবন্দি লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই তরুণীকে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে বস্তায় ভরে ডোবায় ফেলে দেয়। নিহত তরুণীর নাম সায়মা। তিনি স্থানীয় কলাপাতা বার্গার নামের একটি রেস্তোরাঁয় চাকরি করতেন। 

স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে কয়েকজন মিলে ডোবার পাশে গিয়ে বস্তাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান খাঁন বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে বিস্তারিত জানা যাবে।

ঢাকা/অনিক/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • ৩১ দফা বাস্তবায়নে বন্দর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ 
  • ব্যবসায়ীর কাছে কিশোরগ্যাংয় লিডার রাকিবের চাঁদা দাবির অভিযোগ 
  • জামতলায় গৃহবধূর গলায় ধারালো অস্ত্র ধরে ছিনতাই
  • সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
  • ২৩নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও লিফলেট বিতরণ
  • ঐক্যবদ্ধভাবে কাজ করেই ধানের শীষের বিজয় নিশ্চিত করবো : মামুন মাহমুদ
  • নারায়ণগঞ্জের লুবনা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার নামে মামলা
  • নারায়ণগঞ্জের এনসিপি নেত্রী লুবনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
  • ‎কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারলে দেশের বাইরে অবস্থান তৈরি করতে পারবেন : ডিসি জাহিদুল
  • সোনারগাঁয়ে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার