গফরগাঁওয়ে বন্ধ করা হলো সিসা তৈরির কারখানা
Published: 22nd, September 2025 GMT
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির দায়ে একটি কারখানার কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাল আদালত। পাশাপাশি কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উস্থি ইউনিয়নে সানফ্লাওয়ার ব্যাটারিজ লিমিটেড নামে কারখানায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আমীর সালমান রনি। অভিযানে সহায়তা করেন ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
আরো পড়ুন:
শেরপুরে বেশি দামে সার বিক্রি: ২ ব্যবসায়ীকে সোয়া লাখ টাকা জরিমানা
সোনারগাঁয়ে মহাসড়কে ১০০০ স্থাপনা উচ্ছেদ
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, কারখানাটিতে দীর্ঘদিন ধরে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হচ্ছিল। অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং সরকারি অনুমোদন ছাড়া উৎপাদন প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
গফরগাঁওয়ের সহকারী কমিশনার (ভূমি) আমীর সালমান রনি বলেন, “পরিবেশ দূষণ করে জনবসতির মধ্যে এই ধরনের কারখানা সরকারি অনুমোদন ছাড়া চলতে পারে না। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের অর্থদণ্ড ও কারখানা পরিচালনায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।”
ঢাকা/মিলন/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ময়মনসিংহে খানকা শরিফে ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি ৬০
ময়মনসিংহ নগরের সুতিয়াখালী বাজারে ‘আতে রাসুল খাজা বাবার দায়রা শরিফ’ নামে একটি খানকা ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করা হয়। মামলায় অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। গতকাল দুপুরে একদল লোক সেখানে ভাঙচুর চালায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের সুতিয়াখালী বাজারে প্রায় ১৭ বছর আগে স্থানীয় উসমান গণি ফকির সরকারি জমিতে একটি ঘর তুলে ওই খানকা প্রতিষ্ঠা করেন। সেখানে তিনি ভক্তদের নিয়ে আড্ডা দিতেন। স্থানীয় ব্যক্তিদের কাছে এটি ‘গণি ফকিরের আস্তানা’ নামে পরিচিত। প্রতি শুক্রবার রাতে সেখানে সামা-কাওয়ালি গানের আয়োজন করা হতো। সম্প্রতি একদল মুসল্লি এই অনুষ্ঠানকে ‘অসামাজিক’ আখ্যা দিয়ে তা বন্ধের দাবি জানিয়ে আসছিলেন।
সুতিয়াখালী বাজারে ‘আতে রাসুল খাজা বাবার দায়রা শরিফ’ নামে একটি খানকা ভাঙচুর করে কিছু মানুষ