জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় জুড়ে ফুটে উঠেছে উৎসবের আমেজ। রঙিন কাগজ, বেলুন আর রঙতুলির সাজে সেজে উঠেছে পুরো ক্যাম্পাস। সব আয়োজন ঘিরে মূল উদ্দেশ্য ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের (১৯তম ব্যাচ) বরণ করা।

এ আয়োজনের নেতৃত্ব দিয়েছে সদ্য সিনিয়র হওয়া ১৮তম ব্যাচের শিক্ষার্থীরা, যাদের প্রাণচাঞ্চল্যে ভরপুর হয়ে উঠেছে পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় ওরিয়েন্টেশনের মাধ্যমে বরণ করে নেওয়া হয় এ নবীন শিক্ষার্থীদের। এছাড়া প্রত্যেক বিভাগ থেকে পৃথকভাবে নানা আয়োজনে বরণ করে নেওয়া হয় তাদের।

আরো পড়ুন:

নবীনদের বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয়

শাবিতে লোকপ্রশাসনকে বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করার দাবি

সকাল ৯টা থেকেই নবীন শিক্ষার্থীদের আগমন শুরু হয়। চুরুলিয়া মঞ্চ, জয়ধ্বনি মঞ্চ, চক্রবাক ক্যাফেটেরিয়া, নজরুল ভাস্কর্যসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্পটে ছিল তাদের পদচারণা।

নবীন শিক্ষার্থী ফাহাদ বলেন, “প্রথমে খুব টেনশন হচ্ছিলো—এতো দূরে এসে কোথায় থাকব, কীভাবে মানিয়ে নেব। তবে সিনিয়র ভাইদের সহায়তায় সব সহজ হয়ে গেছে। পরিবার থেকে এই প্রথম দূরে থাকছি, শুরুতে অস্বস্তি লাগলেও ব্যাচমেটদের সঙ্গে পরিচয়ের পর অনেকটা স্বস্তি পেয়েছি। আমাদের ঘিরে এত আয়োজন দেখে সত্যিই ভালো লাগছে।”

শিক্ষার্থী সামিরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আজ জীবনের অন্যতম সুন্দর একটি দিন কাটাচ্ছি। আব্বু-আম্মু এসেছেন আমার সঙ্গে, তাই আনন্দটা আরো বেড়ে গেছে। কাঙ্ক্ষিত বিভাগে ভর্তি হতে পেরে আমি খুব খুশি। সিনিয়রদের ব্যবহারও অনেক বন্ধুত্বপূর্ণ। আশা করি এই ক্যাম্পাসে দারুণ সময় কাটাতে পারব।”

শুধু শিক্ষার্থী নয়, অভিভাবকদের মধ্যেও ছিলো আনন্দের ছোঁয়া। ঢাকা থেকে আসা এক অভিভাবক বলেন, “আজকের দিনটি আমার সন্তানের জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, ভবন আর গাছপালা সত্যিই সুন্দর। দোয়া করি—এখান থেকে ছেলে-মেয়েরা যেন ভালো ক্যারিয়ার গড়ে তুলতে পারে।”
 

ঢাকা/মুজিবুর/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর নব ন শ ক ষ র থ

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ