পরিবারের স্বচ্ছলতা ফেরাতে রেমিটেন্স যোদ্ধা হওয়ার স্বপ্ন দেখেছিলেন সিদ্ধিরগঞ্জের চর-সুমিলপাড়া এলাকার হতদরিদ্র তরুণ আমিনুল ইসলাম (১৯)। কিন্তু ভালো কাজের আশায় বিদেশ পাড়ি জমাতে গিয়েই তিনি এক ভয়ঙ্কর দালাল চক্রের খপ্পরে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

৬০ হাজার টাকা বেতনের চাকরির বদলে এখন তিনি বিদেশের মাটিতে কার্যত বন্দি। অভিযোগ উঠেছে, গত এক মাসে তাকে কম্বোডিয়ায় ৬ বার বিক্রি করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় ভুক্তভোগী আমিনুলের মা নারগিছ বেগম বাদি হয়ে সোমবার (২০ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে ‘ফ্লাই লেয়াদ এভিশন’ নামে একটি এজেন্সির কর্মকর্তা মোঃ ইমাম হোসেন (৪০) ও কর্মচারী বর্ষা আক্তার (৩০) কে অভিযুক্ত করা হয়েছে। এজেন্সির ঠিকানা হিসেবে ঢাকার কমলাপুর মুগদা বাস স্ট্যান্ড সংলগ্ন ৮৯, অতিশ দীপঙ্কর রোডের তৃতীয় তলা উল্লেখ করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দেখে ওই এজেন্সির সাথে যোগাযোগ করেন। পরিবারের ভাগ্য ফেরাতে প্রথমে গ্রিস বা সাইপ্রাসে যাওয়ার জন্য ১১ লাখ টাকায় চুক্তি হয়। কিন্তু পরবর্তীতে সেই দেশের ভিসা নেই বলে দালাল চক্রটি তাদের পরিকল্পনা পরিবর্তন করে।

তারা আমিনুলকে প্রলুব্ধ করে জানায়, মাত্র সাড়ে ৪ লাখ টাকায় কম্বোডিয়ায় পাঠানো যাবে। সেখানে একটি ফার্নিচারের কারখানায় তাকে ৬০ হাজার টাকা বেতনে চাকরির আশ্বাস দেওয়া হয়। এই আশ্বাসে বিশ্বাস করে পরিবারটি রাজি হলে গত ২৫ সেপ্টেম্বর আমিনুলকে কম্বোডিয়ায় পাঠায় চক্রটি।

ভুক্তভোগীর মা নারগিছ বেগম কান্ন জড়িত কণ্ঠে জানান, আমার ছেলেকে ফার্নিচার কারখানায় কাজ দেওয়ার কথা বলে পাঠালেও সেখানে যাওয়ার পর থেকে সে কোনো কাজ পায়নি। উল্টো কম্বোডিয়ার দালালরা আমার ছেলেকে এক জায়গা থেকে আরেক জায়গায় বিক্রি করতে থাকে।

তিনি বলেন, এই বিষয়ে এজেন্সির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে তারা আমাকে শুধু মিথ্যা আশ্বাস দিয়ে ঘোরাতে থাকে আর বলে আমরা ভালো কাজের ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু এই এক মাসের ভেতরেই আমার ছেলেকে ৬ বার বিক্রি করেছে দালালরা। 

আমার ছেলে এখন সেখানে খুব অসহায় অবস্থায় আছে, সে বাঁচার জন্য আকুতি জানাচ্ছে। আমি মা হয়ে ছেলের এই আর্তনাদ কীভাবে শুনছি, আমার বুক ফেটে যাচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত ফ্লাই লেয়াদ এভিশন এজেন্সির কর্মকর্তা মোঃ ইমাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা তাদের বলেছি কম্বোডিয়ার ভিসা আছে, আপনার ছেলেকে পাঠাতে পারেন। তখন তারা আমাদের সাথে চুক্তি করে। সেই ডকুমেন্ট আমাদের কাছে আছে।

অভিযোগের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ কম ব ড য় য় আম র ছ ল আম ন ল পর ব র

এছাড়াও পড়ুন:

চলতি সপ্তাহে যেকোনো দিন তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ 

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, চলতি সপ্তাহে যেকোনো দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করা হবে।

রবিবার (৭ ডিসেম্বর) ইসির দশম কমিশন সভার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

 নির্বাচন কমিশনার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে ঐতিহাসিক গণভোটের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। দুই ভোট সফলভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যেই বিস্তারিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

আবু জাফর মো. সানাউল্লাহ বলেন, আজ দশম কমিশন সভা হয়েছে। শিগগিরই তফসিল ঘোষণা করা হবে। চলতি সপ্তাহের যেকোনো একসময়ে তফসিল ঘোষণা করা সম্ভব। নির্বাচনের আগের রাতে ব্যালট পৌঁছে যাবে।

রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির দশম কমিশন সভা শুরু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের তফসিল চূড়ান্ত করতে বৈঠকে বসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। এতে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

ইসি সূত্র জানিয়েছে, মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের তারিখসহ ভোট গ্রহণের সময়সূচি আজই বিস্তারিতভাবে আলোচনা করা হবে। ভোটের সময় এক ঘণ্টা বাড়ানোর প্রস্তাব নিয়েও মতবিনিময় হবে। পাশাপাশি পোস্টাল ব্যালটের সময়সূচি, মাঠপর্যায়ের প্রশাসনিক প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা-সংক্রান্ত অগ্রগতি খতিয়ে দেখবে কমিশন।

এরইমধ্যে নির্বাচন ঘিরে জেলা প্রশাসক, ইউএনও ও পুলিশ প্রশাসনে বড় পরিসরে রদবদল করা হয়েছে। তফসিল ঘোষণার পর প্রয়োজনে আরো পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছে ইসি।

প্রথা অনুযায়ী, নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানাতে ১০ ডিসেম্বর কমিশনের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেই বৈঠকের পর শিগগির তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার প্রস্তুতি রয়েছে। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হবে।

নির্বাচন কমিশনার বলেন, কমিশন সভায় তফসিলের সময়সূচি চূড়ান্ত করা হবে। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি আরো বলেন, এবার ভোট প্রক্রিয়া ও আইন-বিধি সংশোধনের দাবি উঠেছে। শতভাগ আইনমান নিশ্চিত করতে কঠোর অবস্থান নেওয়া হবে এবং সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হবে। 

রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের সহযোগিতা কামনা করেছেন নির্বাচন কমিশনার।

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচন হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। রাষ্ট্র সংস্কারের লক্ষ্য নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। সেই সরকারের ঘোষণা অনুসারে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই গণভোট ও জাতীয় নির্বাচন হতে যাচ্ছে।

প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটিংয়ের সুযোগ রাখা হয়েছে। এ ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি নিয়েও আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত নিবন্ধ