রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৫৯টি বিভাগ থেকে বিভিন্ন পদে লড়বেন শিক্ষার্থীরা।

এবার নির্বাচনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকেই লড়ছেন ২২ জন প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১২ জন এবং হল সংসদে ১০ জন। এছাড়া লড়ছেন ভিপি পদেও।

আরো পড়ুন:

রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উত্তাল রাতের ক্যাম্পাস

রাকসু-চাকসু নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিক্ষার্থীদের এই অংশগ্রহণ ইতিবাচক প্রভাব ফেলেছে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে। তাদের আশা প্রার্থীরা নির্বাচিত হবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। এছাড়া ভবিষ্যত নেতৃত্বে এটা বড় ভূমিকা রাকবে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে লড়ছেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে সাইদুল ইসলাম আকাশ, জোহা হলে ভিপি পদে শিখর রায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে সিনেট ছাত্র প্রতিনিধি পদে ইরফান তামিম, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মাহির ফয়সাল লড়বেন, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে বিল্লাল হুসাইন, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে সৈয়দ আব্দুল কাদের, শাহরিয়ার মোর্শেদ, সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে নূরনবি, হল সংসদে ক্রীড়া সম্পাদক পদে রুহুল আমীন, সাংস্কৃতি সম্পাদক  রনি আহমেদ, আলিম খান, সহ-সাংস্কৃতি সম্পাদক পদে আবু নাঈম, বিজয় ২৪ হলে জিএস পদে জুবায়ের জিসান।

এছাড়া ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে সিনেট সদস্য এবং তথ্য ও গবেষণা সম্পাদক পদে ইনসান আলী, সহ-সাধারণ সম্পাদক পদে (তাপসী রাবেয়া হল) খাতিজা আক্তার হিয়া, সহ-সাধারণ সম্পাদক পদে (শহীদ হবিবুর রহমান হল) এনামুল হক, সহ-ক্রিয়া সম্পাদক ( জুলাই-৩৬ হল) উম্মে জাহান (বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত), ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে এজিএস পদে শাহ পরান লিখন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুনান হাওলাদার, সহ-নারী-বিষয়ক সম্পাদক পদে নাদিয়া হক, সমাজকল্যাণ সম্পাদক পদে শরিপুল ইসলাম, ২৩-২৪ সেশন থেকে মাদার বখস হলের কার্যনির্বাহী পদে আল আমিন লড়বেন।

এ বিষয়ে বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী ও সহ-প্রচার সম্পাদক পদপ্রার্থী মুনান হাওলাদার বলেন, “আসলে ক্যাম্পাসের যেকোনো যৌক্তিক আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে আমাদের বিভাগের শিক্ষার্থীরা মাঠে নেমেছে। আর যেহেতু ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেহেতু সব বিভাগের মধ্যেই একটা উৎসাহ কাজ করছে। আমাদের গণযোগাযোগ বিভাগ থেকে সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী এই নির্বাচনে প্রতিনিধিত্ব করছেন, এটা অবশ্যই ইতিবাচক ও গর্বের।”

বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম তানবীর বলেন, “দীর্ঘদিন পরে রাকসু হচ্ছে। সবাই উৎসবমুখর পরিবেশে রাকসুকে বরণ করছে। সেই জায়গা থেকে আমাদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ২০ এর অধিক প্রার্থী কেন্দ্রে এবং হল সংসদে দাঁড়িয়েছে। আমি এই বিভাগের শিক্ষার্থী হিসেবে বিষয়টি খুবই পজিটিভলি দেখছি এবং নির্বাচনের মাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি।”

তিনি বলেন, “আমরা আগে পরে দেখেছি বিভাগের অনেকেরই নেতৃত্ব গুণ রয়েছে। জুলাই-আগস্টে সম্মুখ সারিতে থেকে অনেকেই নেতৃত্ব দিয়েছে। আমি মনে করি রাকসুতেও এমন নেতৃত্ব গুণাবলী সম্মিলিত শিক্ষার্থী দরকার। এছাড়া মিডিয়ার শিক্ষার্থী হওয়ায় মিডিয়া ও প্রকাশনার যে দুইটি পদ রয়েছে সেখানে আমাদের বিভাগের শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ রয়েছে।”

বিভাগের সভাপতি ড.

মোজাম্মেল হোসেন বকুল বলেন, “এটা আমি খুব ইতিবাচক হিসেবে দেখছি। আমাদের বিভাগের শিক্ষার্থীরা ভিপিসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এটা তাদের ভবিষ্যৎ নেতৃত্ব গুণাবলী বৃদ্ধি করবে। ইতোমধ্যে তাদের সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি, আমি তাদের নিয়ে আশাবাদী। আশা করি, তারা নির্বাচিত হবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।”

ঢাকা/ফাহিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ ক ষ বর ষ থ ক গণয গ য গ আম দ র

এছাড়াও পড়ুন:

মায়ামিতেই থাকছেন মেসি, নতুন চুক্তি চূড়ান্ত

মেজর লিগ সকারের (এমএলএস) সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি যেন থাকছেন আরও কিছুটা সময় আমেরিকায়। বুধবার ইএসপিএনের খবরে জানা গেছে, ইন্টার মায়ামির সঙ্গে কয়েক বছরের নতুন চুক্তির প্রায় শেষ ধাপে পৌঁছে গেছেন আর্জেন্টাইন জাদুকর। শুধু সামান্য কিছু বিষয় গুছিয়ে নিলেই ঘোষণা আসতে পারে। যদিও আর্থিক শর্তাবলীর বিস্তারিত কিছু জানানো হয়নি।

২০২৩ মৌসুমে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৫ মৌসুমের শেষ পর্যন্ত তাকে পাবে ফ্লোরিডাভিত্তিক এই ক্লাব। তবে নতুন চুক্তি হলে হয়তো আরও দীর্ঘ সময় মায়ামির হয়ে মাঠ মাতাবেন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক।

আরো পড়ুন:

মেসির গোলে, অ্যাসিস্টে মায়ামির জয়

মেসির পেনাল্টি মিস, মায়ামির হার

এ মৌসুমেই দুর্দান্ত ছন্দে আছেন তিনি। এমএলএসে ২১ ম্যাচে করেছেন ২০ গোল, যা লিগে দ্বিতীয় সর্বোচ্চ। পাশাপাশি ১১টি অ্যাসিস্টও করেছেন, যা তাকে অ্যাসিস্টের তালিকায় ষষ্ঠ স্থানে রেখেছে। গত মৌসুমেও ছিলেন সমান উজ্জ্বল। ২০ গোলের সঙ্গে ১৬ অ্যাসিস্ট করে দুই বিভাগেই শীর্ষে জায়গা করে নিয়েছিলেন।

ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত সবমিলিয়ে ৪৬ লিগ ম্যাচে করেছেন ৪১ গোল এবং ২৭টি অ্যাসিস্ট। আর সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৫৪, খেলেছেন মাত্র ৬২ ম্যাচ। মায়ামির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এবং সর্বোচ্চ অ্যাসিস্টদাতা দুটোই তিনি।

ফুটবলের ইতিহাসে সর্বাধিক ৮ বার ব্যালন ডি’অর জয়ী মেসি গড়েছেন এক অনন্য সাম্রাজ্য। ২০০৪ থেকে ২০২১ পর্যন্ত বার্সেলোনায় থেকে ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতান তিনি। এরপর পিএসজির হয়ে খেলেন দুই মৌসুম, জেতেন আরও দুটি লিগ ওয়ান শিরোপা। জাতীয় দলের জার্সিতে জিতেছেন ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের বিশ্বকাপের গৌরবময় ট্রফি।

এমএলএসে আসার পরপরই ইন্টার মায়ামিকে এনে দেন ২০২৩ সালের লিগস কাপ শিরোপা। তার পরের বছর ২০২৪–এ তারা জেতে সাপোর্টার্স শিল্ড, যদিও প্লে–অফের প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয়। বর্তমানে ইন্টার মায়ামি এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ১৪ জয়, ৬ ড্র ও ৭ হারে ৪৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।

আগামী শনিবার ডি.সি. ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে নামবে তারা। আর দলটির আস্থার নাম একটাই- লিওনেল মেসি। এখনও যেমন আছেন, তেমনি থাকলে হয়তো মায়ামির আকাশে আরও অনেক দিন উজ্জ্বল হয়ে জ্বলবেন আর্জেন্টিনার ফুটবল রাজপুত্র।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা, ফরম পূরণের সময় বাড়ল ২৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • বিশ্ব ক্রীড়াঙ্গন: রাশিয়া কেন নিষিদ্ধ, ইসরায়েল কেন নয়
  • দর্শক–সংকটে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’ আবারও বন্ধ ঘোষণা
  • চাহিদা থাকলেও ট্রাকে টিসিবির পণ্য বিক্রি বন্ধ
  • মায়ামিতেই থাকছেন মেসি, নতুন চুক্তি চূড়ান্ত
  • ‘জুড়ীর জাম্বুরা’, নামেই যার পরিচয়
  • কালচে হয়ে যাচ্ছে মোগল আমলের লালকেল্লা
  • সোনালী পেপারের শেয়ার কারসাজি: ১১ কোটি ৮২ লাখ টাকা জরিমানা