Risingbd:
2025-10-03@04:00:38 GMT

‘আন্ধার’-এ সিয়ামের সঙ্গী তুষি

Published: 13th, August 2025 GMT

‘আন্ধার’-এ সিয়ামের সঙ্গী তুষি

থ্রিলার, রোমান্স ও অ্যাকশন সিনেমার সাফল্যের পর হরর ঘরানার নতুন গল্প নিয়ে আসছেন নির্মাতা রায়হান রাফি। তার নতুন চলচ্চিত্র ‘আন্ধার’-এ নায়ক হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ।

একটি সূত্র জানিয়েছে, সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। তবে এতদিন সিনেমার নায়িকা নিয়ে ছিল গোপনীয়তা। অবশেষে নিশ্চিত হওয়া গেছে—নায়িকা হচ্ছেন নাজিফা তুষি। বড় পর্দায় এই প্রথম সিয়াম-তুষি জুটিকে দর্শক দেখতে পাবেন। 

ইতোমধ্যে তুষিকে চূড়ান্ত করা হয়েছে। তিনি এর আগে ‘আইসক্রিম’ ও ‘হাওয়া’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা পান। এছাড়া ওটিটিতে ‘ডার্ক সাইড অব ঢাকা’, ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘সিন্ডিকেট’-এ তার অভিনয় প্রশংসিত হয়েছে। 

আরো পড়ুন:

গায়ক আতিফ আসলামের বাবা মারা গেছেন

কানাডার আন্তর্জাতিক উৎসবে ‘নয়া মানুষ’

‘আন্ধার’ প্রসঙ্গে নাজিফা তুষি বলেন, “আর্টিস্ট চাইলেই সবকিছু বলতে পারেন না, আমাদের অনেক নিয়মের ভেতর থাকতে হয়। আপাতত কিছু বলতে পারব না। যা বলার, টিম এবং পরিচালকই বলবেন।” 

সিয়ামের সঙ্গে রায়হান রাফির আগের কাজের তালিকায় আছে ‘পোড়ামন ২’, ‘দামাল’ ও ওয়েব ফিল্ম ‘টান’। অন্যদিকে, রাফির পরিচালনায় ‘ডার্ক সাইড অব ঢাকা’ ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন তুষি। 

‘আন্ধার’-এর গল্প লিখেছেন সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন, অর্থহীন ব্যান্ড), শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে শুরু হবে শুটিং। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুই ঈদ এড়িয়ে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। বর্তমানে চলছে প্রি-প্রোডাকশনের কাজ।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি

উপকরণ

ময়দা: ২ চামচ

আটা: দেড় চামচ

চিনি: ১ চা-চামচ

ঘি: ১ চা-চামচ

তেল: ১ চা-চামচ।

প্রণালি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।

আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ