ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর এখন পুরোপুরি নিজেকে সন্তানদের মানুষ করার সংগ্রামে নিয়োজিত রেখেছেন তিনি। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে ছেলে এবং দত্তক নেওয়া মেয়েকে নিয়েই তার সংসার। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুঞ্জন ছড়িয়েছে—পরীমণি নাকি তার মেয়েকে আর দেখাশোনা করছেন না! এই প্রসঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী। হেটার্সদের উদ্দেশে রীতিমতো কড়া ভাষায় জবাব দিয়েছেন এক ফেসবুক রিলস ভিডিওর মাধ্যমে। 

পরীমণি বলেন, “খেয়াল করে দেখবেন, আমাদের সবার জীবনের আনাচে-কানাচে অতি উৎসাহী লোকদের অভাব নেই। তাদের জীবনের সমস্ত অভাব পূরণ হয় অন্যের জীবন নিয়ে চর্চা করে।” 

আরো পড়ুন:

বিমান দুর্ঘটনার ভিডিও দেখে পরীমণির প্যানিক অ্যাটাক

সোশ্যাল কম্পিটিশনের মধ্যে বাচ্চাদের নিয়ে মাইতেন না: পরীমণি

ব্যক্তিজীবন অন্যদের মতোই সাধারণ। তা জানিয়ে পরীমণি বলেন, “আমরা যারা শোবিজ অঙ্গনে কাজ করি, আমাদের ব্যক্তিজীবনও সাধারণ মানুষের মতোই। আমার তো একদমই তাই। ঘরের মধ্যে আমি চুলে তেল মেখে আরাম করে ঘরের কাজ করি। বাচ্চাদের খাবার নিজের হাতে রান্না করি (যদি অসুস্থ না থাকি বা শুটিং না থাকে)। তাদের যাবতীয় কাজও আমি নিজেই করি।” 

অন্য মানুষের আচরণের বর্ণনা দিয়ে পরীমণি বলেন, “কিছুদিন ধরে খেয়াল করছি, কিছু অবাঞ্ছিত মানুষ আমার মেয়েকে নিয়ে খুব চিন্তিত। কেউ কেউ পোস্ট করছে আমাকে ট্যাগ করে, কেউ কমেন্ট করছে—‘আপনার দত্তক মেয়েকে তো দেখি না আর!’ কই সেই দত্তক মেয়ে? এরকম নানা প্রশ্ন!” 

ক্ষুব্ধ পরীমণি বলেন, “ভাই, প্রথমত মেয়েটা আমার মেয়ে। কথায় কথায় ‘দত্তক’, ‘দত্তক’ বলে মজা পায় কারা জানি না। আমার মেয়ের ছবি দিলেই কিছু মাথামোটা লোকজন কনটেন্ট পেয়ে যায়, দত্তক শব্দ দিয়ে ক্যাপশন বানিয়ে ভিউ ব্যবসা শুরু করে। কিন্তু আমার মেয়ে কোনো বিজনেস এলিমেন্ট না। এটা ভালো মতো বুঝে নেন।” 

পরীমণির পরিষ্কারভাবে জানিয়েছেন—তার সন্তানদের ছবি প্রকাশ করবেন কি না, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। তার ভাষায়, “আমার ইচ্ছে হলে আমি আমার বাচ্চাদের ছবি দেব, না ইচ্ছে হলে দেব না। এটা নিয়ে কারো কিছু বলার থাকতে পারে না।” 

উল্লেখ্য, কিছুদিন আগে দেশে ঘটে যাওয়া একটি বিমান দুর্ঘটনার মর্মান্তিক দৃশ্য দেখে প্যানিক অ্যাটাকের শিকার হন পরীমণি। এতে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। সেই ধাক্কা সামলে ধীরে ধীরে আবারো স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর মন চলচ চ ত র আম র ম য়

এছাড়াও পড়ুন:

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ

নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আজ বৃহস্পতিবার বিকেলে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বিশাখাপত্তনমে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে গড়িয়েছে ম্যাচটি। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচে বাংলাদেশ দুটি পরিবর্তন এনেছে। অস্ট্রেলিয়াও তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে।

আরো পড়ুন:

নাঈমকে বাদ দিয়ে সৌম‌্যকে ফেরাল বিসিবি, নতুন মুখ মাহিদুল

বিশ্বকাপের আরো এক ম্যাচ বৃষ্টির পেটে

টস জিতে জ্যোতি বলেন, “আজ আমাদের মূল লক্ষ্য হলো বোর্ডে ভালো একটা স্কোর দাঁড় করানো। আগের ম্যাচে আমরা কমপক্ষে ৩০–৪০ রান কম করেছি। আজ দলে দুটি পরিবর্তন এনেছি ফারিহা তৃষ্ণা ও নিশিতা আখতার ফিরেছেন একাদশে। আমাদের বোলিং ইউনিটটা খুবই শক্তিশালী। আগের ম্যাচে নাহিদা আক্তার চোট পেয়েছে, ওর কিছুটা সময় লাগবে সেরে উঠতে। আগের ম্যাচের পর মানসিকভাবে সামলে ওঠা কঠিন ছিল, কিন্তু কোনো অজুহাত দিতে চাই না। আমরা চাই খেলা উপভোগ করতে, নিজেদের শতভাগ উজাড় করে দিতে।”

অ্যালিসা হিলি বলেন, “আমিও আসলে টস জিতলে ব্যাটিংই নিতে চেয়েছিলাম। আজ বাতাসটা মনোরম, সূর্যের আলোও ভালো—মেয়েরা খেলতে উপভোগ করবে নিশ্চয়ই। ২০১১ সালে এই মাঠটা ছিল আমার প্রিয় জায়গা, তাই এখানে খেলতে ফিরতে পেরে ভালো লাগছে। নতুন প্রতিপক্ষ, নতুন চ্যালেঞ্জ। দলে দুটি পরিবর্তন এনেছি- ডার্সি ব্রাউন ফিরেছে কিম গার্থের জায়গায়, আর জর্জিয়া ওয়ারহ্যাম খেলছে সোফি মোলিনিউক্সের জায়গায়। ইন্দোরে টানা দুইটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, তাই সবাইকে সতেজ রাখতে চাই। ব্রাউনকে সুযোগ দেওয়া হয়েছে, ও কীভাবে শুরু করে সেটা দেখার জন্য মুখিয়ে আছি।”

বাংলাদেশ একাদশ:
রুবিয়া হায়দার, ফারজানা হক, শারমিন আখতার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), সোবহানা মোস্তারি, শর্না আখতার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, রিতু মনি, নিশিতা আখতার নিশি ও ফারিহা তৃষ্ণা।

অস্ট্রেলিয়া একাদশ:
অ্যালিসা হিলি (অধিনায়ক ও উইকেটকিপার), ফিবি লিচফিল্ড, এলিস পেরি, বেথ মুনি, আনাবেল সাদারল্যান্ড, অ্যাশলি গার্ডনার, তাহলিয়া ম্যাকগ্রা, জর্জিয়া ওয়ারহ্যাম, ডার্সি ব্রাউন, আলানা কিং ও মেগান শাট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ