জয়পুরহাট সদর উপজেলার ভিটি গ্রামের বাসিন্দা বেলাল মোল্লা (৪৩)। কখনো মুরগির ব্যবসা করেছেন, আবার কখনো হ্যাচারির বর্জ্য পরিষ্কারের কাজ করেছেন। তখন হ্যাচারিতে জমে থাকা ডিমের খোসার দিকে নজর পড়ে। সেই খোসাই একদিন তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

প্রথম দিকে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে হ্যাচারি থেকে ডিমের খোসা পরিষ্কার করে বর্জ্য হিসেবে ফেলে দেওয়ার কাজ করতেন বেলাল। একসময় জানতে পারেন, ডিমের খোসায় প্রচুর ক্যালসিয়াম আছে, যা মাটির উর্বরতা বাড়ায়। তখনই তাঁর মাথায় আসে ডিমের খোসাকে জৈব সারে রূপান্তরের ভাবনা।

কিন্তু বেলালের কাছে পুঁজি ছিল না। গত বছরের শুরুর দিকে ঋণ নিয়ে ছোট একটি মেশিন কেনেন। শুরু হয় ডিমের খোসা শুকানো ও গুঁড়া করার কাজ। প্রথম দিকে অনেকে হাসাহাসি করলেও তিনি দমে যাননি। বছর ঘুরতেই বেলালের সেই ছোট উদ্যোগ এখন বড় আকার নিয়েছে। ডিমের খোসার কারখানার উপার্জন দিয়ে নিজের সংসার যেমন চালাচ্ছেন, তেমনি পাঁচ কর্মচারীরও জীবিকা নির্বাহ হচ্ছে।

ডিমের খোসা বস্তায় ভরে কারখানায় রাখা হয়েছে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন:

টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী

১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। 

ঢাকা/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ