গাজা শহরকে সম্পূর্ণরূপে দখল করার জন্য ইসরায়েলের অভিযান অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণ গাজার ইসরায়েলি মনোনীত ‘মানবিক অঞ্চল’-এর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা জানিয়েছেন পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। কারণ এলাকাগুলো ক্রমশ আরো বেশি লোকে ভরে যাচ্ছে।
বিবিসি জানিয়েছে, এই মানবিক জোনের তাঁবুতে দুটি ইসরায়েলি হামলায় দুই শিশু নিহত এবং অন্যরা আহত হয়েছে, যা নিরাপত্তা নিয়ে আরো প্রশ্ন তুলেছে।
চলতি সপ্তাহে দক্ষিণ গাজায় পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সিলভিয়া আল-শুরাফি। তিনি বলেন, “আমরা এত কঠিন পরিস্থিতিতে বাস করছি যে একটি প্রাণীও তাদের (ইসরায়েলি বাহিনী) হাত থেকে বাঁচতে পারে না। আমরা ভেবেছিলাম যে তারা যে মানবিক এলাকার কথা বলছিল সেখানে পানি ও তাঁবু থাকবে। আমাদের জীবন বাঁচানোর জন্য আমরা নিজেদের শুনতে বাধ্য করেছিলাম, কিন্তু আমরা শেষ পর্যন্ত রাস্তায় বাস করতে বাধ্য হয়েছি। এটা খুবই অন্যায্য।”
খান ইউনিসের কাছে নাসের হাসপাতালে থাকা সাংবাদিকরা জানিয়েছেন, ভোরবেলা আল-কারারায় তাদের তাঁবুতে ইসরায়েলি হামলার পর দুই শিশুর মৃতদেহ আনা হয়েছিল।
ইসরায়েলের সামরিক বাহিনী গাজার লাখ লাখ বাসিন্দাকে দক্ষিণে খান ইউনিসের কাছে আল-মাওয়াসিতে যাওয়ার নির্দেশ দিচ্ছে। সেখানে তাদের আরো ভালো পরিষেবার প্রতিশ্রুতি দিচ্ছে তারা।
কিন্তু যারা কঠিন যাত্রা করে - ঘন্টার পর ঘন্টা হেঁটে বা দুটি যানজটপূর্ণ পথে পরিবহনের জন্য শত শত ডলার প্রদান করেছেন - তারা জানিয়েছেন, তারা খাবার ও আশ্রয় খুঁজে পেতে লড়াই করছেন।
আল-মাওয়াসি পরিদর্শন করার পর জাতিসংঘের মানবিক অফিসের (ওচা) মুখপাত্র ওলগা চেরেভকো বলেন, “পরিস্থিতি দিন দিন সত্যিই খারাপ হচ্ছে। এটি পূর্ণ এবং উত্তর দিক থেকে আসা লোকেরা বসে আছে রাস্তার ধারে বাসস্থানের জন্য। লোকজন বুঝতে পারছে না কোথায় যেতে হবে। যাদের আশ্রয়স্থল হিসেবে তাঁবু ছিল, তারা ক্লান্ত হয়ে পড়েছে অথবা তারা তা আনতে পারছে না কারণ পরিবহনে অনেক টাকা খরচ হয় এবং সেই দূরত্ব অতিক্রম করার জন্য তাঁবু বহন করা অত্যন্ত কঠিন।”
চেরেভকো জানিয়েছেন, গাজা শহরের উত্তরে জাবালিয়া থেকে পাঁচজনের একটি পরিবারের সাথে দেখা হয়েছিল, যারা চার দিন ধরে দক্ষিণে আশ্রয় খুঁজছিল। তাদের কাছে মাত্র দুটি ব্যাগ ছিল এবং তারা খোলা আকাশের নিচে ঘুমানোর সময় একটি খড়ের মাদুর ভাগ করে নিয়েছিল। বাবার কোনো জুতা ছিল না, এবং কয়েক মাস বাস্তুচ্যুতির পর তার সঞ্চয় থেকে কোননো টাকাও অবশিষ্ট ছিল না।
স্যাটেলাইট চিত্রগুলোতে দেখা গেছে, আগস্টের মাঝামাঝি থেকে যখন ইসরায়েল গাজা শহর দখলের জন্য তাদের নতুন অভিযান ঘোষণা করেছিল, তখন থেকে আল-মাওয়াসি শিবির কীভাবে প্রসারিত হয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, গাজা উপত্যকার মাত্র ১৩ শতাংশ এলাকায় এখন ২০ লাখেরও বেশি ফিলিস্তিনিকে একসঙ্গে থাকতে বলা হচ্ছে।
মোহাম্মদ ইসমাইল নামে এক ফিলিস্তিনি বলেছেন, “সবাই নিরাপদ স্থান খুঁজছে। আপনার দেখা উচিত কিভাবে তাঁবুগুলো একে অপরের পাশে আটকে আছে। একটির সঙ্গে আরেকটি কোনো ফাঁকা জায়গা নেই “
তিনি বলেন, “আপনার প্রতিবেশীর স্ত্রী এবং সন্তানদের প্রতিটি শব্দ আপনি শুনতে পাচ্ছেন। যখন কেউ টয়লেটে যায় তখন আপনি তাদের এর ব্যবহার করতে শুনতে পাচ্ছেন। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, স্যানিটেশন কোথায়? আমরা পানি খুঁজছি এবং সবকিছুই বৃথা। আল্লাহর কসম, এটাই প্রকৃত দুর্ভোগ।”
ইউনিসেফের টেসা ইনগ্রাম বিবিসিকে বলেন, “পরিবারগুলো এক নরক থেকে পালিয়ে অন্য নরকে যাচ্ছে। আমি যে পরিবারগুলোর সাথে কথা বলেছি তারা আমাকে জানিয়েছে, তাদের শিশুদের মধ্যে রোগ ছড়িয়ে পড়ছে, তারা ক্রমাগত অসুস্থ ও ক্ষুধার্ত। বেশিরভাগ মানুষ আমাকে জানিয়েছে, তারা দিনে একবার খাবার খায় যা সাধারণত একটি কমিউনিটি রান্নাঘর থেকে আসে। তা হলো ভাত বা ডাল। বাবা-মায়েরা জানিয়েছেন, তারা প্রায়শই সেই খাবারের কোনো অংশ খাওয়া এড়িয়ে যান যাতে তাদের সন্তানরা খেতে পারে। আমি শুনেছি, নিরাপদ পানির জন্য লোকেরা ঘন্টার পর ঘন্টা হেঁটে যায়।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর স থ ত ন র জন য ম নব ক ইসর য
এছাড়াও পড়ুন:
‘ওশান ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ প্রতিযোগিতায় পুরস্কারজয়ী ১০ ছবি
ছবি: জিয়ালিং কাই