সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫১ পুড়িয়া হেরোইনসহ রিপন (৩২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে মাদানীনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত রিপন পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার আতরখালী গ্রামের আহমেদ মৃধার ছেলে। সে বর্তমানে সিদ্ধিরগঞ্জ মধ্য রসুলবাগ এলাকার মামুনের বাড়ীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো।

সিদ্ধিরগঞ্জ থানা উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল থানা এলাকায় বিশেষ অভিযান ও গ্রেপ্তারী পরোয়ানা তামিল ডিউটিতে ছিল।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, মাদানীনগর চৌরাস্তায় আল্লাহ দান বিরিয়ানী নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে পুলিশের দলটি তাৎক্ষণিক সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।

এ সময় তার দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের পেছনের ডান পকেট থেকে সাদা কাগজে মোড়ানো অবস্থায় ৫১ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার ৩০০ টাকা।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীনূর আলম বলেন, গ্রেপ্তারকৃত রিপন রসুলবাগ এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পূর্বেরও ৪টির বেশি মাদক মামলা রয়েছে।

আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ

এছাড়াও পড়ুন:

চলতি সপ্তাহে যেকোনো দিন তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ 

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, চলতি সপ্তাহে যেকোনো দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করা হবে।

রবিবার (৭ ডিসেম্বর) ইসির দশম কমিশন সভার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

 নির্বাচন কমিশনার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে ঐতিহাসিক গণভোটের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। দুই ভোট সফলভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যেই বিস্তারিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

আবু জাফর মো. সানাউল্লাহ বলেন, আজ দশম কমিশন সভা হয়েছে। শিগগিরই তফসিল ঘোষণা করা হবে। চলতি সপ্তাহের যেকোনো একসময়ে তফসিল ঘোষণা করা সম্ভব। নির্বাচনের আগের রাতে ব্যালট পৌঁছে যাবে।

রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির দশম কমিশন সভা শুরু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের তফসিল চূড়ান্ত করতে বৈঠকে বসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। এতে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

ইসি সূত্র জানিয়েছে, মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের তারিখসহ ভোট গ্রহণের সময়সূচি আজই বিস্তারিতভাবে আলোচনা করা হবে। ভোটের সময় এক ঘণ্টা বাড়ানোর প্রস্তাব নিয়েও মতবিনিময় হবে। পাশাপাশি পোস্টাল ব্যালটের সময়সূচি, মাঠপর্যায়ের প্রশাসনিক প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা-সংক্রান্ত অগ্রগতি খতিয়ে দেখবে কমিশন।

এরইমধ্যে নির্বাচন ঘিরে জেলা প্রশাসক, ইউএনও ও পুলিশ প্রশাসনে বড় পরিসরে রদবদল করা হয়েছে। তফসিল ঘোষণার পর প্রয়োজনে আরো পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছে ইসি।

প্রথা অনুযায়ী, নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানাতে ১০ ডিসেম্বর কমিশনের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেই বৈঠকের পর শিগগির তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার প্রস্তুতি রয়েছে। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হবে।

নির্বাচন কমিশনার বলেন, কমিশন সভায় তফসিলের সময়সূচি চূড়ান্ত করা হবে। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি আরো বলেন, এবার ভোট প্রক্রিয়া ও আইন-বিধি সংশোধনের দাবি উঠেছে। শতভাগ আইনমান নিশ্চিত করতে কঠোর অবস্থান নেওয়া হবে এবং সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হবে। 

রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের সহযোগিতা কামনা করেছেন নির্বাচন কমিশনার।

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচন হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। রাষ্ট্র সংস্কারের লক্ষ্য নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। সেই সরকারের ঘোষণা অনুসারে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই গণভোট ও জাতীয় নির্বাচন হতে যাচ্ছে।

প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটিংয়ের সুযোগ রাখা হয়েছে। এ ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি নিয়েও আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত নিবন্ধ