মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দুই রাউন্ড গুলিসহ একটি চাইনিজ রিভলভার উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আরুয়া ইউনিয়নের দরিকান্দি খালপাড় মসজিদের বাঁশঝাড় থেকে রিভলভারটি উদ্ধার করা হয়। শিবালয় থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। 

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আজম বলেন, “সেনাবাহিনীর দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় চায়না রিভলভারটি উদ্ধার করে। এসময় রিভলবারের সাথে সাদা কাপড়ে প্যাঁচানো দুই রাউন্ড গুলিও পাওয়া যায়।”

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, উদ্ধারকৃত রিভলভারের গায়ে ইংরেজিতে ‘MADE IN CHAINA’ লেখা আছে। যার বাট হতে ব্যারেল পর্যন্ত দৈর্ঘ্য ১৭ সে.

মি.। সচল সোনালী ও ধূসর বর্ণের রিভলভারটিতে ব্যারেল, ট্রিগার, ফায়ারিং পিন সংযুক্ত আছে। যার প্রতিটির ক্যাপের পিছনে ইংরেজিতে 'E' লেখা আছে। 

ওসি আরো বলেন, “অস্ত্রটি শিবালয় থানা পুলিশ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে হেফাজতে নিয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।”

ঢাকা/চন্দন/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ভলভ র

এছাড়াও পড়ুন:

লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিন যুবকের মধ্যে দুজন ভাই। তাঁরা হলেন পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মনির হোসেনের ছেলে আহম্মদ ফারুক ও আহম্মদ আল আরেফিন। গ্রেপ্তার অপরজন হলেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বাঞ্ছানগর এলাকার তোফায়েল আহম্মদের ছেলে আহসান আহম্মেদ।

পুলিশ জানায়, অভিযানে ওই বাসা থেকে ২টি এলজি, ৩টি রামদা, ৫টি চাকু, ১টি পিস্তলের ম্যাগাজিন, ২দুটি গুলি, ৮৩টি ইয়াবা বড়ি, সেনাবাহিনীর ইউনিফর্ম ও ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া ৪টি খাতা উদ্ধার করা হয়েছে। এসব খাতায় মাদক ব্যবসার হিসাব রাখা হতো।

জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক সোহেল রানা বাদী হয়ে মামলা করেছেন। অভিযানে আটক তিনজনকে মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ