Prothomalo:
2025-10-02@21:17:17 GMT

ইমান: শক্তি ও শান্তির রহস্য

Published: 2nd, October 2025 GMT

আজকের দুনিয়ায় প্রতিমুহূর্তে আমরা নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হই। মানসিক চাপ, অর্থনৈতিক অস্থিরতা, সমাজের বিভেদ—এসবের মধ্যে মানুষ একটা অভ্যন্তরীণ ভরসা খোঁজে, যা তাকে স্থিতিশীল রাখবে এবং হৃদয়ে শান্তি ফিরিয়ে আনবে। মানুষের জন্য ইমান ছাড়া কোনো ভরসা নেই।

ইমান কেবল বিশ্বাস নয়, এটি জীবনের শক্তির উৎস ও হৃদয়ের শান্তির চাবিকাঠি। কোরআনে আল্লাহ বলেছেন, ‘যারা ইমান এনেছে এবং তাদের হৃদয়গুলো আল্লাহর জিকিরে শান্তি লাভ করে। জানো, আল্লাহর জিকিরেই হৃদয়গুলো শান্তি লাভ করে।’ (সুরা রাদ, আয়াত: ২৮)

এ আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়, টাকাপয়সা বা পদমর্যাদা দিয়ে কেনা যায় না এমন শান্তি, তা ইমানের মাধ্যমেই আসে। এটি একটি অলৌকিক শক্তি, যা মানুষকে দুর্যোগের মধ্যেও দাঁড়িয়ে থাকতে শেখায় এবং জীবনকে অর্থপূর্ণ করে তোলে।

ইমানের এ রহস্য কোনো নতুন কথা নয়। মহানবী মুহাম্মদ (সা.

) বলেছেন, ‘মুমিনের অবস্থা আশ্চর্যজনক! তার সবকিছুতেই কল্যাণ রয়েছে এবং এই গুণ শুধু মুমিনেরই আছে। যদি তার সঙ্গে সৌভাগ্য আসে, সে কৃতজ্ঞ হয় এবং তাতে তার কল্যাণ হয়। আর যদি দুর্ভাগ্য আসে, সে ধৈর্য ধরে এবং তাতেও তার কল্যাণ হয়।’ (সহিহ মুসলিম, হাদিস: ২,৯৯৯)

আরও পড়ুনহতাশা মানে কি ইমান দুর্বল হওয়া২৩ জুন ২০২৫

এ হাদিস থেকে বোঝা যায়, ইমান মানুষকে সুখ-দুঃখের দোলাচলে ভাসিয়ে নিয়ে যায় না, বরং প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষা ও উন্নতির সুযোগে পরিণত করে। সুখে কৃতজ্ঞতা বাড়ায়, দুঃখে ধৈর্য শেখায়—এভাবে ইমান মানুষকে অপরাজেয় করে তোলে। আজকের দ্রুতগতির জীবনে যেখানে একটা খারাপ খবরেই মানুষ ভেঙে পড়ে, সেখানে ইমানের এ শক্তি আমাদের অবিচল রাখতে পারে।

ইমানের শক্তি: ঐতিহাসিক সাক্ষ্য

ইসলামের ইতিহাসে ইমানের শক্তির অসংখ্য উদাহরণ রয়েছে, যা আমাদের অনুপ্রাণিত করে। আহজাব যুদ্ধের ঘটনা তার একটি জ্বলন্ত উদাহরণ।

মক্কার কাফিররা ও ইহুদি গোত্রগুলো মিলে মুসলিমদের বিরুদ্ধে এক বিশাল সেনাবাহিনী গড়ে তুলেছিল। মদিনার চারপাশ ঘিরে ফেলা হয়েছে। খাদ্য-পানির অভাব, ঠান্ডা, ক্ষুধা—সবকিছু মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। কিন্তু মুসলিমরা ভেঙে পড়েননি।

কেন? কারণ, তাঁদের ইমান তাঁদের শক্তি দিয়েছে। কোরআনে বলা হয়েছে, ‘এবং এতে তাদের বাড়িয়েছে কেবল ইমান ও আত্মসমর্পণ।’ (সুরা আহজাব, আয়াত: ২২)

ওই সময় মহানবী (সা.)-এর দোয়া ও সাহাবিদের ইমানের জোরে আল্লাহর সাহায্য এসেছে—ঝড় উঠেছে, যা শত্রুদের পরিকল্পনা ভেস্তে দিয়েছে। এ ঘটনা দেখায়, ইমান কেবল মনের শক্তি নয়, এটি বাস্তব ঘটনাকে পরিবর্তন করার ক্ষমতা।

আরেকটি উদাহরণ হলো হজরত আয়েশা (রা.)-এর জীবন। তরুণী বয়সে ফিতনার অভিযোগে তিনি যে কষ্ট সহ্য করেছেন, তা কল্পনার অতীত। কিন্তু তাঁর ইমান তাঁকে ধৈর্য ধরতে শিখিয়েছে। কোরআনে আল্লাহ তাঁর নির্দোষ ঘোষণা করেছেন এবং বলেছেন, ‘আর ধৈর্য ধরো, তোমার ধৈর্য তো আল্লাহ ছাড়া সম্ভব নয়।’ (সুরা নাহল, আয়াত: ১২৭)

এ ধৈর্য ইমান থেকে উদ্ভূত, যা তাঁকে কেবল বাঁচিয়ে রাখেনি; বরং ইসলামের ইতিহাসে এক অনন্য স্থান দিয়েছে। এসব ঘটনা আমাদের বলে যে ইমান কোনো অদৃশ্য জিনিস নয়। এটি যুদ্ধক্ষেত্রে, ব্যক্তিগত সংকটে বা সমাজের ঝড়ে আমাদের অটল করে রাখে।

আধুনিক যুগেও এ শক্তির প্রমাণ দেখা যায়। কল্পনা করুন, একজন তরুণ উদ্যোক্তা, যার ব্যবসা ব্যর্থ হয়ে যায়, ঋণের চাপে ভুগছে। সাধারণ মানুষ হলে হতাশায় ভেঙে পড়ত। কিন্তু ইমানি দৃষ্টিতে যখন সে এটাকে পরীক্ষা মনে করে, তখন ধৈর্য ধরে নতুন পথ খোঁজে।

ফলে সে শুধু উঠে দাঁড়ায় তা নয়; বরং আরও শক্তিশালী হয়ে ওঠে। এ শক্তি আসে কোথা থেকে? ইমান থেকে, যা মানুষকে বলে যে সবকিছু আল্লাহর হাতে এবং তাঁরই কাছে ফিরে যাবে।

আরও পড়ুনইমান শক্তিশালী করার ১০ উপায়১০ জুন ২০২৫ইমানের শান্তি: হৃদয়ের স্থিরতা

ইমানের শক্তি যেমন বাহ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা করে, তেমনি এটি অভ্যন্তরীণ শান্তির উৎস। আজকের দুনিয়ায় মানসিক স্বাস্থ্যের সমস্যা বেড়েছে—উদ্বেগ, বিষণ্নতা, একাকিত্ব। ওষুধ বা থেরাপি সাময়িক সাহায্য দিতে পারে, কিন্তু স্থায়ী শান্তি আসে ইমানের মাধ্যমে।

কোরআনের সেই আয়াত (সুরা রাদ, আয়াত: ২৮) আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর স্মরণই হৃদয়কে শান্ত করে। জিকির, নামাজ, দোয়া—এগুলো কেবল আচার নয়; বরং মনের শুশ্রূষা।

ইমান মানুষকে রাগ, ঈর্ষা বা প্রতিহিংসার শিকল থেকে মুক্ত করে। এটি আমাদের শেখায় যে সবকিছুর পেছনে আল্লাহর হিকমত আছে। একজন মুমিন যখন কষ্ট পান, তা কেন, কী শিক্ষা? এ চিন্তা তাঁকে শান্ত রাখে।

মহানবী (সা.)-এর জীবন এর উজ্জ্বল উদাহরণ। তাঁর ওপর যে কত বিপদ এসেছে—তাইফের যন্ত্রণা, শিয়াবে আবি তালিবে বর্জন, হিজরতের কষ্ট, যুদ্ধের আঘাত। কিন্তু তাঁর হৃদয় সর্বদা শান্ত ছিল। কারণ, তাঁর ইমান অটল ছিল। এ শান্তি কেবল ব্যক্তিগত নয়, এটি সমাজকেও প্রভাবিত করে। একজন মুমিনের ধৈর্য ও ক্ষমা অন্যদের অনুপ্রাণিত করে, সমাজে শান্তি ছড়ায়।

আধুনিক মনোবিজ্ঞানও এখন ইমানের এ শক্তি স্বীকার করছে। গবেষণায় দেখা গেছে, ধর্মীয় বিশ্বাস মানুষের চাপ কমায় ও মানসিক স্থিতিশীলতা বাড়ায়। কিন্তু ইসলামের ইমান এর থেকে অনেক গভীর—এটি কেবল মনের শান্তি নয়, জীবনের উদ্দেশ্য দেয়। যখন আমরা আল্লাহর ওপর ভরসা করি, তখন জীবনের অনিশ্চয়তা আর ভয় লাগে না। এটি আমাদের বলে, সবকিছু ঠিক হয়ে যাবে। কারণ, আল্লাহ আছেন।

আধুনিক যুগে ইমানের প্রভাব

আজকের বিশ্বে প্রযুক্তির দৌড়, সোশ্যাল মিডিয়ার চাপ, অর্থনৈতিক অস্থিরতা—এসব মানুষকে ক্লান্ত করে দিচ্ছে। মানসিক স্বাস্থ্যের সমস্যা বিশ্বব্যাপী বেড়েছে। এ পরিস্থিতিতে ইমানের প্রতি ফিরে আসা কোনো বিকল্প নয়; বরং অপরিহার্য। ইমান আমাদের শক্তি দেয় বাস্তবের মুখোমুখি হতে এবং শান্তি দেয় হৃদয়ে। এটি আমাদের শেখায়, কীভাবে সোশ্যাল মিডিয়ার ঈর্ষা থেকে মুক্ত হয়ে কৃতজ্ঞতায় জীবন যাপন করতে হয়।

আজকের তরুণ সোশ্যাল মিডিয়ার চাপে বিষণ্ন হন, কিন্তু ইমান তাঁদের মনে করিয়ে দেয়, সত্যিকারের সৌন্দর্য হৃদয়ে। এটি তাঁদের উদ্যোগী করে তোলে, সমাজের জন্য কাজ করতে উৎসাহিত করে।

ইমান হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, যা শক্তি দেয় চ্যালেঞ্জ মোকাবিলায় এবং শান্তি দেয় হৃদয়ে। এটি আমাদের শেখায় সুখ-দুঃখের মধ্যে আল্লাহর ওপর ভরসা রাখলে জীবন সুন্দর হয়।

আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি হে আল্লাহ, আমাদের সত্য ইমান দান করুন এবং আপনার জিকিরে শান্ত হৃদয় দান করুন। যখন আমরা পাই, কৃতজ্ঞ হতে সাহায্য করুন; যখন পরীক্ষায় পড়ি, ধৈর্য দান করুন; যখন ভুল করি, তওবার সুযোগ দান করুন। আমিন।

আরও পড়ুনইমান কাকে বলে১৬ ফেব্রুয়ারি ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম দ র শ দ ন কর ন আল ল হ জ বন র আজক র সবক ছ ক রআন

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ