সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা থানা কমিটি গঠন ও পরিচিত সভা অনুষ্ঠিত
Published: 13th, August 2025 GMT
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন এর সিদ্ধিরগঞ্জ- ফতুল্লা থানা কমিটি গঠন ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আগষ্ট দুপুরে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডস্থ তাজমহল চাইনিজ রেষ্টুরেন্টে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন এর সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা থানা নব গঠিত কমিটির সভাপতি ডাঃ ফরহাদ হাসান চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা কমিটির সভাপতি ডাঃ মজিবুর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ ফারুকুল ইসলাম ও নারায়নগঞ্জ জেলা কমিটির সিনিয়ির সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান।
এর আগে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন এর সিদ্ধিরগঞ্জ- ফতুল্লা থানা ২৩ সদস্য বিশিষ্ঠ কার্যকরী নব গঠিত কমিটি গঠন করা হয়।
সভাপতি ডাঃ ফরহাদ হাসান চৌধুরী (আলীফ জেনারেল হাসপাতাল), সিনিয়র সহ- সভাপতি ডাঃ এ.
সহ-সভাপতি নাছির উদ্দিন মোল্লা (আল আক্ধসঢ়;সা ল্যাব এন্ড ডক্টর চেম্বার), সহ- সভাপতি হাজী মোঃ কবির হোসেন (সুগন্ধা হাসপাতাল (প্রাঃ) লিঃ), সহ-সভাপতি মাহমুদা সুলতানা আসমা (বাংলাদেশ নবজাতক হসপিটাল), সাধারণ সম্পাদক এম এম হাসান (মহানগর মেডিকেল সেন্টার), যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম (রাকিব) (মুন ডায়াগনষ্টিক সেন্টার),
সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুদ্দিন (মেডিস্ক্যান হাসপাতল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার), সহ-সাংগঠনিক সম্পাদক হাজী এইচ এম মোস্তাফিজুর রহমান (সমতা মেডিকেল সার্ভিসেস),কোষাধ্যক্ষ মোঃ মাছিহুর রহমান (কাউছার) (জান্নাত মেডিকেল সার্ভিসেস),
প্রচার সম্পাদক মোঃ মাসুদ শেখ (মা হসপিটাল এন্ড ল্যাব), দপ্তর সম্পাদক মোঃ আলী আহম্মেদ (নিউ পপুলার ডায়াগনষ্টিক সেন্টার), সদস্য অধ্যাপক ডাঃ মুহাঃ দাহারুল ইসলাম (ইষ্ট ভিউ হাসপাতাল এন্ড ল্যাব), সদস্য ডাঃ হাসনা আক্তার (ট্রাষ্ট হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার),
সদস্য মোঃ রফিকুল ইসলাম লিটন কেয়ার (ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হসপিটাল), সদস্য মোঃ সোহেল আহমেদ (নিউ মডার্ন হেলথ কেয়ার এন্ড ডায়াগনষ্টিক সেন্টার), সদস্য মিসেস মরিয়ম (ভোলাইল জেনারেল হাসপাতাল এন্ড ল্যাব),
সদস্য মোঃ ওমর ফারুক খান (গ্রীন ডেলটা হাসপাতাল এন্ড ল্যাব), সদস্য মিলন হাওলাদার (এডভান্স কেয়ার স্পেলাইজড হসপিটাল), মহিম রহমান পবন (আলিফ ডক্টর চেম্বার এন্ড ডায়াগনষ্টিক সেন্টার), সদস্য শামীমা আক্তার সেতু (সেতু জেনারেল হাসপাতাল এন্ড মেডিকেল সার্ভিসেস), সদস্য আবুল বাসার (হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার)।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ল এন ড ল য ব স দ ধ রগঞ জ কম ট র স র রহম ন সদস য ম ল ইসল ম হসপ ট ল
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে