Risingbd:
2025-08-06@09:04:34 GMT

চৌত্রিশে থেমে গেল নায়কের জীবন

Published: 6th, August 2025 GMT

চৌত্রিশে থেমে গেল নায়কের জীবন

কন্নড় সিনেমার অভিনেতা সন্তোষ বলরাজ মারা গেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৩৪ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।  

দ্য উইক এক প্রতিবেদনে জানিয়েছে, জন্ডিস হয়েছিল সন্তোষের। ফলে তার যকৃত ও কিডনির সমস্যাতে দেখা দেয়। গত মাসে হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

প্রযোজক অনেকল বলরাজের পুত্র সন্তোষ বলরাজ। ২০২২ সালে এক সড়ক দুর্ঘটনায় মারা যান এই নায়কের বাবা। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন সন্তোষ। বাবার মৃত্যুর পর মাকে নিয়েই তার সংসার ছিল। 

আরো পড়ুন:

প্রেম করছেন ধানুশ-ম্রুণাল?

কমেডিয়ান মদন মারা গেছেন

সন্তোষের অভিনয়জীবন তার বাবা নিবিড়ভাবে জড়িত। অনেকল বলরাজ ছিলেন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। ছেলের ক্যারিয়ার গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২০০৯ সালে অ্যাকশন-ড্রামা ঘরানার ‘কেম্পা’ সিনেমা দিয়ে রুপালি জগতে অভিষেক ঘটে তার। কন্নড় ভাষার এই সিনেমা গ্রামীণ সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত হয়। 

২০১৫ সালে মুক্তি পায় সন্তোষ অভিনীত ‘গনপা’ সিনেমা। এ সিনেমা মুক্তির পর তাকে আরো জনপ্রিয়তা এনে দেয়। এতে সাহসী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। তার অভিনীত অন্যান্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে— ‘ওলাভিনা ওলে’, ‘জন্ম’ প্রভৃতি

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আধ ঘণ্টা পর সায়েন্স ল্যাব মোড় থেকে সরলেন শিক্ষার্থীরা

রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। প্রায় আধ ঘণ্টা এই অবরোধ চলে।

আজ বুধবার বেলা পৌনে একটার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এতে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধকারী শিক্ষার্থীরা সাত কলেজের বলে জানা গেছে।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শিক্ষার্থীরা সংবাদ ব্রিফিং করার পর সড়ক ছাড়েন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

সম্পর্কিত নিবন্ধ