সরকার বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) আরও প্রায় পাঁচ হাজার জনবল নিয়োগের আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, বিজিবিতে বর্তমানে প্রায় ৫৭ হাজার সদস্য রয়েছে। তারা প্রতিনিয়ত ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করছেন। উখিয়াতে একটি ব্যাটালিয়ন হয়েছে। আগামীতেও বিভিন্ন জায়গায় ব্যাটালিয়ন স্থাপনের পরিকল্পনা রয়েছে। জনবল সংকট মেটাতে আগামীতে পাঁচ হাজারের কম বা বেশি জনবল অন্তর্ভুক্ত করার বিষয়ে বর্তমান সরকার আমাদের আশ্বস্ত করেছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বায়তুল ইজ্জতস্থ বিজিবির প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অপর এক প্রশ্নে মহাপরিচালক বলেন, সীমান্তে প্রতিনিয়ত পুশব্যাক বা পুশইন হচ্ছে। মাঝেমাঝে হয়তো দুয়েকটা দিন বন্ধ থাকছে। তবে পুরো প্রক্রিয়াটি এখনো বন্ধ হয়নি। এ বিষয়ে বিএসএফকে জানানোর পাশাপাশি আমাদের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়েও জানানো হয়েছে। এছাড়া ভারতীয় দূতাবাসের হাই কমিশনারকেও অবগত করা হয়েছে। পুশইনের শিকার হয়ে যারা বাংলাদেশে আসছে তাদের বেশিরভাগই বাংলাদেশি। শুধু তাই নয়; কিছু ভারতীয় নাগরিক ও রোহিঙ্গাদেরও জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। শুরু থেকে আমরা এর কড়া প্রতিবাদ করে আসছি।

নবীন সৈনিকদের কোন অবস্থাতেই প্রতিপক্ষ সীমান্তরক্ষী বাহিনীর নিকট পিঠ প্রদর্শন না করার আহ্বান জানিয়ে মহাপরিচালক বলেন, দেশমাতৃকার অখণ্ডতা রক্ষায় নবীন সৈনিকরা জীবন দিবে, তবু এক ইঞ্চি মাটি হাতছাড়া হতে দিবে না। কখনো হতাশ ও নিরাশ করবে না দেশবাসীকে।

বক্তব্যের শুরুতে প্রধান অতিথি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বিজিবির ৮১৭ জন অকুতোভয় বীর শহীদদের স্মরণ করেন। এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ সকল ছাত্র-জনতাকে শ্রদ্ধাভরে স্মরণ ও আহতদের আশু আরোগ্য কামনা করেন।

কুচকাওয়াজে প্যারেড কমান্ডার ছিলেন মেজর মোহাম্মদ ফজলে রাব্বি। এবারের ব্যাচের সেরা রিক্রুট নির্বাচিত হন সাইফ মিয়া। অনুষ্ঠানে বিজিবি'র উর্ধ্বতন কর্মকতা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বেসামরিক প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১০৩তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ চলতি বছরের ২৬ জানুয়ারি শুরু হয়। দীর্ঘ ২৪ সপ্তাহের প্রশিক্ষণ শেষে ৬৫৮ পুরুষ ও ৩৬ জন নারীসহ ৬৯৪ জন রিক্রুট সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে সৈনিক জীবনে পদার্পণ করেন। সব শেষে বিজিবি’র প্রশিক্ষিত সদস্যদের অংশগ্রহণে আকর্ষণীয় ট্রিক ড্রিল এবং বিজিবি’র সুসজ্জিত বাদক দল কর্তৃক মনোজ্ঞ ব্যান্ড ডিসপ্লে প্রদর্শন করা হয়।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: অফিস সহকারী কাম হিসাব সহকারী
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি (ব্যবসায় শিক্ষা)/সমমান পাস। এইচএসসি (ব্যবসায় শিক্ষা)/ সমমানসহ ৬ মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবেন।
বয়স: ২৭ জুলাই তারিখে অনূর্ধ্ব ৩৫ বছর (সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়স সীমা শিথিলযোগ্য)।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

২. পদের নাম: নিরাপত্তাকর্মী
পদসংখ্যা: ১
যোগ্যতা: জেএসসি/জেডিসি/সমমান পাস
বয়স: ২৭ জুলাই তারিখে অনূর্ধ্ব ৩৫ বছর (সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়স সীমা শিথিলযোগ্য)।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)

৩. পদের নাম: আয়া
পদসংখ্যা: ১
যোগ্যতা: জেএসসি/জেডিসি/সমমান পাস
বয়স: ২৭ জুলাই তারিখে অনূর্ধ্ব ৩৫ বছর (সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়স সীমা শিথিলযোগ্য)।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)

অন্যান্য সুবিধা
প্রতিষ্ঠানের নিজস্ব বিধি মোতাবেক বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, নগর ভাতা, উৎসব ভাতা, বিশেষ ভাতা এবং চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

যেভাবে আবেদন
প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। আবেদনের সময় প্রার্থীর প্রয়োজনীয় তথ্যসহ রঙিন ছবি ও স্বাক্ষরের স্ক্যানকপি নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইনে আবেদনের পর আবেদনপত্রের অনলাইন কপিসহ সব শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র ও সংশ্লিষ্ট কাগজপত্রের সত্যায়িত ফটোকপি এবং দুই কপি রঙিন ছবি আগামী ৩ আগস্টের মধ্যে সরাসরি/ডাকযোগে অত্র প্রতিষ্ঠানে পৌঁছাতে হবে।

আবেদন ফি
আবেদন ফি অনলাইন চার্জবাদে ১ নম্বর পদের জন্য ৩০০ টাকা এবং ২ ও ৩ নম্বর পদের জন্য ১০০ টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

আবেদনের সময়সীমা
২৭ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

সম্পর্কিত নিবন্ধ

  • সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
  • বিনামূল্যের ওষুধ পান না রোগী
  • ডিএইয়ের সংযুক্তি আদেশ বাতিল, মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণে গতি ফেরার আশা