রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আজ শনিবার বেলা একটার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী সমাজ’ ব্যানারে এই বিক্ষোভ হয়। দুপুর ১২টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছে। ইডেন কলেজ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেন।

বিক্ষোভ চলাকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘কণ্ঠে আবার লাগা জোর, চাঁদাবাজের কবর খোঁড়, ‘চাঁদাবাজ চাঁদা তোলে, ইন্টেরিম কি করে?’, ‘চব্বিশের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘কে দিলোরে জানোয়ার মানুষ মারার অধিকার’ বলে স্লোগান দেন।

হত্যার প্রতিবাদ জানিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগের দশম সেমিস্টারের শিক্ষার্থী ফারাবি জিসান বলেন, ‘মিটফোর্ডের সামনে চাঁদাবাজির কারণে একজন মানুষকে পাথর দিয়ে থেঁতলে নৃশংসভাবে মেরে ফেলেছে যুবদল, ছাত্রদলের নেতা কর্মীরা। অথচ দল দায় না নিয়ে তাদের শুধুই বহিষ্কার করেছে। আমরা বলতে চাই এখানে অবশ্যই দলীয় পরিচয় ব্যবহার করে মেরে ফেলা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। যেই ছাত্র সংগঠন থেঁতলে মানুষ মারতে পারে সেই সংগঠন কোনো ক্যাম্পাসে রাজনীতি করতে পারে না। তাই ছাত্রদল হোক বা শিবির ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কোনো দলের কমিটি থাকতে পারবে না। আজকের মধ্যেই ছাত্রদলের কমিটি প্রত্যাহার করতে হবে।’

সারা দেশে চাঁদাবাজি, হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বেলা একটায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির গেটের সামনে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী টোকন গ্রেপ্তার   

বন্দরে ১০০ গ্রাম গাঁজাসহ নূর মোহাম্মদ টোকন (৩৫)  নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদ টোকন বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে।

গাঁজা উদ্ধারের ঘটনায় বন্দর থানার এসআই ফারুক হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৪(৭)২৫।

গ্রেপ্তারকৃতকে শনিবার (১২ জুলাই) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শনিবার (১২ জুলাই) সকাল ৯টায় বন্দর থানার দক্ষিণ লক্ষনখোলা দুইতলা জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ ।

এলাকাবাসী ও পুলিশের তথ্য সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদ টোকন দীর্ঘ দিন ধরে দক্ষিন লক্ষনখোলা এলাকাসহ এর আশেপাশে এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। 
 

সম্পর্কিত নিবন্ধ