লা লিগার নতুন মৌসুমে দুর্দান্ত জয় দিয়ে যাত্রা শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। শনিবার (১৬ আগস্ট) রাতে মায়োর্কাকে ৩-০ গোলে হারাল কাতালান ক্লাবটি। তবে এই জয়ের পরও সন্তুষ্ট হতে পারলেন না কোচ হান্সি ফ্লিক।

ম্যাচের শুরু থেকেই মায়োর্কা বিপাকে পড়ে। সপ্তম মিনিটেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া প্রথম গোল করেন। এরপর ২৩ মিনিটে ফেরান তোরেস ব্যবধান দ্বিগুণ করেন। তবে বিরতির আগেই ম্যাচের মোড় ঘুরে যায়। ৩৩তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মায়োর্কার মানু মোরলানেস। এরপর ৩৯তম মিনিটে সরাসরি লাল কার্ড পান কসোভোর ফরোয়ার্ড ভেদাত মুরিচি। ফলে প্রথমার্ধেই ৯ জনের দলে পরিণত হয় মায়োর্কা।

লা লিগার ১০৯ বছরের ইতিহাসে প্রথমার্ধে দ্বিতীয়বারের মতো দুটি লাল কার্ড দেখে মায়োর্কা, আর কাকতালীয়ভাবে প্রতিপক্ষ তখনও বার্সেলোনাই।

আরো পড়ুন:

লা লিগার সূচি প্রকাশ, বার্সা-রিয়াল এল ক্লাসিকো কবে?

২০৩১ সাল পর্যন্ত বার্সায় ইয়ামাল, হলেন সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড়

দুই খেলোয়াড় কম থাকা মায়োর্কার বিপক্ষে বার্সার গোলের বন্যা আশা করেছিলেন সমর্থকরা। কিন্তু তা হয়নি। শেষ পর্যন্ত যোগ করা সময়ে (৯৪তম মিনিটে) লামিনে ইয়ামাল তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন।

এদিকে নতুন সাইনিং মার্কাস রাশফোর্ডও এই ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হয়ে নামেন। তবে অভিষেক ম্যাচে গোল পাননি ইংলিশ ফরোয়ার্ড।

ম্যাচ শেষে কোচ হান্সি ফ্লিক বলেন, “তিনটি পয়েন্ট গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের খেলার ধরণ মোটেও ভালো লাগেনি। প্রতিপক্ষ ৯ জনে নেমে যাওয়ার পরও আমরা মাত্র ৫০ শতাংশ খেলতে পেরেছি। এর চেয়ে অনেক ভালো খেলার সামর্থ্য আমাদের ছিল।”

গত মৌসুমে লা লিগায় ১০২ গোল করা বার্সা প্রস্তুতি ম্যাচগুলোতেও দারুণ ফর্মে ছিল। তবে মৌসুমের প্রথম ম্যাচে প্রত্যাশিত আধিপত্য না দেখাতে খানিকটা হতাশই হয়ে পড়েছেন কাতালান কোচ। 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল প রথম

এছাড়াও পড়ুন:

চোট কাটিয়ে ফেরার পথে মেসি, মায়ামি ভক্তদের আশার আলো

ইন্টার মায়ামির ফরোয়ার্ড লিওনেল মেসির জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছে না। চোটের কারণে টানা দুই ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে আর্জেন্টাইন এই মহাতারকাকে। তবে এবার ভক্তদের জন্য সুখবর। অনুশীলনে ফিরেছেন তিনি। আর সেটাই তার দ্রুত মাঠে ফেরার ইঙ্গিত দিচ্ছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, রদ্রিগো দি পলসহ সতীর্থদের সঙ্গে অনুশীলন করছেন মেসি। পুরো মাঠজুড়ে সাবলীল দৌড় আর বলের নিয়ন্ত্রণ দেখে মনে হচ্ছে, খুব বেশি দেরি নেই তার প্রত্যাবর্তনের।

ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ রোববার (১৭ আগস্ট) এলএ গ্যালাক্সির বিপক্ষে, চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায়। এরপর দলটির সামনে ব্যস্ত সূচি। ২১ আগস্ট লিগস কাপের কোয়ার্টার ফাইনালে টাইগার্স ইউএএনএলের মুখোমুখি হবে তারা। আর ২৪ আগস্ট এমএলএসে খেলবে ডিসি ইউনাইটেডের বিপক্ষে। টাইগার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখেই মেসি শতভাগ ফিট হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরো পড়ুন:

নেই মেসি, হারল মায়ামি

ডি পল-সুয়ারেজে কোয়ার্টার ফাইনালে মেসিহীন মায়ামি

মেসি সর্বশেষ মাঠে নেমেছিলেন ৩ আগস্ট, নেকাক্সার বিপক্ষে লিগস কাপ ম্যাচে। শুরুতেই দুর্দান্ত এক আক্রমণে যাওয়া সত্ত্বেও প্রতিপক্ষের ট্যাকলে চোট পান তিনি এবং মাত্র ১১ মিনিটেই মাঠ ছাড়তে হয়। এরপর পুমাস উনাম ও অরলান্ডো সিটির বিপক্ষে খেলতে পারেননি। মেসিকে ছাড়া ওই দুই ম্যাচে মায়ামি একটিতে জয় ও একটিতে হেরেছে।

বর্তমানে ২৩ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের ছয় নম্বরে রয়েছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৫১। আর মাঝের দলগুলোর ব্যবধানও খুব বেশি নয়। তাই আসন্ন ম্যাচগুলোতে মেসির প্রত্যাবর্তন দলকে পয়েন্ট তালিকায় আরও ওপরে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ফেসবুকে, শিক্ষক গ্রেপ্তার
  • সোনাগাজীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা, দুই ভাই গ্রেপ্তার
  • অনলাইনে আবেদন করেই পূবালী ব্যাংকের আবাসন ঋণ পাবেন, কী কী লাগবে
  • আলাস্কা শীর্ষ বৈঠক: ট্রাম্পের হার-জিত না হলেও বড় জয় পুতিনের
  • শেষ ৫৩ রানের ৪৮-ই ম্যাক্সওয়েলের, ২ উইকেটের জয়ে সিরিজ অস্ট্রেলিয়ার
  • ভিডিওতে দেখা যাচ্ছে খুনিদের, তবু ধরছে না পুলিশ—ক্ষোভ রূপলালের স্ত্রীর
  • সিপিএলের প্রথম ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, হারে শুরু অ্যান্টি
  • সম্পর্ক অস্বীকার, ‘বাচ্চা চোর’ অপবাদ দিয়ে নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন
  • চোট কাটিয়ে ফেরার পথে মেসি, মায়ামি ভক্তদের আশার আলো